কোন ISP টাকা এবং সেবার দিক থেকে সবচেয়ে ভাল ? ( আপডেটেড )

আমরা যেখানে ফ্রি নেটের সুবিধা পেতাম সেখানে এখন টাকা দিয়ে নেটের সুবিধা পেতে হচ্ছে তাও টাকার তুলনায় সার্ভিস অত্যন্ত নগন্য । এছাড়াও কিছুদিন পরে পরে ব্রডব্যান্ডের লাইনে সমস্যা হলে তো কথাই নেই আমাদের মত কম্পিউটার প্রেমীদের পরতে হয় ভোগান্তিতে । আবার আমাদের দেশের সব জায়গাতেই ব্রডব্যান্ডের লাইন এখনও পোছয়নি যার ফলে অনেককেই ব্যবহার করতে হয় gprs অথবা edge মডেমে । যার খরচ অত্যাধিক বেশী কেননা তাকে প্রথমেই একটি মডেম কিনতে হয় আর একটি ভাল মডেম কিন্তু ৪০০০ - ৫০০০ টাকা খরচ পরে । আর যে কোম্পানিরই সিম দিয়ে সে মডেম চালাবে তাকে এজন্য সিম কিনতে প্রায় ১০০০ টাকা দিতে হয় । আমি জানি অনেকেই আপনারা ব্রডব্যান্ডের প্রতি অনাগ্রহ কিন্তু খারাপের মাঝে ২-১ টা ভালও থাকে এটা ব্যাতিক্রম নয় । আমি নিজেও কয়েকটি লাইন চালিয়েছি যেমন প্রথমে চালিয়েছি বাংলালিংক দিয়ে gprs মডেম দেখলাম কখণও কখনও ০ বিটেও নেমে আসে ।এটা ২০০৮ এর ঘটনা । তার এক মাস পরে নিলাম ব্রাক নেট , দেখলাম ওদের কেরামতি । ইচ্ছাছিল ওদের সার্ক এনার্জি ড্রিংক খায়িয়ে স্পিড বাড়াতে । যাইহোক ডাউনলোড স্পিড দেয়ার কথা ছিল ৩২ কেবিপিওস । কিন্তু পেতাম ৭-১২ ।এর মাঝে ১৩ দিন নেটের লাইনই ছিল না ।

sfc

এরপর আমার বন্ধু ISP থেকে Reseller হিসেবে নেট আনে আমার ও আর এক বন্ধুর জন্যে । কিন্তু ব্রডব্যান্ডের উপরে অনেক রাগছিলাম তাই মনে মনে বলেছিলাম আর নেট চালাব না । কিন্তু ওই বন্ধুর ওখানে মাঝে মাঝে ফ্রি চালাতাম । ৩ মাস ধরে পর্যবেক্ষন করলাম ওদের সার্ভিস । দেখলাম অন্যন্য ISP থেকে ওদের সার্ভিস অনেক গুনে ভাল আর মাসে মাসে বিলও কম । এই Isp এর নাম Maisha সংক্ষেপে Mtlbd । আমি যতটা জানি আমার বন্ধু ব্রাউজিং স্পিড ১২৮-১৯৬ কেবিপিএস এর জন্য ISP কে দেয় ৫০০ টাকা । আর আমি আমার বন্ধূকে দেই ৭০০ টাকা মাসে । আর আমি ডাউনলোড স্পিড পাই ২০-২২ কেবিপিএস । আর ব্রাউজিং স্পিড ২৫৬-৩২০ কেবিপিএস এ স্পিড পাওয়া যায় ৪০-৫০ কেবিপিএস । তবে বেশীরভাগ সময়ই ৪০+ থাকে । এটার জন্য ISP কে দিতে হয় ৯০০ টাকা আমি যদি নেই তবে ওকে ১০০০ দিব ।

দেখুন আমি যে স্পিড পাইঃ
df

এদের প্রায় পুরো ঢাকা জুড়েই নেটের লাইন আছে । আপনারা যদি কখনও Maisha এর নেট ব্যভহার করে থাকেন আশা করি তখন বুঝবেন এদের সেবার মান কতটুকু । তবে সেবা শুধুমাত্র ISP এর উপর নুর্ভর করে না Reseller দের উপরও নির্ভর করে । তাই আগে রিসেলারদের সেবা দেখে নিন । আশা করি ব্রডব্যান্ড ব্যবহার করার মজাটা বুঝবেন Maisha এর লাইন ব্যবহার করলে । আমি নেটে এদের ম্যাপ খুজেছিলাম দেখাতে কোথায় কোথায় ওদের শাখা আছে কিন্তু পাই নাই । আশা করি সবার বাসার খুব কাছেই এদের রিসেলার দের পাবেন ।

আপনাদের জন্যে আমি Maisha এর অফিস গুলোর ঠিকানা ও ফোন নম্বর দিয়ে দিচ্ছি ।

বনশ্রী শাখাঃ
H#17 ( 1st Floor ) , Road-B,Banasree,Rampura
Dhaka - 1219
Phone: 7286790,7287600
Mobile : 01713-194869

মতিঝিল শাখাঃ
78 motijheel C/A , 6th Floor, Dhaka - 1000
Phone : 9570245
Mobile : 01713-194880

খিলগাও শাখাঃ
H#271/C[GF],Khilgaon
Dhaka-1219
Phone:7218113
Mobile: 01713194897

পল্টন শাখাঃ
40/3 Naya Paltan VIP Road , 3rd Floor
Dhaka-1000
Phone: 8362072
Mobile: 01713-194876

বংশাল শাখাঃ
Shahid Syed Nazrul Islam Sharani
North South Road,Bongsal
Mobile: 01713-194868

ধানমন্ডি শাখাঃ
H#31/A, 1st Floor,Road-9,Dhanmondi
Dhaka-1209
Phone-9145419
Mobile: 01713-194893

গুলশান শাখাঃ
30,Shazad Plaza,2nd Floor,Gulshan-2
Dhaka-1212
Phone-8832592
Mobile:01713194890

নিকুন্জ শাখাঃ
H#8 [GF], Road-18,Nikunjo-2,
Dhaka-1219
Phone:8957836
Mobile:01713-194883

মিরপুর শাখাঃ
219,Rokeya Saroni Road Senpara, Parbota,Mirpur-10
Dhaka-1207
Phone:9015452
Mobile:01713-194898

উত্তরা শাখাঃ
H#35[GF], Road-7,Sector-4, Uttara Model Town
Dhaka-1230
Phone:8957465
Mobile:01713194886

টংগী শাখাঃ
Mobile : 01713-194867

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই !!! উত্তরা ৩ নং সেক্টরে ওদের কোন রিসেলার কি আপনার জানা মতে আছে ?

আর আমি যতটুকু জানি মাইশা ভিওআইপি ধরা খেয়ে প্রচুর টাকা জরিমাণা দিয়ে লাইসেন্স হারিয়ে আপাত্ত ঘুমাচ্ছে।

    সজীব ভাই আপনের কথা কিছুটা ঠিক ছিল কিন্তু যে Voip করে ১৫০ -২০০ কোটি টাকা আয় করেছে তাদের কি আর ২ কোটি টাকা জরিমানা দিতে অসুবিধা আছে । আর আপনার উত্তরাতে কোন রিসেলার নেই ওখানে Maisha নিজে নেট সার্ভিস দিয়ে থাকে । আমি আপনার জন্য ঠিকানা দিয়ে দিয়েছি তাই ফোন করে দেখে নিশ্চিত হয়ে নিন । Maisha একটা ছোট কোম্পানী না যে ২ কোটি টাকা জরিমানা দিয়ে হাত গুটিয়ে বসে থাকবে । আর আপনি লাইসেন্স এর কথা বলেছেন এটা আপনার বা আমার পক্ষে প্রমান করা সম্ভব নয় কেননা আমরা বড় কোন কর্মকর্তা নই যে আমরা ওদের লাইসেন্স চাইলেই ওরা দেখাবে । আশা করি ব্যপারটা ক্লিয়ার হয়েছেন ।

Level 0

BRACNET er line ami o use kori, amar speed normally 20-21 KBps thake.

http://techpark.webnode.com/
All sorts laptops@Affordable price

কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন ???????
………………………………………………
password দিয়ে কিভাবে সিডি রাইট করা যায় ?

    Level 0

    আপনি কি nero ব্যবহার করেন cd রাইট করার জন্য?

Level 0

ঠিকানা চাই।

    তবে আগে রিসেলারদের কাছ থেকে কনফার্ম হবেন যে ওরা আপনাকে Platinum দেবে।

    Platinum speed upto 310 kbps যার ডাউনলোড স্পিড ৪০-৫০ কেবিপিএস

    Gold speed upto 256 যার ডাউনলোড স্পিড ২৫-৩৫ পাবেন

    Silver upto 160 যার ডাউনলোড স্পিড ২০-৩০

    Premium upto 128 যার ডাউনলোড স্পিড ১৮-২০+

    আর এদের সর্বোচ্চ মাসিক চার্জ দিবেন

    Platinum = 1200 তাতে রিসেলার দের ৩০০ টাকা লাভ হবে ।

    Gold = 1100 তাতে ২৫০ টাকার মত রিসেলার লাভ হবে ।

    Silver = 1000 তাতে ২০০ টাকার মত রিসেলার লাভ হবে ।

    Premium= 700-800 তাতে 150-250 টাকার মত রিসেলার লাভ হবে ।

আমি nero ব্যবহার করে cd রাইট করি ।
samehood স্যার, আপনার yahoo-mail ID টি দিবেন কি ?

    Level 0

    স্যার!!!??? :-O:-O:-O
    ভাই আর লজ্জা দেবেন না। আমি আপনাকে mail করে দেব।

Level 0

মো: রুহুল আমীন (কোনাবাড়ী-গাজীপুর). আশা করি আপনার কাজে দেবে। এর ফ্রী ভারশন এর কোন লিঙ্ক আমার জানা নেই তাই কোন লিঙ্ক দিতে পারলাম না। আপনি খুঁজে দেখুন, পেলে আমাকেও জানাবেন।

Level 0

আমার অফিস উত্তরাতে, Accesstel Dedicated Broadband ব্যবহার করি wireless মডেম দিয়ে, DL স্পিড 40 KBps, UL স্পিড 18 KBps, মাসে ১৫০০০ টাকা দিই, আমার দুই কম্পিউটার এর জন্য দুইটা আইপি আছে, কিছুদিন পর পর ব্রডব্যান্ডের লাইনে সমস্যা পাই, মাঝে মাঝে connection hang হয়ে যায়, টাকা ও স্পিড এর দিক থেকে আমি কোন আইএসপি ব্যবহার করব, জানালে খুব উপকার হবে।

    Uncle অনেক দিন পর মন্তব্য করলেন কেমন আছেন?আপনাকে একদম পাওয়া যায়না

Level 2

লোটাস ভাই আমার folder locker এর password ভুল গেছি……password broken ar উপায় বলনে plz.সাথে fake folder o dorkar vai…..plz….
vai ami sudu techtunes a pori …………ami apnar akjon fun

    HDD LESS ভাই আপনার জন্যই আমার লগ ইন করা । যাই হোক কোন কিছুরই পাসওয়ার্ড ব্রেক করা এতটা সহজ না যতটা মানুষ বলে থাকে । তবে আপনি যদি আপনার পাসওয়ার্ড করা ফোল্ডারে ভিডিও , পিকচার , ওয়ার্ডপ্যাড , জিপ ফাইল রেখে থাকেন তাহলে সেগুলো আপনি রিকভারি করে ফেরত পেতে পারেন । অথবা যেদিন পাসওয়ার্ড দিয়ে ফোল্ডার লক করেছিলেন তেই তারিখ যদি মনে থেকে তাহলে সিস্টেম রিস্টোর করে আগের ডাটাগুলো ফেরত পেতে পারেন ।

    রিকভারি এর জন্য https://www.techtunes.io/internet/tune-id/9487/ এই সফটওয়ারটি খুব ভাল এবং সিরিয়াল সাথেই দেয়া আছে । আর ছবি রিকভারি করার জন্য https://www.techtunes.io/internet/tune-id/9294/ এই সফটওয়ারটি খুব ভাল । আশা করি সফটওয়ারগুলো আপনার কাজে লাগবে ।

Level 2

lotas bai ami sotti donno..apnar moto akjon amar lekkhar response korlen….apnake onek donnobhad bai….

    HDD LESS ভাই দয়া করে নিজেকে ছোট ভাববেন না কেননা প্রত্যেকের মাঝেই কিছু না কিছু আছে যা দিয়ে সে মানুষের মন জোগাতে পারে । আর আমি এমন কোন ব্যাক্তি না যে আপনাকে রেসপন্স করলে আপনা ধন্য হয়ে যাবেন । আপনিও আপনার জানা সবকিছু এখানে শেয়ার করতে পারেন । আর যে কোন কম্পিউটারের সমস্যায় আশা করি আমাদের সবাইকেই পাবেন কেননা আপনিও টেকটিউনস পরিবারের একজন । ভাল থাকবেন …….

Level 0

লোটাস ভাই, আমিও মায়সা-এর লাইন ইউজ করি…… তবে আমি অত ভাল সার্ভিস পাইতেছি না….. প্রায়-ই লাইনে ঘাপলা করে…….
ভাইরে সব বাঁশের গোড়া-ই এক জায়গাতে……

    শুভ ভাই কিছু মনে করবেন না । কেননা ISP কে দোষ দিয়ে লাভ নেই কারন ওরা নেটের স্পিড এবং টাকা সবার কাছ থেকেই সমান নেয় । আর লাইনে সমস্যা থাকলেই মাইয়ার দোষদেয়া যায় না । কেননা সার্ভারে সমস্যা হয় খুবই কম । যা সমস্যা হয় তা রিসেলার দের এবং ওরা যদি আপনাকে হাই স্পিড এর নেট না দিয়ে নরমাল টা দেয় তাহলে তো মাইসাকে দোষ দেয়া যায় না ।

ভাই আমিও মাইশার নেট ব্যবহার করি । আগে ফক্সি না কি যানি ব্যবহার করে ইউটিঊবের HD মুভী দেখা যেত আর ডাউনলোড অনেক বেশি স্প্রীডে হত । কিন্তু এখন দেখা যায় না । আসল ঘটনা কি জানাবেন ?