Gigabyte > Terabyte > Petabyte তারপর??

 

খুব কম লোকই আছে যারা Disk Storage Capacity-র  আবিষ্কৃত নামগুলোর শেষ পর্যন্ত জানেন। আসলে আমিও জানিনা!  😉

এই পোস্ট লেখার সময় দেখে দেখে লিখছি। তারপর আমি নিজেই ভুলে যাব। আসলে জানার দরকারও নেই। কেন দরকার নেই তার কারণ হল জীবদ্দশায় আপনি এগুলো বাস্তবে দেখবেন কিনা বলা মুশকিল! আবার দেখতেও পারেন। কারণ Technology তে গতি বুঝাটা অনেক কষ্টকর ব্যাপার। আর কোন কথা না। সরাসরি Capacity গুলোর নাম দিয়ে লিখে দিলাম-

 

Virtual StorageDisk Storage
1 Bit = Binary Digit

8 Bits = 1 Byte

1024 Bytes = 1 Kilobyte

1024 Kilobytes = 1 Megabyte

1024 Megabytes = 1 Gigabyte

1024 Gigabytes = 1 Terabyte

1024 Terabytes = 1 Petabyte

1024 Petabytes = 1 Exabyte

1024 Exabytes = 1 Zettabyte

1024 Zettabytes = 1 Yottabyte

1024 Yottabytes = 1 rontobyte

1024 Brontobytes =1 eopbyte

1 Bit = Binary Digit

8 Bits = 1 Byte

1000 Bytes = 1 Kilobyte

1000 Kilobytes = 1 Megabyte

1000 Megabytes = 1 Gigabyte

1000 Gigabytes = 1 Terabyte

1000 Terabytes = 1 Petabyte

1000 Petabytes = 1 Exabyte

1000 Exabytes = 1 Zettabyte

1000 Zettabytes = 1 Yottabyte

1000 Yottabytes =1 rontobyte

1000 Brontobytes = 1 eopbyte

 

সরাসরি কপি করে দিলাম। কারণ টাইপ করতে গেলে ভুল হতে পারে।

এবার তাহলে চিন্তা করে দেখুন। আমি এ পর্যন্ত টেরাবাইট দেখেনি। আপনারাও সবাই দেখেননি। আর এর পরের গুলো অনেকে শোনেই নাই!  তাহলে সেগুলো কবে বাজারে আসবে??  🙂

Left Side এর গুলো হল Virtual Capacity. Right Side এর গুলো হল যেই Space টা Actually পাওয়া যায়।আপনি লক্ষ্য করে থাকবেন আপনার পেন ড্রাইভ/ ডিস্কে একটু কম যায়গা থাকে। কম থাকার এটাও একটা কারণ।

আপনাদের শুধু ১ এক্সবাইট এর একটা ধারণা দেই। এটা হল ১ বিলিয়ন গিগাবাইটের সমান!!!

বাকিগুলো কি জানার দরকার আছে?

এর আগে লিখেছিলাম এখানে-

Explanation of Megabytes, Gigabytes, Terabytes ...

 

Level 0

আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

There is no mistake in the world of technology! Everything is learning!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

keu jodi amare 1 eopbyte hard disk day taile amar hart attack asbo B-)

    Level 0

    @ratedrzihad:

    আগে বাজারে আসুক। দেখেন ততদিন আপনি দুনিয়াতে থাকেন কিনা 🙂

Vai…eta poira just ekta kothai mathay ashse….”Keno eto age jonmailam!!!!”

    Level 0

    @Sadiq Nayeem:
    আপনি অনেকটা আমার মতই ভাবলেন!
    এখন ভাবি কেন ৪ বছর আগে পিসি কিনলাম! এখন কিনলে তো ডাবল পেতাম আরো কম দামে!

    কিন্তু সেক্ষেত্রে তো আমি এখন যা জানি সেটা জানতাম না . . . 🙂

টেরাবাইট দেখেছি। অনেক অজানা জিনিস জানলাম । ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

আপনাকেও ধন্যবাদ।
প্রত্যেকটার বিস্তারিত পাবেন এখানে – http://munnamark.blogspot.com/2012/03/explanation-of-megabytes-gigabytes.html

খুব সুন্দর লিখেছেন

    Level 0

    @গেমস মাস্টার:
    আপনার কাছে সুন্দর মনে হবার আলাদা কারণ আছে! 🙂
    কারণটা হল Games এর জন্য অনেক যায়গা লাগে। বিশেষ করে NFS, GTA, IGI এর জন্য। ঠিক বলেছি না? 😉

      @munnamark: আপনি মনে হয় আমার নাম দেখে এই কথা বলছেন।যা বলছেন তা ঠিকই আমি গেমস এর ভক্ত। তাই তো techtunes সে username দিলাম…………।

আল্লহ রে তুমি আমারে এখন কেন পাঠাইলা। আমারে এখন নিয়ে যাও Brontobytes বাইর হইলে পাঠায়ও

    Level 0

    @saad rahman:
    🙂 🙂 :০

    জনাব সাদিক ও একই কমেন্ট করল। আমি তো দেখা যায় আপনাদের জন্ম বৃথা করে দিলাম . . . 🙂

ভাই সুন্দর টিউন। তবে বাংলাদেশিরা এই একক গুলির নাম রাখলে এইরকম হইত…টেরাবাইট>ফুটাবাইট>ছেড়াবাইট>ফাটাবাইট।
কেমন হইল নাম গুলো ?

    Level 0

    @সাইফুল ইসলাম সোহেল:

    তাহলে শেষটার আগেরটার নাম দেন কাটাবাইট। আর শেষটার নাম মরাবাইট দেন! 🙂
    কারণ ওটা মরার পর আসতে পারে . . .

      Level 0

      টেরাবাইট>ফুটাবাইট>ছেড়াবাইট>ফাটাবাইট>কাটাবাইট>মরাবাইট

      আমি শ্যাষ……………….

        Level 0

        @rakib.rana:
        মারাবাইট তো বলে নাই। আপনি শেষ হবেন কেন? 🙂

ধন্যবাদ বিষয় টি শেয়ার করার জন্য । আমরা অনেকেই এই বিষয় টি জানি না 🙂

amr kache Samsung er 1 TB Hard Disk ache….

Level New

Terabyte available ase. but amarta full hoye jaoay bipode asi 😀

    Level 0

    @saif_precio:
    হুমম! আপনাকে মাইর দেয়া লাগব! 🙂
    I mean পেটাবাইট 😉 ১০০০ গিগার সমান।

      Level New

      @munnamark: Petabyte na terabyte 😀 vul kore fellen :p
      Amar Total HDD 1664 GB. mane 1.6 Terabyte. 1.2 TB Full 😀

        Level 0

        @saif_precio:
        সাংঘাতিক ভুল :p
        ওটা ১০০০ টেরাবাইট হবে। 🙂

        ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য।

অনেক কিছু জানতাম না, এখন অনেক কিছু জানি, আল্লাহ চাইলে আরও অনেক কিছু জানতে পারব।

এক্সাবাইট পর্যন্ত আগেই জানতাম।ধন্যবাদ শেয়ার করার জন্য। 😀 😛
R ভাইয়া আপনার টিউনে একটু প্রবলেম আছে।আপনি ১বিট থেকে ১ইয়োপবাইট পর্যন্ত যা যা লিখেছেন ঠিক তারি নিচে একই পুনরাবৃত্তি করেছেন,এটা একটু দৃষ্টিকটু দেখায়।এটা ঠিক করেন। 😐

    Level 0

    @Iron maiden:
    কিসের পুনরাবৃত্তি করলাম।
    আপনি কি এটার কথা বলছেন? ১০২৪ আর ১০০০ এর ব্যাপারটা? এটা তো ইচ্ছে করেই দেয়া হয়েছে।
    কারণ ডিস্ক স্টোরেজ আর ভার্চুয়াল স্টোরেজের পার্থক্য বুঝানোর জন্য। আর এটা তো পাশাপাশি আছে। উপরে নিচে না।

    যদি উপরে নিচে দেখে থাকেন তাহলে হয়ত ব্রাউজার রিলেটেড কোন সমস্যা।

    আর যদি এটা না হয় তাহলে বিস্তারিত লিখে বলেন কোনটাতে প্রবলেম আছে।

    ধন্যবাদ।