সহজেই Mobile ও computer স্ক্রীনের জন্য নিজের নামের ওয়ালপেপার বানান Microsoft office word এর মাধ্যমে

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন।

আল্লাহর রহমতে আমিও ভাল আছি।

আমি আপনাদের যা দেখাব তা হল আপনি কিভাবে Microsoft office word  এ আপনার পছন্দ মত আপনার নামের ওয়াল পেপার বানাতে পারবেন।

আপনি ইচ্ছা করলে এই পিকচার টি মোবাইল অথবা কম্পিউটার স্ক্রীনে দিতে পারবেন। কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

ওয়াল পেপার বানাতে হলে আপনাকে যে কাজগুল করতে হবেঃ

প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে Microsoft office word  টি ওপেন করুন

তারপর Microsoft office word  এ আপনার নাম অথবা পছন্দের word  টি লিখুন

আপনার লেখা word টি সিলেক্ট করুন তারপর উপরে দেখুন Insert লেখা

কোথায় আছে Insert সিলেক্ট করুন তারপর wordArt  এ যান এবার আপনার পছন্দ মত wordArt সিলেক্ট করুন OK করুন। এবার আপনার লেখা ইচ্ছামত ছোট বা বড় করুন। এবার আসি আসল কথায় আপনি সেভ করবে কিভাবে,আপনি ফাইল টি সেভ করার সময় save as type Microsoft office word টি পরিবর্তন করে web page ফরমেট এ সেভ করুন। তারপর আপনি ফাইল টি যে খানে সেভ করেছেন সেইখানে গিয়ে দেখুন doc অথবা Doc1

নামে একটি ফোল্ডার আছে, ফোল্ডারটি ওপেন করুন, সেই ফোল্ডার থেকে আপনার লেখা নামের images টি কপি করে আপনার কম্পিউটের পছন্দমত যে কোন ফোল্ডারে রাখুন।

এবার Doc1  নামে ফোল্ডারটি ডিলেট করে দিন।

ব্যাস কাজ শেষ

রেজিলেশন ভাল নাও হতে পারে, পরে ফটোশপ দিয়ে কাজ করে নিলে ভাল হবে।

ধন্যবাদ।

Level New

আমি Shaheen Parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Shaheen Parvez, Manikganj, Dhaka


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Aro valo ekti upay ase . Apnar save kora doc ba docx file tike 7zip software die open korun. Doc props folder e thumbnail.wmf file paben. Etake paint program e edit kore jpeg te save korlei kaj shesh. Oh ha 7zip ekta unzipar Software.

ভাই ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য । সমস্যা হচ্ছে সবই তো হল কিন্তু গুগলে ক্রমের আইকন চিহ্নিত ডক ফাইল থেকে ইমেজটা কপি করে যখন অন্য ফোল্ডারে গিয়ে মাউস এর রাইট ক্লিক করি তখনতো পেস্ট অপশনটা কার্যকরি হয় না, কী করতে পারি?আরেক টা কথা ঔ ইমেজে কীভাবে একটি ছবি এ্যাড করে তারপর টেক্সট লিখে এরকম ওয়ালপেপার বানানো যাবে?