আপনি কি এইচটিএমএল শিখতে পারছেন না? তাহলে এখনই এই টিউন অনুসরণ করুন

হাই, টেকটিউনস বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভাল আছেন।
আজকে আমি আপনাদের সামনে একটা খুবই উপকারী টিউন নিয়ে হাজির হলাম। আমার বিশ্বাস এর দ্বারা আপনি উপকৃত হবেন।
যা হোক আসল কথায় চলে যাই।
আমরা অনেক বিভিন্ন সাইট ঘুরাঘুরি করি। কোন সাইটের থিম আপনাদের কাছে ভাল লাগে। আবার কোন সাইট দেখে মনে হয় যদি এরকম একটা সাইট বানাতে পারতাম!
এরকম আফসোস অনেকেরই আছে। এমন কি আমারও আছে!
তো আফসোস নিয়ে তো আর থাকা যায় না। আপনার ইচ্ছা তো সাইট বানানো। তো সাইট বানানো আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে। কিন্তু আসলে এটা কিন্তু কঠিন না। একদম সহজ।
যা হোক কোন একটা সাইট বানাতে হলে আপনাকে সবার আগে কিছু প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে হবে। এর মধ্যে আছে এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট ইত্যাদি।
এগুলো হল ওয়েব ডেপেলপমেন্টের ভাষা। এগুলো ছাড়া কোন সাইট বানানো ইমপসিবল। এর মধ্যে আবার সবার আগে জানতে হবে এইচটিএমএল। যা কিনা একটা ওয়েব সাইটের মাথার মত।

এইচটিএমএল শেখাটা কিন্তু অনেক সহজ। কিন্তু আমরা এর কোন ভাল টিউটোরিয়াল পাই না বলে এটা আমদের কাছে হ-য-ব-র-ল হয়ে যায়। আবার আমরা বাঙালি- বাংলা ভাষায় সব কিছু বুঝি। তাই বাংলায় এইচটিএমএল শিখলে কেমন জাগ নি একটু ভাল লাগে। তো এইচটিএমএল শেখার জন্য অনেক সাইট থাকলেও আপনি এই সাইট দেখতে পারেন। এখানে টেক্সট ইডিটিরের সাহায্যে বাংলায় এইচটিএমএল শেখানোর ব্যাবস্থা আছে।
আপনার সুবিধার্থে এখানেই দেওয়া হল।

https://www.codensci.com

Level 0

আমি সাদিয়া আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

https://www.codensci.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস