সকলের জন্যই আমার টিউনটি করা

আমি অতি নগন্য একজন টিউনার এবং মানুষ । টিনটিন ভাই ১৫০তম টিউনটি যে আজকেই করবেন তা ভাবতে পারি নাই । কি আর করা চিন্তা করেছিলাম এর চেয়েও ভাল টিউন উপহার দিতে । কিন্তু তা আর হল না । টিনটিন ভাইয়ের ১৫০তম টিউন উপলক্ষে সকলের জন্য আমার কিছু সফটওয়ার দিচ্ছি যার মধ্যে অন্তত একটি সফটওয়ার আপনাদের সকলের ভাল লাগবে । ব্যবহার না করে তো বুঝবেন না যে সেটা আপনের ভাল লাগবে কি না ।

১ . Dream Aguarium :

সফটওয়ারটা আসলেই জটিল কেননা অন্য যেসব ডেস্কটপ এ্যাকুরিয়াম আপনারা দেখেছেন সেগুলোর সাথে এই সফটওয়ারের আকাশ পাতাল পার্থক্য পাবেন । এই এ্যাকুরিয়ামের মাছগুলো এবং পানির নারাচারা দেখলে বুঝার কোন উপায় নেই যে এটা সত্যিকারের এ্যাকুরিয়াম না । আর এই সফটওয়ারের ছবিগুলো খুবই স্পষ্ট না দেখলে বুঝার উপায় নেই । অটোমেটিকভাবে এ্যাকুরিয়ামের পর্দা চেন্জ হবে । মাছের চোখ থেকে শুরু করে সবকিছুই আপনার কাছে বাস্তব এ্যাকুরিয়ামের দৃশ্য তুলে ধরবে । যা সত্যিই মনো মুগ্ধকর । এই সফটওয়ারটি আমি খুজে পোর্টেবল ভার্সন বের করেছি না হলে বার বার লাইসেন্স করার জন্য বলত । এখান থেকে সফটওযারটি ডাউনলোড করতে পারবেন । সফটওয়ারটি মাত্র ৯.৩৪ মেগাবাইটের ।

c

২ . Limewire :

এই সফটওয়ারটি মূলত ইন্টারনেটের ডাটা ট্রানফার করার ক্ষেত্রে ব্যবহার করা হয় । এজন্য আপনার অবশ্যই একটি জিমেইল এড্রেস বা ফেসবুকের এড্রেস থাকতে হবে। কেননা যাকে আপনি ফাইল ট্রান্সফার করতে চান তারও কম্পিউটারে Limewire এবং জিমেইল এড্রেস বা ফেসবুকের এড্রেস থাকতে হবে। এটি জিমেইল বা ফেসবুকের এর সাথে সংগতি রেখেই তৈরি করা হয়েছে । সফটওয়ারটি এখান থেকে অথবা এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।
d

৩ . HydroPRO Icon Pack :

আইকনগুলো চমতকার এবং আকর্ষনীয় । যা আপনার কম্পিউটারের সৌন্দর্য বৃদ্ধি করবে । এখান থেকে আইকনগুলো ডাউনলোড করতে পারবেন ।
sd
আরও ৬০০ টি সুন্দর আইকন এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।
f

৪ . Quicksys DiskDefrag :

এই সফটওয়ারটি একটি আদর্শ ডিফ্র্যাগমেন টুল । খুব দ্রুত এবং গভিরভাবে ডিফ্র্যাগমেন্ট করতে পারে এই সফটওয়ারটি । সফটওয়ারটি মাত্র ১.৪১ মেগাবাইটের । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।
dsf

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর সাথে আমার ১৫০ তম টিউনের কি সম্পর্ক এখনও বুঝে উঠতে পারলাম না আপনাকে আপনার জটিল টিউনের জন্যে অভিনন্দন

    টিনটিন ভাই সম্পর্কটা কিছুই না শুধু মাত্র আপনাকে অনুপ্রানিত করা ছাড়া । আমি চাই আপনি ৫০০ টিউন ছাড়িয়ে যাবেন । এজন্য আপনাকে অনুপ্রানিত করার চেষ্টা করছি । কিন্তু এটা যদি আপনিও অন্য কিছু মনে করেন তাহলে আমি খুব কষ্ট পাব ।

    আপনার অনুপ্রেরনার জন্যে ধন্যবাদ ……… আপনার আশা একদিন অবশ্যই বাস্তবায়িত হবে।

লোটাস ভাই আপনার অবশ্যই এই সফটওয়্যাটি jiffy-gmail-creator সম্পকে ধারনা আছে
আমি এটা দিয়ে অনেকগুলো gmail একাউন্ট খুলতে পারছিনা। প্লিজ হেল্প মি …

Level 2

ভালো কালেকশনের কথা বলছেন, ধন্যবাদ। তবে টিনটিন ভাই-এর সাথে একমত, ১৫০-এর সাথে এটার কি সম্পর্ক???????

    ভাই কমেন্ট যে যেই ভাবে নেয় তবে টিনটিন ভাই ১৫০ টি টিউন তো আর একদিনে করেন নি । অনেক পরিশ্রমও তাকে করতে হয়েছে তাই তাকে উৎসাহিত করার জন্যই আমার এই পচা টিউনটি তাকে উৎসর্গ করলাম । এতে কোন কিছুই অসৎ উদ্দেশ্য ছিল না শুধুমাত্র তাকে অনুপ্রানিত করা ছাড়া ।

Level 0

লোটাস ভাই আপনার সাইটে Sign In or Register টুলটি আছে। এটা কোথায় পাওয়া যাবে এবং কি ভাবে সাইটে এড করা যাবে। জানালে উপকার হবে।
ধন্যবাদ।

Level 0

লোটাস ভাই Limewire সফটওয়ারটি কি windows 7 এ কাজ করে না? আমি কাজ করেতে পারললাম না

হামিদ ভাই ডাউনলোড লিংক যদি মিডিয়া ফেয়ারে দেন ভাল হয়।আপনার ১ম স্যাফটওয়্যারটা ডালো করতে বেশ ব্যাগ পেতে হয়েছে।চমৎকার টিউনের জন্য অশেষ ধন্যবাদ।

Level 0

লোটাস ভাই আমার প্রশ্নের উত্তরত দিলেন না???

    mouhit ভাই আসলে আমার উত্তর দিতে দেরি হওয়ার জন্যে আমি দুখিত । কেননা আমি চাই নি কোন কিছু নিশ্চিত না হয়ে আপনাকে কিছু বলতে । ওখানে লেখা ছিল Xp & VISTA Supported .

Level 0

Vai hasib, sundor dream aquarim-er jonno dhonnobad, kintu ata screensaver hishebe kivabe use korte bolen nai
double click kore use korle-to ar screensaver holona. onek cheshta koreo ami screensaver hishebe use korte parinai