নিয়ে নিন অসাধারন একটি portfolio ওয়েব সাইটের টেমপ্লেট (IT-Worker Html templete)।

আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে পুরনাঙ্গ HTML ওয়েব টেমপ্লেটটি শেয়ার করতে যাচ্ছি সে হচ্ছে  IT WORKER - PORTFOLIO THEME । এটি খুবই হালকা এবং অসাধারন ডিজাইনের একটি সিঙ্গেল ল্যান্ডিং পেজের ওয়েব টেমপ্লেট। এই টেমপ্লেট এর প্রতিটি কোডই খুব সহজবোধ্য এবং HTML কোডের প্রতিটি জায়গায় টিউমেন্ট করা আছে। কোথায় ঈডিট করলে কি হবে কোডের মধ্যে টিউমেন্ট করে বলা আছে। যার কারণে আপনি খুব সহজেই আপনার ইচ্ছামত সাইটটি ঈডিট করে নিতে পারবেন। PORTFOLIO অর্থাৎ Personal ওয়েব সাইট তৈরির জন্যে টেমপ্লেটটি খুবই উপযোগী। একটি Personal ওয়েব সাইট এ যা যা তথ্য থাকা দরকার তার সবকিছু দিয়েই সমৃদ্ধ এই টেমপ্লেটি। আশা করি সবার ভাললাগবে। যদিও এখন WordPress এর যুগ তারপরও এই টেম্পলেটটির আউট লুক বেশ সুন্দর। আর আপনি এরকম পুরনাঙ্গ Wordpress থিম ফ্রিতে পাবেন কিনা আমার জানা নেই।

ডেমো দেখুন ঃhttp://it-worker.ondrejsvestka.cz/

যেভাবে ফ্রি পাবেন টেম্পলেটটি ঃ

১। প্রথমে https://bootstrapious.com/p/it-worker-portfolio-theme এই লিঙ্কে যাবেন।

২। তারপর Download this theme বাটনে ক্লিক করবেন।

৩। তারপর Email to Download এ  ক্লিক করবেন।

৪। এরপর ইমেল এবং নাম দিয়ে Submit করে দিবেন।

Submit করে দেয়ার কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেল এ টেমপ্লেটের ডাউনলোড লিঙ্ক চলে যাবে। যেখান থেকে আপনি অনাসায়ে টেমপ্লেটটি ডাউনলোড করে নিতে পারবেন।

ধন্যবাদ।

Level 0

আমি শামীম আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

অসাধারনে, শেয়ার করার জন্য ধন্যবাদ। এটা কি ওয়ার্ডপ্রেস সাইটে ব্যবহার করা যবে?

    যাবে যদি আপনার PHP সম্পর্কে ধারনা থাকে তবে কাস্টম করে ব্যবহার করতে পারবেন ।

প্রিয় শামীম আহমেদ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।