বিজ্ঞানের খাতা [পর্ব-৪০] :: পেট্রোলের আগুন পানি দিয়ে নেভানো যায় না কেন?

বিজ্ঞানের খাতা

অনেক দিন পর আবার লিখতে বসলাম। আপনাদের দোয়ায় বিসিএস প্রিলিমিনারিতে চান্স পেয়েছি। এখন লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে সময় কাটে। চাকরির পাশাপাশি পড়াশোনা অনেক ঝামেলার। তাই বিজ্ঞানের খাতা লেখালেখি আর হয়ে উঠছে না। বিজ্ঞানের খাতার পাঠকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। তথ্য উপাত্ত নিয়ে লেখা এখন সম্ভব না। আপনাদের জন্য জানা অজানা কিছু মিনি টিউন নিয়ে হাজির হব মাঝে মাঝে। আশা করি আপনার জানার ভান্ডারকে এটা সমৃদ্ধ করবে। আমার জন্য দোয়া করবেন।

মানবসভ্যতাকে বর্তমানে অবস্থানে নিয়ে আসার জন্য আগুনের অবদান অপরিসীম। আবার আগুনের করাল গ্রাসে মানবসভ্যতা বারবার বিপর্যয়ের শিকার হয়েছে। তাই আগুন পেয়েছে কখনো দেবতার আসন আবার সেই আগুনকেই স্থান দেয়া হয়ে জাহান্নাম, দোযখ, নরক, হেলে।

কোথাও আগুন লাগলে সবাই পানি ভর্তি বালতি হাতে ছুটে যায় আগুন নেভাতে। সাপ আর বেজীর যেমন সম্পর্ক ঠিক সেই একই রকম সম্পর্ক আগুন এবং পানির। আচ্ছা সব আগুন কি পানি দিয়ে নেভানো যায়। আপনি ভাবছেন যায়। আসলে পেট্রোলের আগুন পানি দিয়ে নেভানো যায় না। কিন্তু কেন? পেট্রোলের আগুনের উত্তাপ সাধারন আগুনের উত্তাপের তুলনায় অনেক বেশী। তাই যখন পেট্রোলের আগুনে পানি ঢালা হয় তখন পানি বিশ্লিষ্ট হয়ে যায়। তাছাড়া পেট্রলের তুলনায় পানির ওজন বেশী। তাই যেটুকু পানি অবশিষ্ট থাকে তা নিচে চলে যায়। ফলে পেট্রোলের আগুন পানি দিয়ে নেভানো যায় না। বালি দিয়ে কি পেট্রোলের আগুন নেভানো সম্ভব?

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Great.thanks

ভাই আপনার লেখা আমার খুব ভালো লাগে। ধন্যবাদ।। অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

Level 0

ভাল হয়েছে!!!

বালি/ফোম/কার্বন-ডাই-অক্সাইড দিয়ে সম্ভবত পেট্রোলের আগুন নেভানো সম্ভব।