” Grameen Phone এ P7 এর খরচে 99MB-5GB ইন্টারনেট ব্যবহার করুন “

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলে ভালো আছেন । আজকে আমাদের পোষ্ট এর বিষয় হলো কিভাবে P7 অর্থাত্‍ ৩৫ টাকায় 99MB-5GB ব্যবহার করা যায় ।
আমরা আগে ভাবতাম যদি একটি P6 নিয়ে কয়েকজন ভাগ করে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো । কিন্তু এখন আর তার প্রোয়োজন নেই ।
আমাদের মধ্যে অধিকাংসই GP ইন্টারনেট ব্যবহার করি ।আমার মনে হয় যারা অন্য অপারেটর এর ইন্টারনেট ব্যবহার করে তারা আমার এই পোষ্টটি দেখার পর GP ইন্টারনেট ব্যবহার শুরু করবে ।আপনারা জানেন যে, GP সিমে যদি কোন ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করা হয় এবং প্যাকেজ এর মেয়াদ শেষ হওয়ার মধ্যে একই প্যাকেজ পুনরায় নেয়া হয় তাহলে নতুন প্যাকেজের MB এর সাতে পুরাতন প্যাকেজ এর অব্যহৃত MB যোগ করা হয় ।
কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব P7 অর্থাত্‍ ৩৫ টাকায় 99MB-5GB ব্যবহারের উপায় ।
তো চলুন আজকের টিউন নিয়ে আলোচনা করিঃ
প্রথমে আপনাকে 99MB অথবা 1GB অথবা 5GB এর প্যাকেজ এ্যকটিভ করতে হবে । এখন 99MB এর মেয়াদ ১৫ দিন । 1GB ও 5GB এর মেয়াদ ৩০ দিন । এখন মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আপনার প্যাকেজের সম্পূর্ন MB ব্যবহার না করে কিছু MB ব্যবহার করুন ।
এরপর যথন এই প্যাকেজ এর মেয়াদ শেষ হয়ে যাবে তখন একটি P7 এর প্যকেজ চালু করুন । এর ফলে আপনার পূর্বের প্যাকেজে যে অব্যবহৃত MB ছিল তা এই নতুন P7 প্যাকেজে যোগ করা হবে ।
আরো বিস্তারিত করে বলছিঃ
ধরুন আপনি এই মাসে P6 (1G) প্যাকেজ এ্যকটিভ করলেন । এখন আপনার রয়েছে 1024MB এবং এর মেয়াদ 30 দিন ।
ধরুন এই 30 দিনে 100MB ব্যবহার করলেন এবং 924MB অব্যবহৃত থেকে গেল ।
এবার 30 দিন পরে একটি P7 এ্যকটিভ করলেন ।
এখন P7 এর 15MB ও অব্যহৃত 924MB total =15+924=939MB হয়ে গেল ।
এরপর P7 এর মেয়াদ শেষ হয়ে গেলে পুনরায় নতুন একটি P7 নিয়ে অব্যবহৃত MB ব্যবহার করুন ।
এভাবে অব্যবহৃত MB শেষ না হওয়া পর্যন্ত যতবার খুশি P7 নিয়ে মেয়াদ বৃদ্ধি করে অব্যবহৃত MB ব্যবহার করুন ।
অব্যবহৃত MB দেখতে *500*60# প্রেস করুন । যদি P6এর সময় 100MB এবং প্রতি P7 এ 50MB করে ব্যবহার করেন তাহলে ১৪মাস এর বেশি ব্যবহার করা সম্ভব ।
আমি নিজে এই পদ্ধতিতে গত দুই মাস যাবত ইন্টারনেট ব্যবহার করছি । যদি বিশ্বাস না হয় তাহলে GP Care এ কল করে জেনে নিন ।

এই রকম আরো কিছু টিপস্ দেখুন http://bdfoorti.com

পোষ্টটি ভালো লাগলে কমেন্টস এ অবশ্যই অবশ্যই জানাবেন ।

এই পোষ্টটি পূর্বে আমাদের এই সাইটে প্রকাশ করা হয়েছে.....
http://blog.bdfoorti.com

Level New

আমি কিবরিয়া রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধুর এইটা কোন tune হল ??

    @<Bdfoorti.com:—–halafuthhhh tuneee tunee korbarrr lagoss nodirfuthh…..magirfuthhhhh

    সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।সব কিছু ভুয়া।

Level New

ওয়াইম্যাক্স ব্যবহারকারিদের জন্য ধাকামা কমেন্ট টিউন! ১৫০ টাকায় ৩০ গিগাবাইট হাইস্পীড ইন্টারনেট। প্রতিমাসে ৬০০ টাকা দিয়ে ২.৫ গিগাবাইট প্যাকেজ নিন। কয়েক মেগাবাইট ব্যবহার করবেন, মেয়াদের শেষ দিন আবার একই প্যাকেজ এক্টিভেট করবেন। দেখবেন আগের ইউজেস জমা আছে। এভাবে ১২ মাস চালান। তারপর ১৫০ টাকা দিয়ে ৪৫০ মেগাবাইটের প্যাকেজ চালু করবেন।
ওমা! একি! আপনার ব্যালেন্সে ৩০ গিগাবাইট দেখাবে। ১৫০ টাকায় ৩০ গিগাবাইট! ভাবা যায়?

Level 0

হা হা হা হা@SETU

R TUNER K BOLCI , XOTIL AKTA FALTU TUNE KRCEN VI

Level 0

টুনার – আপনি কেমন আসেন? :p :p :p

Level 0

dhur eaita kono tune holo. kom takai kivhabe besi MB use kora jai ta bolen.

ভাই টিউন টা না হয় আপনার ভাল লাগে নাই। তাই বলে গালি দিয়ে নিজেকে ছোট করেন কেন?

Level 0

nice tune

Level 0

আপনারা কি ভাই ব্যবহার করে বকাবকি করছেন ? নাকি না করেই । জানাবেন প্লিজ।

Level 0

টিউনের আগামাথা কিছুই বুঝে নাই, কিন্তু সেতু আপনার কমেন্ট দেখে বুঝে গেলাম

    Level 0

    আর Handsome রা some some গালি দেয়

ভাই; ফেইসবুকে টিউন আপডেট দেখে খুব আনন্দের সাথে পোষ্টটি খুললাম। খুলে মনটাই খারাপ হয়ে গেল। মোবাইল কোম্পানির সাথে আপনিও লোভনীয় অফার দেন।

Level 0

Vai Kotokhon Dhore Try Korar Por A Ke Tune Pailam. Bujhlam Apne Bujhaite Chaisen Unused MB Deye Sara Bochor Chalano Jabe. But Protibar P7 Activate Kortae To 35 TK Lagbe Taile Sudhu Sudhu M8 Raikhe Lav Ke . R Amar To Mashe Amnae 5 GB Sesh Hoye Jai………………

আপনার তথ্য তাদের খুব কাজে আসবে, যারা বাসায় আলাদা ইন্টারনেট আর মোবাইলের জন্য জিপি ব্যবহার করে কিন্তু সারা মাস শেষ হবার পর অব্যবহৃত লিমিট থেকে যায়। তারা এভাবে মোবাইলে এভাবে অনেক দিন ইন্টারনেট চালাতে পারবে। এটি জানাবার জন্য ধন্যবাদ।

Level 0

মাসে ১ গিগা শেষ করতে পারেন না তাহলে ১ গিগা নেয়ার দরকার কি, ৯৯ এমবি নিয়েই বসে থাকেন। যত্ত সব ফালতু। টিউন করাটা খুবই জরুরি মনে হয়েছে আপনার কাছে? আমি আনলিমিটেড ব্যবহার করি। আমি ভাই শুধু অন্যদের টিউন কাজে লাগাই। নিজে কিছু জানিনা তো তাই…

    Level 0

    এই টিউন টার অন্য একটা background আছে ভাই। টিউন টা আসলে সব type এর user দের জন্য না । যারা মোবাইল এ নেট use করে তাদের জন্য বেশী দরকার। আপনি বাড়ীতে আনলিমিটেড ব্যবহার করেন। ok fine. এখন আপনার যদি android or iphone থাকে আর তাতে যদি আপনি নেট use করতে চান। তখন এটা আপনার জন্য খুব ভাল একটা টিউন হবে। কারন তখন আপনি চাবেন কত কম টাকাতে নেট use করা যায়।

ভাই প্রথমে Tune এর Headline দেখে মনে হয়েছিল যে অল্প খরচে বা ফাও কোন Usage Package বুঝি ব্যবহার করা যাবে। কিন্ত ভাই আপনে কি বলতে পারবেন এইখানে আপনি কিছু Free বা অল্প খরচে পাইছেন। ভাই আপনি কি Personal Budget নিয়ে গবেষনা করতাছেন নাকি।

মেজাজ খারাপ করা ব্যাপার
টিউনটি ডিলিট করা উচিত

Level New

মারুফ ভাইয়ের সাথে সহমত।

Level 0

সব কিছু ভুয়া। আপনার আরো অনেক জানা প্রয়োজন চোখ মেলে দেখুন সব কিছুই দেখতে পাবেন বাজারে আরো অনেক লোভনীয় অফার আছে।আমি গত মাসে রবির উদয় দিয়ে ১৪.২২ গিগা ডাউনলোড করেছি তাহলে কি দাড়ায়?টাকার অংকটাও আপনার থেকে মনে হয় কম পড়ে কারণ রবি দেয় ভ্যাট সহ ৪৩১ টাকায়।কিত্তু আপনাকে কম পক্ষে 16 Hours ডাউনলোড করতে হবে।

    Level 2

    @rasel: vai বিদ্যুৎ বিল কত আসে?

এইটা কি টিউন হলো? আমি গতপরশু একটা নতুন ওয়াইম্যাক্স কিনেছি, (মডেম+৪০ গিগাবাইট ডাটা একমাস মেয়াদ) ৫১২ কেবিপিএস মিনিমাম স্পিড। মেক্সিমাম ৬১০ কেবিপিএস। দাম মাত্র ১৪৯৯ টাকা। ৩০ দিনের মধ্যে ডাটা শেষ হয়ে গেলে ওদের কাষ্টমার কেয়ারে ফোন দিলে আবার ৪০ গিগাবাইট বিনামুল্যে যোগ করে দেয়। বিস্তারিত জানতে ক্লিক করুন http://ollo.com.bd/get
অথবা ফোন করুনঃ- ০১০৯৩৮৮৮৫৫৯২ (সামসুল আলম) সেলস এক্সিকিউটিভ, ওল্লো ওয়াইমাক্স। বারিধারা, ঢাকা।
রেফারেন্সে আমি।

Level 2

যতসব ফালতু ছিন্তা-ভাবনা আর ভুল Information নিয়ে টিউন করতে বসেন।

Level 2

GP তে শুধু মাত্র p6 এর সাথে P5 এবং p7 এর p9 এর এক্সট্রা ডেটা অ্যাড হয়।

Level 0

tuner mone hoi gp te kaj kore,,r naile gp er dalal,,koi tk pailen dalali kore???

Level 0

নেট বসায়া থুইলে কি বাতাস ব্রাউস করব নাকি । আর ৫জিবি শেষ হয়ার পর পারাপারি কইরা নেট স্প্রিট বারানর কোন উপায় থাকলে তাই কন ।
{ গোপন কথা কথা এভাবে এড না দিয়ে একটা রিভিউ লিখেন }

“আবদুল বাকী” bai-er sathe sohomot..jara na buje baje comments korlen..tader bolci..”Kicu bujar age ababe comments kora ki thik..Tunes holo sikkhar jayga..apnake to kew jore kore sikhte boltece na”

    লোভনীয় অফার দেখিয়ে আপনার ভালো লাগলো
    সাইটের বিঙ্গাপন দেওয়ার কৌশলটি
    তবে কমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের ও একটু উচিৎ……..সংযোত হওয়া

    Level New

    @tobarokhosen:
    সেটা আমার মতো অনেকেই মানবেন যে ঐ দৃষ্টিকোণ থেকে টিউনটা ঠিক আছে। কিন্তু টিউনের টাইটেল কি পুরা অন্যরকম কথা বলছে না? এবং টিউনার তার লেখায় কোথায় বলেননি যে তার এই অদ্ভুত বুদ্ধি কোনকোন ক্ষেত্রে ব্যবহার করে আমরা টাকা বাঁচাতে পারি। বিশেষত টাইটেলটাই টিউনটাকে পচায়ে ফেলসে, নইলে হয়তো আমরা এটাকে অন্যভাবে দেখতাম।

Level 0

ভাই Zoom Ultra তে হবে কি? দয়া করে জনাবেন।

eta abar ki rokom tune???

Level 0

afoner maty somsa aca http://freeallservices.blogspot.com/ free call korun

Level 0

ধন্যবাদ আপনাকে … পিসিতে বাংলালায়নে মাসে ১৪০০ টাকা বিল দেয়ার পর মোবাইলে নেট ইউজ করি জিপি দিয়ে ,
১৫ এমবি এর বেশী ফোনে ইউজ করতে সাহস পাইনা । দেখা যায় পিসিতে বসার পর ও ৪ দিনে ফোনের এমবি শেষ … এটা অনেকটাই বাড়তি খরচ … আমার মত অনেকের কাজে লাগবে …

Level 1

JOTOSOB ABAL

Level 0

aisob faltu tune na korle hoy na?

Level 0

purai faul eakta tune

1Gb & 5Gb ar taka ki apner nana dibe?change ur title……….

Level 2

আমার মনে হয় এডমিন সাহেবের মাথায় একটু সিট আছে :p

Level 0

Kireh Mamu ! sirunam deika tu Toilet theika dudaiya aslam!

Level 2

valoi to