HTML in one tutorial Bangla || (এক টিউটোরিয়ালে পুরো HTML)

কোর্সটিতে যা যা থাকছে ঃ

1.. html কি এবং এর সামান্য পরিচিতি।

2.. html এর বেশ কিছু কোড।

3.. live website design.

4.. এবং সবশেষে কিছু লার্নিং রিসোর্স।

5.. এছাড়াও Android এ কিভাবে এইচ টি এম এল কোড করতে হয় সেটাও ভিডিওর শেষে দেখিয়ে দেয়া হয়েছে।

কোর্সটি কাদের জন্য ঃ

  • কোর্সটি মূলত সবার জন্যই।
  • html সম্পর্কে তেমন কোনো ধারনা নেই শিখতে আগ্রহি।
  • ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারে নতুন পা রেখেছে।
  • মোটামোটি html সম্পর্কে আইডিয়া আছে।
  • অ্যাাডভান্সরাও করতে পারে সমস্যা নেই।
  • এছাড়াও যে কেউ কোর্সটি করতে পারবে।

কোর্সটি করতে যা যা লাগবে :

  • ম্যাথে ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই।
  • অনেক অনেক মেধারও কোনো প্রয়োজন নেই।
  • একটা কম্পিউটার।
  • আর তা না হলে ছোটোখাটো একটা android মোবাইল।
  • আর একটু আগ্রহ।

 

কোর্সটি করতে নিচে দেয়া ইউটিউব লিংকে ক্লিক করুন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে ইউটিউব বা টেকটিনসের টিউমেন্টে জানাবেন। আর যদি কোনো পরামর্শ বা সাজেশন থাকে সেটাও জানাবেন।

প্রয়োজনীয় ফাইল এবং লিংক গুলো টিউনেই পাবেন আপনাদের সুবিধার্থে এখানেই দিয়ে দেয়া হলো ঃ

সাব্লাইম টেস্ট এডিটর (পিসির জন্য)

https://www.sublimetext.com/3

মোবাইলের জন্য এডিটর

https://play.google.com/store/apps/details?id=com.welant.webmaster.DEMO&hl=en

লার্নিং রিসোর্সঃ

Level New

আমি মাহদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কিছু শিখলাম, এই এক ঘন্টার মাঝে,যেগুলো আগে ব্লগের টেমপ্লেট এডিটের সময় পরিষ্কার ছিল না

    @অর্নব
    ধন্যবাদ আপনাকে।
    আপনারা কিছু শিখতে পারলেই আমার শেখানো সার্থক হবে