“কোয়ান্টাম সায়েন্স”- মাসিক ই-পত্রিকার জন্য লেখা চাই

quantum science

হরদম তো সায়েন্স ফিকশন পড়ছেন, কখনো কি লিখেছেন? নাকি লিখে ফেলে রেখেছেন প্রকাশের অভাবে। তাই যদি হয় তাহলে আর প্রকাশের অভাবে আপনার লেখাগুলো ফেলে না রেখে আমাদের মাসিক ই ম্যাগাজিনে ছাপানোর জন্যে পাঠিয়ে দিন আর হয়ে যান লেখক।

লিখুন!!!!!!!! লিখুন!!!!!!!! লিখুন!!!!!!!!

নিম্নোক্ত বিষয় সমূহে লেখা আহ্‌বান করা হচ্ছেঃ

১। বৈজ্ঞানিক কল্পকাহিনী

২। Fun With Science –আপনার করা  মজার কোনো সায়েন্স এক্সপেরিমেন্ট

৩। Cool Robot : সাম্প্রতিক আবিস্ক্রিত রোবট এর উপর প্রবন্ধ

লেখা পাঠানোর নিয়মাবলীঃ

১। লেখা হতে হবে .doc ফরম্যাট এ এবং অবশ্যই ইউনিকোড বাংলা ভাষা তে। যারা ইউনিকোড এ বাংলা লিখতে পারেন না তারা নিচের ঠিকানা থেকে অভ্র সফটওয়্যারটি নামিয়ে নিন। এই সফট দিয়ে খুব সহজে আপনি ইউনিকোড এ বাংলা লিখতে পারবেন। ডাউনলোড অভ্রঃ

http://www.omicronlab.com/

২। দয়া করে মৌলিক লেখা জমা দিন। কোন নকল লেখা দিবেন না। আর যদি অনুবাদ পাঠান তাহলে মূল লেখক ও লেখার নাম স্পষ্ট করে লিখুন।

৩। একজন কয়েকটি লেখা পাঠাতে পারবেন। তবে লেখার মান অনুসারে একজন লেখক এর একটি বা সর্বোচ্চ দুইটি লেখা দেয়া যেতে পারে।

৪। লেখাটি অবশ্যই শুদ্ধ, সুন্দর ভাষায় হতে হবে। কাউকে হেয় করে কিছু লিখা যাবে না।

৫। প্রযুক্তি বিষয়ক লেখায় অবশ্যই প্রয়োজনীয় চিত্র সংযুক্ত করে দিতে হবে।

৬। প্রতি মাসের ২০ তারিখ এর মধ্যে লেখা পাঠাতে হবে।

৭। লেখা আবশ্যই বাংলাতে হতে হবে।

লেখা পাঠান নিচের ই-মেইল ঠিকানায়ঃ

[email protected]

** প্রতি মাসের ২০ তারিখ এর মধ্যে লেখা পাঠাতে হবে।

** প্রতি মাসের প্রথম সপ্তাহে formally ম্যাগাজিনটি প্রকাশিত হবে। প্রত্যেক লেখক email এর মাধ্যমে একটা ম্যাগাজিন মাসের প্রথম সপ্তাহে পেয়ে যাবেন।

** পাঠকরা email এর মাধ্যমে automatic প্রতি মাসের প্রথম সপ্তাহে ম্যাগাজিন টি পেতে FREE registration করুন। Registration করতে আপনার নাম, ঠিকানা, ফোন নং, পেশা লিখে নিচের ইমেইল এ পাঠিয়ে দিন।

[email protected]

আরো বিস্তারিত জানতে নিচের সাইটে ভিজিট করুনঃ

http://quantumscience.isgreat.org

আমাদের সাথে কথা বলতে ডায়াল করুনঃ

+৮৮০১৯১৯০৯৪২৪৬

+৮৮০১৬৭১৩৯২৯১২
+৮৮০১৬৭০০৪৬৭২১

Level 0

আমি সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস