সাহায্য: ডোমেইন নেম এবং ওয়েব হোস্টং

কিছুদিন ধরে চিন্তা করছি একটা ডোমেইন নেম কিনার কিন্তু যেহেতু আগে কখনও কিনি নাই তাই এই ব্যপারে সকলের কাছ থেকে সাহায্য কামনা করছি । আশা করি আমার পাশাপাশি অনেকেই এটাতে উপকৃত হবেন । যাদের নিজস্ব ওয়েবসাইট আছে যেমন মামুন ভাই ,টিনটিন ভাই ,শাকিল ভাই ,মঈন ভাই এছাড়া আরও অনেকেরই আছে তাই সকলের কাছ থেকেই আমি ওয়েব হোস্টিং এবং ডোমেইন সম্পর্কে স্পষ্ট ধারনা চাচ্ছি যাতে করে খুব সহজেই ডোমেইন নেম ক্রয় করতে পারি । আশা করি সকলের সাহায্য পাব । কত মেগাবাইট হোস্টিং দেবে তাও যদি আমাকে ক্লিয়ার করা হয় তাহলে খুব উপকৃত হব এবং ভাল একটি ওয়েবসাইট সকলকে উপহার দিতে পারব ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

https://www.techtunes.io/internet/tune-id/8197/ আমার এই টিউনটি দেখতে পারেন।

    শাকিল ভাই টিউনটি তো আগেও পড়েছিলাম কিন্তু কার কাছ থেকে কিনব তা জানালে ভাল হত । কারন আপনাদের তো পরিচিত অনেকেই থাকেন তাই ।

    আর http://www.Linkinworld.com ভাই বলেছিলেন তার নিজেদের নাকি ডোমেইন এবং হোস্টিং এর ব্যবসা আছে ।

    ডোমেইন এবং হোস্টিং এর ব্যপারে বুঝিয়ে বললে ভাল হয় ।

    শাকিল ভাই আমি শুনেছি নিজের এডসেন্সের এডে নাকি নিজে ক্লিক করলে আইডি বাতিল হয়ে যায় তাহলে আমার মেইন আইপি এর লাইন তো অনেকেই ব্যভহার করেন কিন্তু তারা যদি এডসেন্সের এডে ক্লিক করেন তাহলে কি আইডি বাতিল হয়ে যাবে ।

    মামুন আপনাকে হোষ্টিং ও ডোমেইন এর বিষয়টি ক্লিয়ার করেছে তাই সেটা আর বলছি না তবে আপনি গোড্যাডি থেকে ডোমেইন নেবেন এবং অবশ্যই বিদেশী কোন কোম্পানী থেকে হস্টিং নেবেন।

    না এডসেন্স নিয়ে এরকম ভয়ের কারন নেই। তারা অনেক কিছু পরীক্ষা করে।

    ধন্যবাদ শাকিল ভাই , মামুন ভাই এবং সবাইকে । হ্যা শাকিল ভাই কিছুটা বুঝেছি তবে আমি যেহেতু সফটওয়ার এবং মুভি নিয়ে সাইট বানাতে চাচ্ছি তাই আমি জানি এর জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে ।

Level 0

আমার নিজস্ব ডোমেইন নেই।তবে আমি যতদুর জানি ঢাকাতে http://www.dhakahost.com সবচেয়ে কম খরচে ভালো সুবিধা দিয়ে থাকে।আপনি এদের হোমপেজ চেক করেন।তাহলে বিস্তারিত বুঝতে পারবেন।

সাহায্য চাইঃ
আমি শুধু ডোমেইন কিনে হোস্টিং নিজেই করতে চাই।কিন্তু এটা কি সম্ভব? কেউ যদি জানেন তাহলে জানাবেন।উপকৃত হব।
ইমেইলঃ [email protected]

আমার মনে হয় আপনি প্রথমে শুধু ডোনেইম কিনে ব্লগস্পটে হোস্টিং করে কাজ শুরু করে দিতে পারেন ।ব্লগস্পটের থিমগুলোকে প্রফেশনাল ব্লগিং সাইটের মত কাস্টমাইজ করা একদম সহজ ।আপনি এই সাইটটি দেখতে পারেন এটি ব্লগস্পটে হোস্টং করা কিন্তু প্রফেশনাল ব্লগিং সাইটের মতই মনে হয়।
http://mytechnotice.blogspot.com

    মামুন ভাই আমি সফটওয়ার রিয়ে অনেক ঘাটাঘাটি করেছি কিন্তু ওয়েব পেজ নিয়ে না ।তাই হোস্টিং এর ভ্যাপারটি আমি ক্লিয়ার না । আমাকে একটু বুঝিয়ে বলুন হোস্টিং এর ব্যাপারে ।

আপনি যদি উপরের দেয়া সাইটটির মত ব্লগিং সাইট বানাতে চান তাহলে শুধু ডোনেইম ৭০০ টাকা কিনলেই হবে।আর আমি আপনাকে সব ধরনের সহযোগিতা দিতে পারব ব্লগস্পটে সাইট বানানো নিয়ে।

    আমি একটি মুভি + সফটওয়ার এর সাইট বানাতে চাচ্ছি । তো আমাকে কিভাবে শুরু করতে হবে ।

ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ কষ্ট করে রিপ্লিই দেয়ার জন্য ।

ডোনেইম হচ্ছে অ্যাড্রেস যেমন lotus.com আর হোস্টিং হচ্ছে আপনি যেখানে আপনার সাইটটি রাখবেন ।যেমন টেকটিউনস একটি নির্দিষ্ট হোস্টিং স্পেস কিনে সাইটটি ওই হোস্টিং এ রেখেছে।

যদি আপনার ওয়েব প্রোগ্রামিং নিয়ে ভাল জ্ঞান না তাকে তাহলে আমি যেভাবে বলেছি সেভাবে শুরু করলে ভাল হবে বলে আমার মনে হয়।

    ভাই আমি যে জায়গা থেকে হোস্টিং করি সেটা যদি বাতিল হয়ে যায় তাহলে আমি কি ভাবে হোস্টিং করব?

আমি একটা কিনেছি, ভালই কোন সমস্যা জানিয়ে মেইল করতে পারেন আমাকে [email protected]। যতটুক সম্ভব সাহায্য করার চেষ্টা করব।

Level 0

Lotus vai apni jodi movie + software er site banate chan tahole apnake best boro rokomer ekta space kinte hobe hosting company er kach

theke karon apnar site theke oneke download korbe, ar download kora maanei oneek bandwidth khoroch hoya.

Kichu webhosting compnay er address:

http://www.host4bd.com/

http://www.webhostbd.com/

http://www.hostbangla.com/

http://www.bangladeshhosting.com/

TechPark’s new imported laptop@Australia
HP 540 business Series
Details: http://techpark.webnode.com/products/hp-540-/

Thanks.

আমি এখানে এডভার্টাইজ করবো না। তবে আমার হোস্টিং এর ব্যবসা আছে। http://web.bdwebzone.com

Disitalman. bd আপনাকে বলছি এধরনের ঘটনা সাধারণত ঘটেনা ।তবে আনাড়ি প্রতিষ্টান হতে কিছূ কিনবেন না।তাহলেই সেভ।তবে আপনাকে ও বলছি আগে ব্লগস্পটে ব্লগিং চালান পরে যখন মুটামুটি সবকিছু ভাল বুঝতে এবং প্রোগ্রামিং এ ভাল বুঝবেন তখন হোস্টিং কেনার চিন্তা করা ভাল।এর আগে না কিনাই ভাল

আগেও কেউ একজন জানতে চেয়েছিলেন ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে। তখনো যা বলছি আজও তাই। আমি স্টারহোস্টইবিডি-এর একজন রিসেলার হিসেবে কাজ করছি ২০০৬ থেকে। ফোন বা মেইল করতে পারেন বিস্তারিত জানতে। ডোমেইন এবং হোস্টিং যার থেকেই কিনুন না কেন, একবার আমার সাথে কথা বলে নিন। আশা করি আপনাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করব। বাকীটা আপনার উপর। ০১৭২৭৩১৪৯২৮, ০১৬৭৪৬১৫১৬৫। [email protected]

    Amin Mehedi ভাই মোবাইলে কি স্পষ্ট ধারনা পাওয়া সম্ভব বা কতক্ষন কথা বলা যাবে । যদি কষ্ট করে একটা মেইল করতেন উপকার হত ।

আজ অনেক দিন পরে টেকটিউন্সে এলাম।(প্রায় ২ মাস পর) তাও আবার একটু আগে এক টেকটিউন্স পাঠকের ফোন পেয়ে।আমাকে নাকি টেকটিউন্সের কেউ একজন হোস্টিং এর জন্য খুঁজছে। তাই না এসে পারলাম না যদিও অনেক অনেক ব্যস্ত আছি ওয়েব ডিজাইন আর ডোমেইন-হোস্টিং এর বিজ্‌নেস্‌ নিয়ে।
যায় হোক এবার কাজের কথাই আসি। প্রথমেই বলবো ডোমেইন কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন। তা শাকিল আরেফিন এর https://www.techtunes.io/internet/tune-id/8197/ এবং সেখানে আমি কমেন্ট করেছি এবং বলেছি যে বাংলাদেশের সব থেকে ভালো সার্ভার থেকে হোস্টিং দেব।(কমেন্ট টি পড়বেন)

আর আমি অত্যান্ত দুঃখিত যে আমি অনেক ব্যস্ত আছি তাই আমি আপনার সাথে আগামী কাল কন্ট্যাক্ট করছি। আপাতত কোন রকমে কমেন্ট করে গেলাম।
যায় হোক চিন্তা করা লাগবে না আমি তো আছিই।
ভিজিট করুন আমাদের হোস্টিং সম্পর্কে জানতে… http://www.i7hosting.com
এবং কল করতে পারেন (+88)01912955006 অথবা (+88) 0171 9100395
আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল এ্যাড্রেস টা দিলে ভালো হত আমি কন্ট্যাক্ট করে নিতাম।
ধন্যবাদ সবাইকে।

আচ্ছা লোটাস, আপনি সম্ভবত ইন্টারনেট থেকে কাল আমাদের মোবাইল নাম্বার এ এসএমএস করেছিলেন। এবং বলেছিলেন যে আপনি আমাদের কাছে ইমেল পাঠিয়েছেন। কিন্তু আমরা ইমেইল চেক করে দেখলাম তবে আপনার কাছ থেকে কোন ইমেইল পাইনি। আর আপনার ইমেইল এ্যাড্রেস টাও জানি না যে কন্ট্রাক্ট করবো। আর এসএমএস টা সম্ভবত ইন্টারনেট থেকে তা মোবাইল নাম্বার টাও জানতে পারলাম না। তবে সেখানে লোটাস নাম ছিল। আপনি ইমেইল টি পুনরায় আবার পাঠান অথবা আপনার সাথে কি ভাবে যোগাযোগ করবো সেটা বলুন।

    ভাই আমার মেইল এড্রেস হল [email protected] । আমি প্রায় সবসময়ই নেটে থাকি । ইয়াহু মেসেন্জারে আপনি চ্যাট করতে পারেন ।

Level 0

@লোটাস ভাই, আপনি http://www.bd-host.com দেখতে পারেন। রিভিউ দেখতে পারেন এখানে http://www.webhostingstuff.com/review/XenexWebSolutions.html । হোস্টিং সম্পর্কে জানতে http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=60&t=1590 এই লিংকে যান, আশা করি অনেক কিছু জানতে পারবেন। ফ্রী হোস্টিং করতে চাইলে http://www.obosor.com দেখতে পারেন।