১০০% গ্যারান্টি আইপি হাইড করার ( সিরিয়াল সহ )

আমরা অনেকেই রিয়েল আইপি হাইড করা নিয়ে লিখেছি । আমি নিজেও মনে হয় এর আগে ২ টা লিখেছি যার একটা কাজের ছিল না এবং একটার সিরিয়ালই আমি আপনাদের খুজে দিতে পারি নাই । যাইহোক এটা ছিল আমার ব্যার্থতা । কিন্তু আজকে আপনাদের জন্যে ফ্রি রিয়েল আইপি হাইড করার জন্য একটি দারুন কার্যকরী সফটওয়ার পেয়ছি যা আপনাদের সাথেও শেয়ার করছি । কারন আমরা সবাই একটি পরিবারের মত মিলেমিশে থাকি । সফটওয়ারটার নাম Invisible Browser .

sfc

আমি যেসব সফটওয়ার নিয়েই লিখি না কেন তা আগে পরীক্ষা নিরীক্ষা করে পরে লিখি । আজও তার ব্যাতিক্রম নয় । আমি নিজে দেখেছি আইপি চেন্জ হয় কি না । এর আগে আমি Hide Ip 2009 এবং Hide Ip Browser নিয়ে লিখেছিলাম । সেগুলো এটার মত এতটা ভাল ছিল না ।

কিভাবে মজিলা এবং অপেরাতে ব্যবহার করবেনঃ

প্রথমেই এখান থেকে সফটওয়ারটা ডাউনলোড করে নিন । আর এর সিরিয়ালটি এর সাথেই দেয়া আছে অনেক কষ্ট করে বের করতে হয়েছে । এখন ডাউনলোড করে ইনস্টল করে নিন । সিরিয়াল টা দিয়ে রেজিষ্টার করে নিন । এখন ওপেন করলেই Browser ট্যাব দেখতে পাবেন । ওখানে Mozilla , Netscape , Opera দেখতে পাবেন । আপনি যে ব্রাউজারের Ip হাইড করতে চান সেই ব্রাউজারটিতে টিক দিন । এবার ব্রাউজারটি ক্লোজ করুন এবং invisible browser টি ও ক্লোজ করুন । এবার invisible browser টি ওপেন করে দেখুন Matching Proxy List . যে আইপি Available সেটা অটোমেটিক সেভ হয়ে যাবে । এখন আইপি তে ক্লিক করে Enable Invisible Browsing ক্লিক করুন । এবার আপনার ব্রাউজার ওপেন করে IP চেক করে দেখুন । আশা করি আপনাদের সবারই কাজে আসবে । আগে ব্যবহার করুন পরে IP হাইড হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না । কেননা একজন টিউনার তার টিউনে ভাল কমেন্ট পেলে আরও বেশী অনুপ্রানীত হয় । আর কোন সমস্যা হলে তো আমি আছি । সফটওয়ারটি মাত্র ৩.৪ মেগাবাইটের । সকলকে ধন্যবাদ..........................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

দেখতে হবে

download korlam… akhon test kore dekbo…

    VHAI AMI TO PARLAM NA. PLZ DOWNLOAD LINK TA DEN. AND KEMNE KORBO BOLE DEN.

Level New

ভাই এই টিউন টা পুরা ই পাংখা। আসলেই ১০০% কাজ করে। এখন গ্রামিনের নেট দিয়ে এই সফটওয়্যার এর সাহায্যে খুব সহজেই র‌্যাপিড শেয়ার কে ফাঁকি দিয়ে ফাইল ডাউনলোড করা জায়। ভাই আপনার কষ্ট সার্থক। আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই টিউন এর কিছু লাইন কাটা কাটি করে। মানে প্রয়োজনীয় কথা গুলো নিয়ে আমি আমার http://rolin.iblogger.org/ এই বাংলা ব্লগ টাতে রাখতে চাই। কারন এই সফটওয়্যার টি খুবই প্রয়োজনীয় ও গুরুত্তপূর্ন। অবশ্যই আপনার নাম উল্লেখ থাকবে।

    রলিন ভাই অন্য সবাই কি মনে করে না করে আমি জানি না । আমার মতে টিউন করার আগ পর্যন্ত টিউনটা টিউনারের থাকে । কিন্তু প্রকাশ করার পর তা আর নিজের থাকে না । তা হয়ে যায় সবার । কোন সমস্যা নাই যদি আপনি আপনার ব্লগে টিউন রাখেন । কেননা এতে করে আমার কিছু ক্ষতি হচ্ছে না । আর এর ফলে অনেকেই উপকৃত হবে । আপনাকে ধন্যবাদ । আর আশা করি অন্তত আমার কোন টিউন যে কারও ওয়েব সাইটে রাখতে পারেন আমার কোন সমস্যা নাই ।

সৌরভ ভাই আপনার টিউনের জন্যই লগ ইন করলাম । যাইহোক আপনি ছবির যে সফটওয়ারটি নিয়ে লিখেছেন আমার মনে হয় আপনি নিজে তা ট্রাই করে দেখেন নি । কেননা এই সফটওয়ারটি নিয়ে আমি নিজে ৩ দিন ঘাটাঘাটি করেছি তা আরও বেশ কিছুদিন আগে । ফলাফল পেয়েছি শূন্য । আপনি নিজে ট্রাই করে দেখলেও আশা করি বুঝবেন ।

    ভাই আমি আমার টিউনেই বলে দিয়েছি যে এই সফটওয়্যারটি কোন প্রফেশনাল কাজের জন্য নয়। এটি দিয়ে ছোটখাট সম্পাদনা করা যায়। আর আমি নিজে এটা ট্রাই করে তারপরেই দিয়েছি। আমার তো ভালোই লাগলো।

    তবুও ধন্যবাদ আপনাকে আপনি আমার টিউনটি দেখেছেন এবং মন্তব্য করেছেন। তবে মন্তব্যটা আমার টিউনেই করলে ভালো হতো।

    সৌরভ ভাই আমাকে লজ্জা দিচ্ছেন কেন ? আমি আপনার টিউনেই দিতে চেয়েছিলাম কিন্তু সব আমার কপাল । তারপরও অনেক বুদ্ধি খাটিয়ে Add A New Post থেকে আপনাকে কমেন্ট করেছি । ভাইরে সবারই একই সমস্যা । লগ ইন , কি আর করা । আপনাকে ধন্যবাদ রিপ্লাই করার জন্যে ।

    লগ ইন সমস্যা কি এখনো করছে?? আমি তো সেই যে “রিমাইন্ড মি” কমান্ড দিয়ে লগ ইন করছি এখনো লগ ইন অবস্থাতেই আছি। আমার কোন সমস্যা হচ্ছে না। যাদের পারসোনাল কম্পিউটার তারা তো রিমাইন্ড মি কমান্ড ব্যবহার করতে পারেন।

Level 2

লোটাস ভাই ধন্যবাদ এরকম একটা জিনিস শেয়ার করার জন্য।আরো ধন্যবাদ আপনার মূল্যবান লিখা গুলো অন্যে সাইটে প্রকাশের অধিকার দেয়ার জন্য।

আমি পূর্বে এই software-টি ব্যাবহার করেছিলাম। খুবই কাজের জিনিষ IP হাইড করার জন্য। কিন্তু ছোট্টো একটি সমস্যা হচ্ছে, যখন এটির সাহায্যে Internet Access করি তখন তা খুবই slow হয়ে যায়।

কেউ কি আমাকে বলতে পারবেন, ইমেইল থেকে কিভাবে বুঝা যায় যে সে কোন দেশে আছে বা কোন এলাকায় আছে। ধন্যবাদ

    মাঝি ভাই, আপনি কোন ইমেইল ব্যবহার করেন তা বলেননি। তাহলে বিস্তারিত বলা যেত। তবে ইমেইল অ্যাড্রেসের সাথে IP দেয়া থাকলে আপনি নিচের লিংকে দেয়া NetTools সফটওয়ারটি ব্যবহার করতে পারেন। এ সফটওয়ারটির প্রথম অপশন Network tools এর অন্তভূক্ত আরেকটি অপশন হল GeoLocate IP. যাতে IP address দেয়ার সাথে সাথে IP এর লোকেশন বলে দিবে। লিংকটি হল –
    https://www.techtunes.io/download/tune-id/10713/

aGAM tHANKS JANIE RAKHLAM…

vhai download korte pari na.plz onno akta link den

১০০% গ্যারান্টি আইপি হাইড করার ( সিরিয়াল সহ ) কযেকদিন খুবই ভালো কাজ করেছে, মানে প্রায় মাস খানেক, গতকাল থেকে কাজ করছে না। প্লিজ জানাবেন কি করতে পারি। অথচ জিনিসটা আমার জন্য বেশ দরকারী ছিলো। আগাম ধন্যবাদ।

আমি তো ডাউনলোড করতে পারছি না ।

Level 0

সফ্টওয়ার বাদ দিন সফ্টওয়ার ছাড়া এমন কোন সাইটের লিংক দেন কোন কিছু ডাওনলোড ছড়াই আইপি হাইড করে দেয় ।

Level 0

ধন্যবাদ ভাই,
তবে ,
Download link এ ,
ব্লগ অপসারণ করা হয়েছে

দুঃখিত, softpica.blogspot.com -এ ব্লগটি অপসারিত হয়েছে৷ নতুন ব্লগগুলির জন্য এই ঠিকানাটি উপলভ্য নয়৷

আপনি কি আপনার ব্লগ এখানে দেখতে পাওয়ার আশা করেছিলেন? দেখুন: ‘I ওয়েবে আমার ব্লগ খুঁজে পাই নি, এটি কোথায়?’
দেখায় কেন?
Link টি ঠিক করেদিন।

Level 0

ভাই,
Download link টি ঠিক করে দিন ,
Easy Hide Ip soft টি serial key সহ ,পারলে দিবেন । এটি 1000% কাঝ করে (Tested)।
I am waiting for your update.
Thanks

bro download link crashed 🙁
plz help koren taratari

Level 0

downlink ta abar dan

লোটাস vai apnar moto sobai jodi unmukto moner hoy tahole ekdin amra onek agiye jete parbo..you are really great vai