কেস স্টাডিঃ- মাত্র ১৫ দিনে ৫১ ডলার, কিভাবে আমার বোন নতুন হিসেবে অনলাইনে আয় করলো

আমার বোন অনলাইন আয়ে নতুন হয়েও মাত্র ১৫ দিনে ৫১ ডলার (অথবা ৪,০০০ বাংলাদেশী টাকা) ইনকাম করে ফেলল। এই টিউনে আমি তার নতুন অবস্থায় সে কিভাবে আয় করলো এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি অনলাইন আয়ের ওপর আগ্রহী হন আর জানতে চান যে কিভাবে শুরু করা যায় তাহলে আপনার এই লেখাটি পড়া উচিত।

গত জুন মাসের ৩-৪ তারিখে আমি আমার বোনকে অনলাইনে কাজ করার জন্য উৎসাহী করি। নতুন অবস্থায় তাকে আমি ব্লগ রাইটিং এর কাজ করতে বলি। আমি তাকে বাবলস ওয়েবসাইটে কাজ করার পরামর্শ দেই।

বাবলস একটি ব্লগ রাইটিং ওয়েবসাইট, এখানে আপনি একাউন্ট খুলে ব্লগ লিখতে পারেন। আপনার আর্টিকেলে যত ভিউ, টিউমেন্ট আর লাইক হবে, এই সাইট আপনাকে প্রতিটিতে ১ সেন্ট করে দিবে।

যখন আপনার ৫০ ডলার জমা হবে, তারা আপনাকে পে করবে।

আমি অনেক ভেবে চিন্তে আমার বোনকে এই ওয়েবসাইটে কাজের জন্য লাগালাম। এই সাইটটি নতুনদের জন্য পারফেক্ট কারন এই সাইটে ব্লগ লেখার জন্য কোন বিশেষ কোয়ালিটি কন্ট্রোল নেই। আপনি যদি ইংরেজিতে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন তাহলে আপনিও এই সাইটে কাজ শুরু করতে পারেন।

একটা বিষয়ে আমি শংকিত ছিলাম যে এই বাবলস ওয়েবসাইট পে করবে কিনা, কারন আমি ইতিমধ্যে এর ব্যপারে অনেক খারাপ রিভিউ পড়েছি। কিন্তু আমি আশাবাদি ছিলাম আর আমি আমার বোনকে এই সাইটে কাজ করতে বলি।

শেষে যদি সে পেমেন্ট নাও পায়, তাহলেও তার কিছু অনলাইন কাজের অভিজ্ঞতা হবে।

এরপর সে কাজ শুরু করে দিল আর মাত্র ১৫ দিনের মাথায় ৫১ ইউ এস ডলার আয় করে ফেলল। বাবলস ওয়েবসাইটে ৫০ ডলার হলেই টাকা উঠানো যায়, আমি তার টাকা আমার পেপাল একাউন্টে (কারন ওর পেপাল নেই) আনার জন্য ক্লিক করলাম।

টাকাটা আমার পেপালে আসতে আরো প্রায় ২ সপ্তাহ লাগল। কিন্তু অবশেষে যখন আসলো, তখন আমি অনেক খুশি হই।

আমি এ পর্যন্ত অনলাইনে অনেক ডলার আয় করেছি। আমি অন্যদের অনলাইনে আয় করতে সাহায্য করেছি। কিন্তু যখন আমার নিজের বোন এই কাজটা করে দেখালো, এই অনুভূতিটি ছিল ভিন্ন।

আচ্ছা এরপর যখন সে টাকাটা হাতে পেল, আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে সে নতুন হিসেবে এত কম সময়ে আয় করেছে। সে আমাকে কি কি বললো আমি তা নিচে তুলে ধরলামঃ-

শুরুতেই আমার বোন এই ওয়েবসাইটে সকল টার্মস এন্ড কন্ডিশনস পড়ে ফেলল। বাবলসে ৪০০ শব্দের এক একটা টিউন লিখতে হয়। টিউনে ইচ্ছা করলে একটা ছবি এড করা যায় তবে ছবি দিলে সাথে এই ছবির ক্রেডিট লিংক দিতে হবে। সাইটে কোন আপত্তিকর কিছু লেখা যাবে না। দিনে সর্বোচ্চ ১০টা টিউন কেউ পাবলিশ করতে পারবে।

প্রথমত সে ভেবেই পাচ্ছিল না যে এই ওয়েবসাইটে কোন বিষয়ে লিখবে। বাবলস ওয়েবসাইটে যে কোন বিষয়েই লেখা যায়। তো সে শুরুতে কয়েকটা র‌্যান্ডম বিষয়ে টিউন দিতে থাকলো। এরপর একটা সময় দেখল যে একটা টিউন অনেক লাইক আর ভিউ পেয়ে গেছে। আমার বোন তখনি বুঝে ফেলল যে সে এই বিষয়ে টিউন দিলে অনেক ভিউ, টিউমেন্ট আর লাইক পাওয়া যাবে। তখন সে ওই বিষয়ে টিউন দিতে থাকলো।

এরকম একটা টিউনে ৩০-৪০টা লাইক আর প্রায় শ'খানেক ভিউ হয়ে গেল। বুঝতেই পারছেন, আপনি বেশি আয় করতে হলে বেশি টিউন দিতে হবে।

সে প্রতিদিন দিনে ৫টা আর রাতে ৫টা মোট ১০টা করে লেখা লিখতে থাকলো। ৫০ ডলার হওয়া পর্যন্ত সে মোট ৯৮টা টিউন পাবলিশ করে ফেলল।

যখন আমি তাকে অনলাইনে কাজ করতে বলি তখন তাকে আমি বলি যে ৫০হাজার টাকা কামাই করা লাগবে না, শুরুতে ১হাজার টাকা কামাই করলেই হবে ইন্টারনেট বিলের জন্য। কিন্তু সে যায়গায় আমার বোন ৫১ ডলার অথবা প্রায় ৪হাজার টাকা আয় করে ফেলল তাও আবার ১৫ দিনে।

বাবলস এর পেমেন্ট পেয়ে আমি এখন বলতে পারি যে হ্যা বাবলস ওয়েবসাইটটি ভূয়া নয়, যে কেউ ইচ্ছে করলে এখান থেকে অনলাইনে আয় করতে পারে।

আমি কি বাবলস রেকমেন্ড করি?

আপনি যদি অনলাইনে নতুন হন, এবং ইংরেজীতে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন তাহলে আপনি বাবলস এ কাজ শুরু করে দিতে পারেন। এটি নতুনদের জন্য ভাল, কিন্তু আমি এই ওয়েবসাইটের ওপর পুরপুরি নির্ভরশীল হতে বলবো না। আপনি যখন এই সাইট থেকে আয় করে কিছুটা পাকা হবেন, আপনাকে আরো এডভান্স অনলাইন আর্নিং সাইট এ কাজ শুরু করে দিতে হবে।

আমার বোনকে আমি এখন আরো এডভান্স লেভেলে কাজ করাচ্ছি এবং আশা করি সে শিঘ্রই আরো টাকা আয় করবে।

আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বাবলস এ কাজ শুরু করে দিতে পারেন।

আরো অনলাইন আয়ের সাইট এবং টিপসের জন্য পড়তে পারেন আমার ব্লগ, অনলাইন আর্নিং কিং

টিউনটি ফেসবুক, টুইটার, ইমেইলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে পড়ার সুযোগ করে দিন।

Level New

আমি তমাল আনোয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন! আপনার রেফারেলে আমি একাউন্ট করেছি- রেজাবিডি৯৯

থ্যাংকস ভাওয়া। কাজের পোস্ট। আচ্ছা, একটা প্রশ্ন আছে ভাইয়া। আমি টাকা তুলবো কিভাবে? বাংলাদেশে তো পেপাল নাই আর আমি একটা অ্যাকাউন্ট তৈরি করেছি। আমি কি টাকাটা অন্য যেকোনো পেপাল অ্যাকাউন্ট থেকে তুলতে পারবো নাকি পেপাল অ্যাকাউন্ট আমার হতে হবে?

    Level New

    @প্রীতম চক্রবর্তী: অন্যজনের পেপাল একাউন্ট হলেও হবে।

      @Tamal Anwar: থ্যাংকস ভাইয়া :D। পোস্ট লিখছি কিন্তু পোস্টগুলো প্রথম পেইজে দেখাচ্ছে না 🙁

Level 2

paypal account khulte ki korte hobe??

    @FA Shopnil: – এই ঠিকানায় গেলে আপনি বাংলাদেশ হতে ভেরিফাইড পেপাল একাউন্ট খুলার পুর্ন টিউটোরিয়াল পাবেন। আশা করি কাজে লাগবে। পারলে একটা কমেন্ট করবেন। আমি আছি আপনাদের সাথে- http://amiodhara.blogspot.com/2014/01/PayPal-and-Payoneer-Mastercard.html

Level 0

Vai ,, amr paypal account nai ,, onno kono way ase ,, taka tular ?? 🙁

Level 0

সুন্দর পোষ্ট করার জন্য ধন্যবাদ।

Level 0

ভাই আমিও শুরু করে দিলাম।দেখি আল্লাহ্‌ কি রাখছে কপালে.
আচ্ছা আমি যদি আমার সাইট এর কন্টেন্ট পাবলিশ করি কোন অসুবিধা আছে?

(মানে আমার নিজের লেখা)

    Level New

    সমস্যা আছে, কারন এখানে অরিজিনাল কনটেন্ট দিতে হবে (যেটা অন্য সব সাইটেরই নিয়ম)

thank you vai. ami kaj suru kore dic .er e modhe ame 2$ hoye gese. amar referral link pabo kothay?

আয় তো করলাম টাকা তোলার জন্য তো চাই একটা ভেরিফাইট পেপাল আইডি সেটা কোথায় পাব ? আশা করি হেল্প করবেন…

    Level New

    পেওনার মাস্টারকার্ড দিয়ে ভেরিফাইড পেপাল করতে পারেন।

amar help dorker ami ekta site theke 10 dollar earn korse,amar paypal account na thakay ami dollar gula kaj e lagate parche na,kew jodi ektu help koren ta hole onek upokar hoy ,ami ey dollar diea ekta domain kinbo

so please jar paypal account ache se amake ektu help koren

অসাধারণ একটি টিউন করেছেন ভাইজান। আপনার এই টিউনটি অনেকের অনলাইনে আয় সম্পর্কিত ধারনা বদলে দিবে

Level 0

আমি কি আমার পোস্ট এর মাঝে কি backlinks দিতে পারবো?

    Level New

    হ্যা। টার্ম-কন্ডিশনটা আরেকবার পড়ে দেখবেন।

Level 0

paypal chara ar kono vaba taka tola jaba

    Level New

    পেপাল, চেক আর কি যেন একটা আছে রিডিম দেবার জন্য।

Level 0

bro-কয়েকটা প্রশ্নের উত্তর চাইঃ
১।আমিকি একটি পোস্ট ফেসবুক বা টুইটার এ একাধিকবার সাবমিট করতে পারব?
২।ফেসবুক এ কি একটি পোস্ট এর অনেকগুলা লিঙ্ক বিল্ডিং করতে পারবো?
৩।আমার পোস্ট কি আমি আমার ব্লগ এ বা অন্য কারও ব্লগ এ লিঙ্ক বিল্ডিং এর জন্য কমেন্ট অথবা more details এইসব বলে কি post এর লিঙ্ককি শেয়ার করতে পারবো?
plz জানাবেন

    Level New

    @NISSAN: ইহা একটি এস-ই-ও রিলেটেড প্রশ্ন, আপনি একজন এক্সপার্টকে জিজ্ঞেস করেন।

Level 0

অসাধারণ একটি টিউন করেছেন ভাইজান।

Level 0

আমার পোস্ট কি আমি আমার ব্লগ এ ইউস করতে পারব?? please help??

    Level New

    @desh_IT: ডুপলিকেট কনটেন্ট হয়ে যাবে (এব্যাপারে সার্চ করুন)

আমার এটা ভেরিফাইড পে-পাল একাউনন্ট দক্রার……….কেউ যদি হেল্প করেন প্রায়োজনে টাকা দেব
[email protected]

অনেক ধন্যবাদ

Level 0

ভাই পেয়মেন্ট আসে না তো ।

Level 0

ভাই পেয়মেন্ট আসে না তো কি করব?

Level 0

ভাই পেমেন্ট যে পে-পাল এ পাঠাবো পেমেন্ট অপশন কোথায় পাবো

দিনে ৫টা আর রাতে ৫টা ৪০০ শব্দের পোস্ট করা কি এতই সোজা?

ধন্যবাদ, তমাল ভাই। আপনার টিউন টি দেখে আমিও বাবলস এ একটা আইডি খোলে কাজ শুরু করে দেই, আমিও ১৭ দিনের মাথায় প্রায় ৫৫ ডলার আয় করতে সক্ষম হই। এখানে আমার ফলোয়ার তৈরী হয়েছিলো প্রায় ২৪০০। পোষ্ট করেছি ৬০ টা। তবে আজকে ১৫-৮-২০১৪ সকালে দেখি বাবস এ লগ ইন করতে পারছি না। সঠিক আইডি ও পাসওয়ার্ড দিয়েও হচ্ছে না। পাসওয়ার্ড রিকোভার এ গিয়ে যে ইমেইল দিয়ে আইডি খুলেছি সেটা দিয়ে পাসওয়ার্ড রিট্রাইভ করার চেষ্টা করেছি কিন্তু বাবলস বলতেছে এই ইমেইলের কোন তথ্য তাদের কাছে নেই।
আমার তো মাথায় বারি, এমন কেন হলো। আপনার বোন কে জিজ্ঞেস করেন তো তার এমন কখনো হয়েছিলো কিনা একাউন্ট সাসপেন্ডেড টাইপ, নাকি কোন শর্তে ভায়োলেন্স হয়েছে। ভাই অনেক কষ্ট করে কাজ টা করেছি খুব খারাপ লাগছে। তারা আমাকে কোন নোটিশ ইমেইলও দেই নি। এভাবে এইডি ব্যান করে দেয়?
ভাই আপনার ফোন নম্বর টা একটু দিবেন, অথবা আমার ০১৮২২৭২৬৪৪৮। দয়া করে একটা নক দিয়েন । ধন্যবাদ

    @Abdullah Al Mamun:
    একাউন্ট ব্যান হলেও বাবলস একটা ইমেইল দেয়, আমি বাবলস এর গ্রুপে দেখেছিলাম। আপনি পরে আবার ট্রাই করে দেখবেন, ইউজারনেম আর পাসওউয়ার্ড দিয়ে। এমনো হতে পারে আপনার একাউন্ট ব্যান কিন্তু কোন নোটিশ দেয় নি। ইয়জারনেমটি কি ছিল আপনার?

ভাইয়া, আমার ইউজার নেম হচ্ছে almamun1419 . এখন আমার আইডির কি হয়েছে এটা নিয়ে করফার্ম হবো কিভাবে। তারা ব্যান করলে তো একটা ইমেইল দিবে। কালকে আমার কয়েকটা কমেন্টস তারা আমাকে বার বার একই কমেন্টস হয়ে যাওয়ার oops! you already posted this comment before এই টাইপের pops message দিছিলো। এটার জন্য কি এমন হতে পারে? তবে এরকম আগেও হয়েছিলো, কিন্তু আইডি ব্যান বা সাসপেন্ড হয় নি। তারা কোন বিষয় নিয়ে কোন সতর্ক না করেই এভাবে যেটা খুশি করবে । আমি তাদের সকল Terms ans Condition বলা চলে মুখস্ত করে ফেলেছি ঐখানে এরকম কোন ভায়োলেন্স দেখি নি।
এসব কে আমি বিশ্বাস করতাম না, যাও একটাকে করলাম সেটাই আমার বিশ্বাস এ আঘাত দিলো।

বাবলস এর গ্রুপ টা ফেইসবুকে, গ্রুপের লিঙ্ক টা কি দিবেন। তাদের help centre এ এই পর্যন্ত দুইটা feedback দিয়েছি, তারা পেয়েছে বলে রিপ্লাই দিলো, কিন্তু কোন মতামত পাই নি।

http://www.bubblews.com/account/344054

Page doesn’t exist
Whoops, this page doesn’t exist! It either never existed, was deleted due to a violation of our Terms of Service, or was taken down by the author.

আমাকেও তাই দেখায়, তবে কালকেও আমি আমার ১০ টা পোষ্ট করেছিলাম। আর এখন……

এটা উদ্ধার করার কি কোন উপায় নেই, তাদের সাথে অফিসিয়ালি কন্টাক্ট করার কোন মাধ্যম নেই? push message ছাড়া?

    @Abdullah Al Mamun: গ্রুপে জিজ্ঞ্যেস করে দেখতে পারেন।

    @Abdullah Al Mamun: ব্যাকাপ রাখাটা উচিত ছিল, যাই হোক হাল ছেড়ে দিয়েন না, নতুন ভাবে নতুন উদ্যোমে কাজ শুরু করুন।

      Accha Apni@Online Earning King: Accha Apnar Bon Er Bubblews Account Er Name Ar Paypal Account Er Name Ki Same Silo ? Mane Same Howa Lagbe Naki Ei Duti Name Payment Pawar Jonno ?

        @তুমুল: পেপালে রিডিম করার সময় সব তথ্য ছিল আমার বোনের নামে, নাম, ঠিকানা, বয়স ইত্যাদি। কেবল পেপাল এড্রেসে যেই ইমেইল টা ছিল, সেটা আমার ছিল।

          @Online Earning King: Ami 10 Dine $51 Kore Kal Rat e Redeem Dilam. Asha Kori Pabo. But Onekei Boltese J bubblews Bangladesh ar Pakistan K payment dewa bondho kore dise 🙁 First Account Ta Delet Kore Disilo, JodiO Ami Jani Amr Ki Vul Silo. Then Ebar Kono Vul Sara $51 Redeem Korlam. Pabo Kina Doubt Ase 🙁

আমার একাউন্ট ব্যান হওয়ার মত কোন কিছু করেছি কি করিনি তা তো তারা identify করে দেখাবে। আমার জানা মতে আমি তেমন কিছু করি নি। আমার একাউন্ট ব্যান হয়েছে বা আমার ৬০ ডলার চলে গেছে এতে আমার কোন দুঃখ নেই। আমার দুঃখ টা হচ্ছে যে পরিশ্রম টা করেছি তা নিয়ে, এখানে সে বিষয়গুলো নিয়ে আমি আর্টিকেল লিখেছি তা যদি আমার ব্লগস্পট সাইটে লিখতাম তাহলে আমি নিশ্চিত যে পরিমান ভিঊ, লাইক ও কমেন্টস পেয়েছি ব্লগে আমি Adsense এর আবেদন করে তাও পেয়ে যেতাম। এমন যে বোকামি করেছি পোষ্টগুলোর কোন ব্যাকআপ রেখিনি। টাকা, ৫ হাজার ফলোয়ার, ৬০ টা পোষ্ট সবি গেলো। শিট!!!!!!!!!!!!!