নাম নিয়ে বিড়ম্বনা- কর্তৃপক্ষের কাছে আবেদন

বেশ কিছুদিন যাবত বিভিন্ন টিউনে  দেখছি " কৌশিক" নামের একজন কমেন্ট করছেন।  এখানে প্রদর্শিত  নামটি  আমার হলেও  এটি আমি নই । এর অর্থ আমার এই নাম অন্য কেউ নতুন একাউন্ট খুলে ব্যবহার করছে। কর্তৃপক্ষের কাছে জানতে চাইছি এভাবে একাধিক ব্যক্তির একই নাম ব্যবহার সম্ভব ও নীতিগত ভাবে সঠিক কিনা।

আমি টেকটিউনস এ মোটামুটি একজন পুরনো সদস্য।  নিয়মিত টিউন না করলেও টেকটিউনস নিয়মিত  পড়ি ঠিকই। এরকম অবস্থায় টেকটিউনসে আমার অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন। টেকটিউনস এর কাছে  এই বিষয়ের একটা যুক্তিযুক্ত সমাধান চাইছি। আর এসম্পর্কিত নীতিমালার কারণে যদি একাধিকজনের এক নাম ব্যবহার সম্ভব হয় সেটার ও বিস্তারিত বিবরণ জানালে খুশি হবো। অথবা টেকনিক্যাল অথবা নীতিমালা সম্পর্কিত যদি কোনো অসঙ্গতি থাকে, তাহলে সেটারও দ্রুত সমাধান চাইছি।

***টেকটিউনস পরিবারের অন্য সদস্যদের বলছি- আপনারা যদি টেকটিউনস এ  আমার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত  হতে চান তাহলে টেকটিউনস এর প্রথম পাতায় সার্চ বক্সে  "কৌশিক"  লিখে সার্চ করে দেখুন। প্রাপ্ত ফলাফল থেকে প্রদর্শিত টিউন গুলোতে গেলে দেখতে পাবেন, টিউন গুলোতে করা মন্তব্যগুলো অথবা টিউনটি (মাত্র ২-৩ টি ) আমার আইডি  থেকেই করা।

Level 0

আমি Kaushik Biswas। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Searchhing.......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই username দিয়ে , মানে যে username দিয়ে আপনি লগইন করেন , তা একটাই , আর কৌসিক তো আপনার একার নাম না । no problem . নামের সাথে একটা কিছু যোগ করে দিন যেমন : RAHMAN

এখানেই সমস্যা, কোনো নাম ইউজ করার আগে নিশ্চই দেখে নেয়া উচিত নামটি অন্য কেউ আগে ইউজ করছে কিনা…….
আমি প্রথম থেকেই এই নাম ইউজ করছি…….সুতরাং আমি এখন নিশ্চই এই নাম এখন পরিবর্তন করতে চাইবনা…….

আর সেই কৌশিক ভাই, আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার নামের শেষে অন্য পরিচিতিমূলক শব্দ, অথবা কোনো টাইটেল ইউজ করুন। যাতে আমরা দুজনেই স্বকীয়ভাবে পরিচিত হতে পারি।

হ্যাঁ,এটা দাবী করার অধিকার অবশ্যই কৌশিক ভাইয়ের আছে।আমিও এই ব্যাপারে টেকটিউনস কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করছি।

Jini prothome reg. korcen tar name thik rekhe opor joner name change kora ucit. Asa kori Kotripokho bisoytir somadhan korben.

উদাহরণ স্বরুপ ফেসবুকের মত বিশাল নেটওয়ার্কের কথা বলব ……. সেখানে একই নিকের পাবলিকের তো অভাব নাই। আমার নিজের নিকেরও আছে হাজার খানেক ……. কিন্তু সেখানে আমি কিন্তু আলাদাই …… কারণ আমার ফটো, আমার স্বকীয়তা ইত্যাদী …….আশা করি আপনিও আপনার স্বকীয়তা তুলে ধরবেন।

    উদাহরণস্বরূপ, আমি এখন যদি আপনার নিক ও প্রোফাইল পিকচার নিয়ে আপনার ছদ্দবেশ ধারণ করে যদি কারো টিউন এ যদি একটা বাজে মন্তব্য করি তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো?

    কৌশিক ভাই এর সাথে একমত

যাক আমার User Name-এর Duplicate কাউকে পেলাম না… Relaxed…