USB OTG, প্রযুক্তির অন্যতম সংযোজন! আজ জেনে নিন USB OTG এর নাড়ী নক্ষত্র। [মেগা-টিউন]

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউন কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

আজ থেকে শুরু হয়েছে নতুন একটি বছর, আমাদের সবার প্রাণে জেগে উঠেছে নতুন উচ্ছাস! নতুন বছরে আমাদের নতুন কতো পরিকল্পনা থাকে। পরিকল্পনা থাকে নিজেকে নতুন ভাবে সাজানোর, নতুন ভাবে উপস্থাপন করার। টিউনের শুরুতেই টিউনারের মনের হতাশার কথা বলে সবার মন খারাপ করতে ইচ্ছে করছেনা। তবুও অফটপিক একটি কথা বলি, আজ এই টিউনটি করার কথা ছিলোনা। নতুন বছরের জন্য নতুন ভাবে বিশাল একটা টিউন গত ১মাস থেকে অল্প অল্প করে লিখছিলাম কিন্তু অলসতার কারনে শেষ করতে পারিনি। আজ শেষ মুহুর্তে এসে মনে হলো এটা নতুন বছরের প্রথম টিউন হিসাবে পাবলিশড করা অসম্ভব। তাই মনে একরাশ হতাশা নিয়ে এই টিউনটি শুরু করলাম কারন গত কয়েকদিন থেকে এ বিষয়ে একটি টিউন করার জন্য অনেকেই অনুরোধ করছিলো। নিজের আশা পুরণ হয়নি তো কী হয়েছে, আপনাদের চাহিদার কিছুটা বাস্তবায়ন করতে পারাটাই অনেকখানি স্বার্থকতা।

বর্তমানে বাজারে স্মার্টফোনগুলোর ফিচার যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে নতুন স্মার্টফোন কেনার মাস খানেক পরেই মনে হয় কী কিনলাম আগেরটা! নতুন ফোনটাই তো অনেক ভালো, দামও কম কাজেও বেশি। এরকম অনুভূতি আমাদের প্রায় সকলেরই হয়। বলতে লজ্জা নেই যে এরকম একটা কারনে আমি নিজেই কয়েক মাস আগে নতুন আরেকটি ফোন কিনেছি শুধুমাত্র USB OTG সুবিধার কারনে। আজকের টিউনে আমি USB OTG সম্পর্কে অল্প বিস্তর ধারনা দেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে শুরু করি।

একটি ছোট্ট ক্যাবলের মাধ্যমে আপনি মাউস, কিবোর্ড বা ফ্ল্যাশ ড্রাইভে কানেক্ট করতে পারবেন

USB OTG আসলে কী?

OTG শব্দের মানে হলো On The Go। যদি দুটি ডিভাইস এমন হয় যে তারা উভয়েই USB OTG সাপোর্টেড তাহলে আপনি এই দুটি ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদান এবং যোগাযোগ রক্ষা করতে পারবেন এবং অবশ্যই কিছু সুনির্দিষ্ট ফাংশন ব্যবহার করতে পারবেন। সবচেয়ে সাধারন উদাহরণটি হলো যখন আমরা পিসি ব্যবহার করি তখন পিসি একটি হোস্ট হিসাবে কাজ করে এবং আমরা এর সাথে আমাদের স্মার্টফোন কিংবা USB ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করি। আমরা যখন স্মার্টফোনের সাথে OTG ক্যাবল ব্যবহার করবো তখন আমাদের স্মার্টফোনটিও পিসির মতো একটি হোস্ট হিসাবে কাজ করবে। এরফলে আমরা চাইলেই আমাদের স্মার্টফোন থেকে OTG ক্যাবলের মাধ্যমে প্রিন্টার, মাউস, কিবোর্ড কিংবা USB ফ্ল্যাশ ড্রাইভের সাথে কানেক্ট করতে পারবো। বুঝতে পারলেন তো ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন এর জন্য OTG কতোটা গুরুত্বপূর্ণ? এখন কথা হলো বুঝবেন কীভাবে যে আপনার ডিভাইসটি USB OTG সাপোর্টেড কিনা? এটা বুঝা এতোটা কঠিন কিছু না, কারন আপনি যদি ডিভাইস স্পেসিফিকেশনে নিচের মতো লোগো দেখেন তাহলে নিশ্চিত হবেন যে আপনার ডিভাইসটি USB OTG সাপোর্টেড।

এই লোগো দেখলেই বুঝবেন আপনার ডিভাইসটি USB OTG সাপোর্টেড

কীভাবে স্মার্টফোন কিংবা ট্যাবলেটে OTG ব্যবহার করবেন?

স্মার্টফোনে এই সুবিধাটা নতুন আসলেও OTG কিন্তু নতুন কোন ফিচার না। এটা আজ থেকে প্রায় এক দশক আগে থেকে ব্যবহার হয়ে আসছে। তবে স্মার্টফোনের কল্যাণে এই জিনিসটার নাম অন্তত আমি প্রথম শুনেছি। আপনাদের অবস্থা অনুমান করার দুঃসাহস নাইবা দেখালাম। যদি আমরা এই USB OTG এর ব্যবহার বিষয়ে কথা বলতে চাই তাহলে দেখবো এটার ব্যবহার আপনার ডিভাইসের ভিন্নতার কারনে ভিন্ন হয়ে যাবে। আপনি যদি স্মার্টফোনে কিংবা ট্যাবলেটে USB OTG ব্যবহার করতে চান তাহলে আপনি এর সাহায্যে মাইক, কিবোর্ড, মাউস, হার্ড ড্রাইভ কিংবা USB স্টিকস ব্যবহার করতে পারবেন। তবে হাই কোয়ালিটি মাইক বা অন্য এরকম কোন ডিভাইস যার ফাংশনালিটি অনেক বেশি, সেগুলো ব্যবহারে একটু বেশি সতর্ক থাকতে হবে। তবে মজার ব্যাপার হলো যখন বাজার প্রথম টাচ স্মার্টফোন কিংবা ট্যাবলেট আসলো তখন মানুষ ধরেই নিয়েছিলো যে ফোনে কিবোর্ডের ব্যবহার আসতে আসতে বিলুপ্তির পথেই যাচ্ছে। কিন্তু USB OTG সুবিধা দেওয়ার পর দেখা যাচ্ছে স্মার্টফোন বা ট্যাবলেট আবারো সখ্যতা গড়তে যাচ্ছে কিবোর্ডের সাথে।

কিবোর্ড এবং স্মার্টফোন যখন আবার একসাথে

USB OTG দিয়ে আমরা কী করবো?

প্রশ্নটা করেছি আসলে মজা করার জন্য, কারন এতো কিছু বলার পর এই প্রশ্ন করা মানে হলো, “সারা রাত গীতা পাঠ করে সকালে প্রশ্ন করা সীতা কার বাপ?” এর মতো। যাহোক আপনারা ইতিমধ্যেই জেনেছেন কীভাবে USB OTG ব্যবহার করতে হয়। এখন একটু জেনে নেই কিছু এক্সট্রা সুবিধা। এর সাহায্যে কোন ফ্ল্যাশ ড্রাইভকে যদি আপনি ফোনের সাথে কানেক্ট করেন তাহলে অতিরিক্ত কোন ফাইল এক্সপ্লোরার ব্যবহার না করেই সরাসরি আপনি আপনার ফোন থেকে ফ্ল্যাশ ড্রাইভে এক্সেস করতে পারবেন। এর জন্য কোন আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবেনা। যেকোন ফাইলকে আপনার ফোনে কপি না করেও আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। আসলে এটা দিয়ে কোন ড্রাইভকে কানেক্ট করলে সেটা একটা এক্সটার্নাল স্টোরেজ হিসাবে কাজ করবে।

যাহোক অনেক কথা বলে ফেলেছি, জানিনা আপনারা বিরক্ত হয়েছেন কিনা তবে আরো কিছু বলতে মন চাচ্ছে। চলুন একটু এক নজরে দেখে নিই কোন ডিভাইসগুলো USB OTG সাপোর্ট করছে।

  • Sony Xperia Z, ZL, Z Ultra, Z1
  • Samsung Galaxy S2, S3, S4, Note 1, Note 2, Note 3
  • LG Optimus G, G2
  • HTC X, One, One mini, One max
  • Google Nexus 5
  • Walton
  • Symphony
  • Micromax etc.

এখন তাহলে শেষ না করে উপায় নাই। তবে বরাবরের মতোই কিছু কথা রয়েছে এখনো বাকি.............

শেষ কথা

নতুন বছরের প্রথম দিনেই প্রত্যাশা থাকলো টেকটিউন পরিবার এবং পৃথিবীর সকল প্রযুক্তিপ্রেমীদের পথচলা হোক আরো সুন্দর এবং আনন্দময়। পৃথিবীর সব ভালো কিছু যেন তাদের জন্যই জন্যই হয় এটাই হোক আজ সকলের প্রত্যাশা। যাহোক, টিউনটি বুঝতে যদি কোন সমস্যা হয় তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 158 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Firmware যদি OTG supported হয় আর Hardware যদি unsupported হয় তাহলে OTG ইউজ করার কোন ওয়ে আছে?
“মনে হয় নাই♩থাকলে ভাল হত♩” আপনি কি বলেন?@ফাহাদ

    @আর্জেন্টাম আহমেদ: আমার একজন বন্ধু Unsupported OTG Hardware এ OTG supported Firmware ব্যবহার করে OTG ক্যাবল ব্যবহার করেছিলো। সম্ভবত ফোনটি ছিলো সিম্ফোনি W68 বা W69. আপনিও চেষ্টা করে দেখতে পারেন সাপোর্ট করে কিনা। সাপোর্ট করলে তো অনেক ভালো।

    Level 0

    @আর্জেন্টাম আহমেদ: OTG Unsupported কোনো হার্ডওয়ার নাই। সবই ফ্রেমওয়ার, ড্রাইভার, আর কারেন্টের প্রবাহের মাত্রার খেলা! স্টক ফ্রেমওয়ার সাপোর্ট না করলে, সাপোর্টেড কোনো কাষ্টম ফ্রেমওয়ার(সেট ভেদে খুজে বের করতে হবে) ফ্লাস মারুন, ১০০% কাজ করবে।

OTG সম্পর্কে মোটামুটি জানি এখন আরো জানলাম,ধন্যবাদ।

পোস্টটা ভালো লাগলো কিন্তু আপনি একজন মুসলিম পরিবারের ছেলে হয়েও কথার মাঝে হিন্দুদের প্রবাদ টানলেন { রাত গীতা পাঠ করে সকালে প্রশ্ন করা সীতা কার বাপ?} এটা কিন্তু মোটেও ঠিক হয়নি।

    প্রবচনের সাথে ধর্মের সম্পর্ক টানা বোকামি ছাড়া কিছু না। এরকম কোন মুসলিম প্রবাদ নেই বলেই এটা বলতে হলো। তাছাড়া ভাষার ব্যবহারের সাথে ধর্মের বিশ্বাসের কোন সম্পর্ক নেই। আমি এটা বলেছি মানে এই না যে আমি হিন্দু হয়ে গেছি। আপনার এই মন্তব্য অনেকটাই সাম্প্রদায়িক। আমরা ভাষাকে কোন ধর্মের অধীন ভাবতে চাই না। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

    Level 0

    @এনামুল ইসলাম: আর আপনি যে মুসলিম পরিবারের “খাস সন্তান” হয়েও নাস্তিক-নাসারাদের আবিস্কৃত ‘কম্পু আর নেট’ ইউজ করেন!! তাতে কী নিজের উপর ঘৃণা জন্মায় না? তখন ইসলামের “ঝান্ডা” খাড়া থাকে ক্যামনে শুনি??

    কথায় কথায় ধর্মের রস নিংড়ানোর জন্যই কি টিটিতে আসেন নাকি আপনারা? “বোধ-বুদ্ধি” জিনিসটা খুবই ক্রিটিকাল জিনিস…….মরার আগ পর্যন্তও অনেকে এইটা অর্জন করতে পারে না….

      @neophyte: আপনার মতো কতিপয় অন্ধদের কারনেই ধর্মটা আজ দেড় হাজার বছর পেছনে পড়ে আছে। আপনার কি মনে হয় রাসুল যদি এ যুগের হতো তাহলে এখনো সেই ঢাল তলোয়ার নিয়ে বসে থাকতো? অবশ্যই না, ইসলাম কখনো ব্যাকডেটেড কোন ধর্ম না। ইসলাম সব সময় আপডেট। অন্যকে এতো জ্ঞান দিতে পারেন তাহলে নিজে কেন টিটিতে আসছেন? আপনাকে তো কেউ হাতে পায়ে ধরে আনেনি। নাকি নিজের ধর্মের বড়াই করে ধর্মকে অন্যের তামাসার জিনিসে পরিনত করার শখ হয়ছে। ইসলামের ঝান্ডা কিভাবে আপনি ধরেছেন একটু শুনতে চাই। বাংলাদেশের মুসলমানদের চেয়ে ভারতের মুসলমান কতো বেশি জানেন? তারা নিশ্চয় পবিত্র ভাষা আরবিতে কথা বলে। হিন্দস্থানীর হিন্দি ভাষা তো তাদের ব্যবহারের কথা না। যাহোক, মন টাকে পবিত্র করুন। ধর্মটা এমন কোন কিছু না যে কারো ফুৎকারে নিভে যাবে। মনের ভাব প্রকাশে ভাষার প্রয়োজন সেটা হিন্দু মুসলমান কেন্দ্রিক কিছু হতে পারেনা।

      @neophyte: দুঃখিত ভাই, আমি ভেবেছিলাম এটা এনামুল ইসলামের কমেন্ট।

        Level 0

        @সানিম মাহবীর ফাহাদ: আসলে মানুষ নিজেই অন্যের সামনে নিজের ধর্মের বাঁশ মারে….”এনামুল”-র মত নির্বোধ ধর্মান্ধরা দিনের সবটুকু সময় সবকিছুতেই ধর্মের গন্ধ খুঁজে বেড়ায়…..আর গাধার মতো যুক্তি দিয়ে নিজের ধর্মের দুর্গন্ধ নিজেরাই ছড়ায়….নিজের ধর্মকে “তুচ্ছ” করে ফেলে 🙁

        আপনার সমর্থনের জন্য ধন্যবাদ ফাহাদ ভাই 🙂

আমার Nexus 5 এ OTG কেব্‌ল দিয়ে পেন্ড্রাইভ লাগিয়েছিলাম, কোন কিছু পাইনি, আলাদা কোন সেটিংস এর প্রয়োজন আছে কি?

    আমার জানা মতে আলাদা কোন অ্যাপস ব্যবহার করতে হয় না। ফোনের ফাইল এক্সপ্লোরার দিয়েই কাজ হয়।

Level 0

আপনার তথ্যবহুল টিউনের জন্য ধনেপাতা 🙂

হার্ডওয়্যার বলতে আমি এখানে কোন আলাদা যন্ত্রাংশ বুঝাই নি♩সেটের ব্র্যান্ড ভিত্তিক স্টক ফার্মওয়ার OTG.সাপোর্টিং এর বিষয় টা বলতে চেয়েছি♩
HTC বা Samsung এর মত ব্র্যান্ডের (ব্যাতিক্রম ও আছে) বিশেষ ফিচারটা স্টক রমে না থাকলেও কাস্টম ফার্মওয়ার এ এই ফিচার টি ব্যাবহার করা যায়♩
কিন্তুু মিডিয়াটেক ডিভাইসে ব্যাবহার করা যায় কি না, এটাই আমার প্রশ্ন ছিল ♩

/* চলুন একটু এক নজরে দেখে নিই কোন ডিভাইসগুলো USB OTG সাপোর্ট করছে।
Walton
Symphony
Micromax etc */
চায়না ব্রান্ডের সব ফোনই কি OTG Supported ??
আপনি তো কোন মডেল উল্লেখ করেন নাই !

    @Ashikur Rahman Tomal: স্বাভাবিকভাবে আমার উল্লেখিত ফোনগুলোর লেটেষ্ট ভার্সনগুলো OTG Supported। আপনি যদি আগের ভার্সনগুলো দেখেন তাহলে আশাহত হবেন।

amar ‘gionee gpad g4’ model er phone. etate otg support karate gele ki ki korte habe, konorakom warrenty void chara,plz detail e bolben

thanks . OTG সম্পর্কে কিছু জানতাম তবে আপনার টিউন থেকে আরও জানলাম ।

Level 0

অনেক ভালো একটি টিউন – ধন্যবাদ