ফায়ারওয়াল বৃত্তান্ত – জেনে নিন ফায়ারওয়াল কী, কেন প্রয়োজন এবং কীভাবে ব্যবহার করবেন।

টিউন বিভাগ কী কেন কীভাবে
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

গত কয়েকদিনে অনেক অনুরোধ পেয়েছি ফায়ারওয়াল নিয়ে একটি টিউনের জন্য। আমার প্রকাশিত অনেকগুলো টিউনে ফায়ারওয়াল কথাটি উল্লেখ থাকলেও আজই প্রথম ফায়ারওয়াল নিয়ে কিছু লিখতে বসলাম। আপনারা মনে রেখেছেন কিনা জানিনা, আমি ফুল ভার্সন সফটওয়ার নিয়ে যতো টিউন করেছি সব গুলোতেই উল্লেখ করেছি অধিক নিরাপত্তার জন্য সফটওয়্যারটিকে ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিন। অনেকে পেরেছেন কিন্তু তারও অধিক আপনারা কাজটি করতে পারেন নাই। তাই আজকের টিউনে আপনারা জানতে পারবেন ফায়ারওয়াল আসলে কি জিনিস, এটা খাওয়ার জন্য নাকি মাথায় দেওয়ার জন্য। কেন ফায়ারওয়াল ব্যবহার করা প্রয়োজন এবং কীভাবে আমরা ফায়ারওয়াল ব্যবহার করবো। তবে শুরুতেই একটা ইনফোরমেশন দিতে চাই যে, অনেকেই ফায়ারওয়ালের বর্ণনার সাথে বাংলা উইকিপিডিয়ার বর্ণনার মিল পেয়ে যাবেন এবং একারনে আমাকে দোষারূপ করতে পারেন। কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে টিউনটি করার পূর্বে আমি সেই তথ্যগুলোর সম্পাদনা করেছি। সুতরাং বুঝতেই পারছেন, আমাকে কিছু বলা যাবেনা।

ফায়ারওয়াল কী এবং কেন প্রয়োজন?

ফায়ারওয়াল কথাটির সাধারন মানে হলো আগুনের দেয়াল। অতীত ইতিহাসে রাজা বাদশাহদের বাড়ির নিরাপত্তার জন্য তাদের প্রাসাদের চারপাশে পরিখা (অনেক গভীরতার নালা আকৃতির গর্ত) খনন করা হতো। যাতে কেউ তাদের প্রাসাদে অযাচিতভাবে ঢুকতে না পারে। কিন্তু বর্তমানে সেই পদ্ধতির অনুরূপ উদ্দেশ্য নিয়ে কিন্তু ভিন্ন সিস্টেমে মাইক্রোসফট কর্পোরেশন তাদের অপারেটিং সিস্টেম তথা আপনার কম্পিউটারকে রক্ষার জন্য এক নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করেছে যাকে আমরা বলি ফায়ারওয়াল। মাইক্রোসফট কর্পোরেশন তাদের অপারেটিং সিস্টেমে এটা শুরু করলেও অনেক এন্টিভাইরাস বা থার্ডপার্টি সফটওয়্যার ফায়ারওয়াল সেবা দিয়ে থাকে। তবে ফায়ারওয়াল নিয়ে আরও কিছু বলার আগে চলুন ফায়ারওয়ালের একটি প্রতীকি ছবি দেখে নেই। কারন কথার চাইতে ছবি অনেক তাড়াতাড়ি বুঝাতে সক্ষম।

এক নজরে দেখে নিন ফায়ারওয়াল কীভাবে কাজ করে

ফায়ারওয়াল মুলত বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটার কে রক্ষা করার জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যার এর মিলিত প্রয়াস। ফায়ারওয়াল এর সবচেয়ে বহুল ব্যবহার লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ক্ষেত্রে। তথ্য নিরাপত্তা রক্ষাও এর কাজের অংশ। ফায়ার ওয়াল হল এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। সেক্ষেত্রে দুই নেটওয়ার্কের মাঝে এই ফায়ারওয়াল থাকে। যারফলে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কোন ডাটা পরিবাহিত হলে সেটিকে অবশ্যই ফায়ারওয়াল অতিক্রম করতে হয়। ফায়ারওয়াল তার নিয়ম অনুসারে সেই ডাটা নিরীক্ষা করে দেখে এবং যদি দেখে যে সে ডাটা ওই গন্তব্যে যাওয়ার অনুমতি আছে তাহলে সেটিকে যেতে দেয়। আর তা না হলে সেটিকে ওখানেই আটকে রাখে। আজকের টিউনের বাকী অংশে আমরা দেখবে কীভাবে ফায়ারওয়াল দিয়ে কোন প্রোগ্রাম বা সফটওয়্যারের ইন্টারনেট এক্সেস বন্ধ করে রাখা যায়।

উইন্ডোজ ফায়ারওয়াল, যেভাবে ব্যবহার করতে হয়

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যদি কোন এন্টিভাইরাস সফটওয়ার ইনস্টল করা না থাকে তাহলে আপনি উইন্ডোজ ফায়ারওয়াল দিয়ে কোন সফটওয়্যারের ইন্টারনেট কানেকশন ব্লক করতে পারবেন। কোন সফটওয়্যারের ইন্টারনেট কানেকশন ব্লক করার সব চেয়ে সহজ প্রকৃয়াটি আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে কোন সমস্যা হবেনা।

  • প্রথমে আপনি কিবোর্ড থেকে Window + R প্রেস করে Run Command চালু করুন। তারপর কমান্ড বক্সে নিচের চিত্রের মতো করে Firewall.cpl টাইপ করুন।
  • এবার নিচের চিত্রের মতো উইন্ডো প্রদর্শিত হবে। বামপাশে চিহিৃত অংশে ক্লিক করুন।
  • এবার নিচের চিত্রের মতো উইন্ডো দেখতে পাবেন। খেয়াল করুন চিহিৃত অংশে কিছু প্রোগ্রামে টিক মার্ক দেওয়া আছে আবার কিছু প্রোগ্রামে দেওয়া নেই। চিহিৃত অংশে যে সমস্ত প্রোগ্রামে টিকমার্ক দেওয়া আছে তারা ইন্টারনেট এক্সেস করতে পারবে আর যাদের টিকমার্ক দেওয়া নেই তারা ব্লকড। এখন আপনি যে প্রোগ্রামের ইন্টারনেট এক্সেস বন্ধ করতে চান সেটার বামপাশের টিকমার্ক তুলে দিন। তারপর ওকে করুন, আপনার প্রোগ্রামটি ব্লক হয়েছে।
  • আর যদি আপনার কাঙ্খিত প্রোগ্রাম উপরের লিস্টে না থাকে তাহলে উপরের চিত্রে চিহিৃত Allow Another Program অংশে ক্লিক করুন। তারপর নিচের মতো চিত্র দেখতে পাবেন। আপনার পছন্দের প্রোগ্রাম ব্রাউজ করে লিস্টে যুক্ত করুন এবং তারপর সেটাকে ব্লক করার জন্য বামপাশের টিকমার্ক তুলে দিন। আপনার কাজ শেষ, কী মনে হলো সহজ নাকি কঠিন? আপনার মতামত অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন।

এন্টিভাইরাসের ফায়ারওয়াল, যেভাবে ব্যবহার করতে হয়

আপনারা যারা এন্টিভাইরাস ব্যবহার করেন তারা উইন্ডোজের ডিফল্ট ফায়ারওয়াল প্রোগ্রামটি ব্যবহার করতে পারবেন না। তাদের এন্টিভাইরাসের নিজস্ব ফায়ার ওয়াল প্রোগ্রাম ব্যবহার করতে হবে। আমি জানিনা আপনারা কে কোন এন্টিভাইরাস ব্যবহার করেন। কিন্তু অনুমানের ভিত্তিতে জনপ্রিয় ৫টি এন্টিভাইরাসের ফায়ারওয়াল দিয়ে অ্যাপ্লিকেশন ব্লক করার উপায় বলে দিচ্ছি।

    কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটিঃ

  • কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি দিয়ে কীভাবে কোন অ্যাপ্লিকেশনকে ইন্টারনেট এক্সেস থেকে ব্লক করা যায় সেটা জানতে নিচের লিংকে ক্লিক করুন।
  • কাসপারস্কি ফায়ারওয়াল

    নরটন ইন্টারনেট সিকিউরিটিঃ

  • নরটন ইন্টারনেট সিকিউরিটি দিয়ে কীভাবে কোন অ্যাপ্লিকেশনকে ইন্টারনেট এক্সেস থেকে ব্লক করা যায় সেটা জানতে নিচের লিংকে ক্লিক করুন।
  • নরটন ফায়ারওয়াল

    ইসেট ইন্টারনেট সিকিউরিটিঃ

  • ইসেট ইন্টারনেট সিকিউরিটি দিয়ে কীভাবে কোন অ্যাপ্লিকেশনকে ইন্টারনেট এক্সেস থেকে ব্লক করা যায় সেটা জানতে নিচের লিংকে ক্লিক করুন।
  • ইসেট ফায়ারওয়াল

    এভিজি ইন্টারনেট সিকিউরিটিঃ

  • এভিজি ইন্টারনেট সিকিউরিটি দিয়ে কীভাবে কোন অ্যাপ্লিকেশনকে ইন্টারনেট এক্সেস থেকে ব্লক করা যায় সেটা জানতে নিচের লিংকে ক্লিক করুন।
  • এভিজি ফায়ারওয়াল

    এভাস্ট ইন্টারনেট সিকিউরিটিঃ

  • এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি দিয়ে কীভাবে কোন অ্যাপ্লিকেশনকে ইন্টারনেট এক্সেস থেকে ব্লক করা যায় সেটা জানতে নিচের লিংকে ক্লিক করুন।
  • এভাস্ট ফায়ারওয়াল

আশা করি আপনারা সফলভাবে আপনাদের কাঙ্খিত সফটওয়্যারগুলো ফায়ারওয়াল দিয়ে ব্লক করতে পেরেছেন। টিউনটির একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। টিউনটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলেই টিউনের প্রকৃত স্বার্থকতা। তবে যাবার আগে আপনাদের প্রতি শেষ কথাটুকু এখনো শেষ হয়নি.......

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 158 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thnx bro onk tottho bohul tune er jonno. Onk kisu notun jante parlam

খুব সুন্দর পোষ্ট।
সরাসরি প্রিয়তে রাখলাম।।
+
একটা প্রশ্ন,এভাবে কি উইন্ডোজের
অটো আপডেট বন্ধ করা যাবে?

    টিউমেন্টের জন্য ধন্যবাদ 🙂
    **স্টার্ট মেনু অথবা কন্ট্রোল প্যানেলে থাকা উইন্ডোজ আপডেট অপশন ব্যবহার করে অটোমেটিক আপডেট বন্ধ করতে পারবেন।

osadharon. Apnar tiuner age ‘windows 8 firewall control’ name ekta sofwarer madhome eta kortam…ekhon jene gelam windows e default vabe ei deoa ache… Thanks vai

    টিউমেন্টের জন্য ধন্যবাদ 🙂
    এন্টিভাইরাস ব্যবহার না করলে আর আলাদা সফটওয়্যার লাগবে না।

Level New

অসংখ্য ধন্যবাদ

খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ।

ওয়াও, কঠিন একটা টিউন।

প্রথমেই ধন্যবাদ জানাই সুন্দর একটি টিউনের জন্য। যতটুকু লিখেছেন ততটুকুতেই আশা করি অনেকের উপকারে আসবে। এবার আমি একটি বিশেষ সাহায্যের জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। দীর্ঘদিন থেকে আমি আমার ল্যাপিতে ভাইবার প্রপারলি ব্যবহার করতে পারছিনা আমার মডেম কানেকশান দিয়ে। মানে আমার ভাইবারে কেউ কোন কিছু পাঠালে (টেক্সট/স্টিকার) সেটা আমি পাই কিন্তু আমি কাউকে কিছু পাঠাতে পারিনা। নট সেন্ড বা বারবার রিসেন্ড আসে। কিন্তু আমি যদি ওয়াই-ফাই (মোবাইলের হটস্পট এর মাধ্যমে) ব্যবহার করে নেট কানেক্ট করি তাহলে কোন সমস্যা হয়না। কল করা সহ ভাইবারের যাবতীয় সুবিধা নিতে পারি। আবার যদি ল্যাপিতে সরাসরি মডেম দিয়ে কানেক্ট করে Connectify Hotspot প্রোগ্রাম চালু করি তাহলে কিন্তু ভাইবার চালাতে সমস্যা হয়না। তার মানে আমার মূলত আমার নেটে কোন সমস্যা নাই। কারণ একই সিমে মডেমে চলেনা, আবার Connectify Hotspot বা ওয়াই-ফাই দিয়ে চলে। নিজে নিজে অনেক চেষ্টা করেও যখন সমাধান বের করতে পারিনি তখন ভাইবার অথোরিটির সাথে যোগাযোক করি, উনারা আমাকে কিছু সমাধান বাতলে দেন। ফায়ার ওয়ালে নাকি কিছু সেটিং ঠিক করে নিতে হবে, এবং আমাকে দুটো আলাদা পোর্ট দেন, হয়তো সঠিক ভাবে আমি সেটা করতে পারিনি কিংবা করেছি কাজ হয়নি। তাই আপনাকে অনুরোধ করছি আমার এই সমস্যার সমাধান যদি আপনার জানা থাকে তাহলে সমাধান করে দিলে খুবই উপকৃত হবে। এখানে উল্লেখ্য যে এই সমস্যা গত দুই/তিন মাস থেকে হচ্ছে আগে ছিলোনা। আগে আমি স্বাভাবিক ভাবেই আমার ল্যাপিতে ইউজ করতে পারতাম। ধন্যবাদ আপনাকে।

    @বড় ভাই: আপনার সমস্যা যতোটুকু অনুমান করতে পারছি সেটা হলো যখন আপনি কোন নতুন সংযোগ ল্যাপটপে দিবেন তখন আপনাকে কানেকশন টাইপ দেখানোর জন্য একটা পপ আপ উইন্ডো আসে। সেটাতে হোম, পাবলিক বা আরও একটা অপশন আসে। আপনি মনে হয় ওটাতে পাবলিক অপশন ছাড়া অন্যকোন অপশন সিলেক্ট করে দিয়েছিলেন। কিন্তু কানেকটিফাই বা ওয়াই-ফাই নেটওয়ার্কে পাবলিক অপশন দিয়েছিলেন। তাই পরেরগুলো ভালো ভাবেই কাজ করছে। নেটওয়ার্ক কানেকশন টাইপ পুনরায় সেট করার পদ্ধতিটা মনে করতে পারছি না। আপনি নিজে চেষ্টা করুন না হলে পরে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।

      @সানিম মাহবীর ফাহাদ: কম্পিউটার সম্পর্কে আমার জানা শোনার পরিধি খুবই কম, তাও যতটুক জানি তার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করি। নেটওয়ার্ক কানেকশানে পাবলিক, ওয়র্ক, হোম তিনটা দিয়েই চেষ্টা করেছি কিন্তু হয়নি। আপনার ফোন নাম্বারটা যদি দেয়া যায় তাহলে আপনাকে ফোন করে আরো বিস্থারিত জানাতে পারতাম।

        আপনার বিষয়টা মাথায় রাখলাম, সমাধান পেলে আপনাকে জানানো হবে।
        আপনার যেকোন সমস্যায় আমাকে মেইল করতে পারবেন, তাহলে দ্রুত সমাধান পেয়ে যাবেন।

        ধন্যবাদ আবারও 🙂
        **মেইল এড্রেস: [email protected]

Level 0

অনেক সুন্দর টিউন, ধন্যবাদ।

থ্যাংকস । দারুন লিখেছেন । এতো সহজে কাজটি করা যাবে ভাবিনি । কাজে লাগল ।

তথ্যবহুল টিউন….. অসংখ্য ধন্যবাদ

Level 0

ধন্যবাদ।

Level 0

চমৎকার এবং কাজের একটা টিউন। না চাইতেই পেয়ে গেছি তা আরো বেশী ধন্যবাদ

Level 0

ধন্যবাদ সুন্দর টিউন উপহার দেয়ার জন্য……..

মজা পেলাম টিউনটা পড়ে……কাজের জিনিস এই অগ্নিঝরা দেয়ালটা- অথচ সময়তে গুরুত্ব দেয়া হয় না- পিসি বা এন্টিভাইরাস নিজে থেকে যা করে দেয় তা দিয়েই অবশ্য দিব্যি চলে যায়…..আমার ইসেটে যেমন আপনা থেকেই মাঝেমাঝে কিছু সাইট ব্লক মারে- আমি আবার ঠেকায় না পড়লে ইসেট-এর উপর লাঠি ঘুরাই না 😉 ছবিগুলোর জন্য ধইন্যার সুনামি 🙂

    @নিওফাইট নিটোল: আমি আগে ইসেট ব্যবহার করলেও এখন অবশ্য এভিজি ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করি। কিন্তু আমার ফায়ারওয়াল দিয়ে ইন্টারনেট ব্লক করার পরিবর্তে এলাউ করতে হয়। কারন পাইরেসির নিষিদ্ধ পল্লীতে যাতায়াত ছাড়া টিউন করা যায় না। আমি তাই মাঝে মাঝেই ফায়ারওয়াল বন্ধ করে রাখি।

    ***সুন্দর টিউমেন্টের জন্য আপনাকে ১০টা পেট্রোল বোমার সমান ধইন্যা 😛

দারুণ পোষ্ট। ধন্যবাদ আপনাকে।

Many many thanks 4 this informative tune…

আমার লিনাক্স ফায়ারওয়াল নিয়ে জানা দরকার। উবুন্টু ufw নামে একটা ফায়ারওয়াল আছে। কিন্তু ফায়ারওয়ালের টেকনিক্যাল টার্মস কঠিন।

ছোটর মধ্যে তথ্যবহুল মানসম্পন্ন টিউন।

অসাধারণ তথ্যবহুল টিউন

ভাই আপনি চাইলে কিন্তু উপন্যাস ও লিখতে পারেন ৷ জাফর ইকবালের উপন্যাস গুলো পড়ে যেমন মজা পাই ৷ আপনার টিউন গুলো পড়েও সেরকম ই লাগে ৷ আল্লাহ আপনাকে বোঝানোর অসম্ভব ক্ষমতা দিয়েছে ৷ এটাকে ধরে রাখেন ৷ টিটি এর সেরা টিউনার প্রতিযোগীতায় আপনি সেরা টিউনার মনোনীত হলে খুব ভালো লাগবে ৷

    বলেন কি আকরামুল হাসান ভাই! আপনার কথা শুনে অনেক ভালো লাগলো, তবে সেরা টিউনার হওয়াটা বড় কথা নয়, আপনাদের কিছু বোঝাতে পারাটাই সব চেয়ে বড় স্বার্থকতা! আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন!

      @সানিম মাহবীর ফাহাদ: ইনশাল্লাহ ৷ শুধূ পাশে থাকবো মানে ? টিউন না করলে আপনার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতে সবাই বিরক্ত করে ফেলবো ৷ 😛 ইনশাল্লাহ এইবারের সেরা টিউনার আপনিই হবেন ৷ ধন্যবাদান্তে টিটির পাঠকবৃন্দ ৷

অনেক সুন্দর টিউন হয়েছে

সুন্দর টিউন ।

আমার জন্য খুবই দরকারী টিউন , কারন আমার আলাদা ভাবে এন্টিভাইরাস ব্যবহার করার দরকার ছিল না, শুধু ব্লক করার জন্য দিতে হতো এখন আর তার ও দারকার নেই ।

ফাহাদ ভাই, এইবার ভার্চুয়াল বক্স নিয়ে একটি বিস্তারিত টিউন করবেন আশা করি ।

    ধন্যবাদ ভাই, ভার্চুয়াল বক্সের টিউনের চাইতে ইউটিউবে ভিডিও দেখলে অনেক সুবিধা হবে আপনার।

এতোদিন শুধু ‍সফট ওয়ার ডাউনলোড দিতাম আর ডিলিট করতাম। কিছু বুঝতাম না। ভাই আপনাকে আমার মন থেকে দোয়া করতাছি। যে আপনার দ্বারা মানুষ যেন আরো উপকৃত হয় এবং আল্লাহ যেন আপনাকে অনেক অশেষ রহমান দান করে।

ভাই, কোন সমস্যায় পড়লে আপনার কিভাবে সাহায্য ও যোগাযোগ করবো। প্লিজ

“ফায়ারওয়াল বৃত্তান্ত” শিরোনাম ব্যবহার করে ফায়ারওয়াল এনাবল ডিসাবল এর উপর বেশি গুরুত্ব দিয়েছেন। আর বিস্তারিত লেখা যেতো ফায়ারওয়াল সম্পর্কে। যাই হোক, ভালো হয়েছে। ফায়ারওয়াল নিলে লেখা আমারও একটি টিউন আছে। পড়তে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ 🙂

    ধন্যবাদ তাহমিদ বোরহান ভাই। আপনার লেখাটি দেখেছি। সত্যিই অনেক ভালো লিখেছেন। আপনার কাছ থেকে নিয়মিত ভালো লেখা প্রত্যাশা করি।