কিউবী এবং বাংলালায়ন এর সুবিধা নিবেন, নাকি এক ঢিলে দুই পাখির সুবিধা নিবেন?

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
  • বাংলাদেশে নেট এর যা অবস্থা মিনিটের কাজ ঘন্টায় শেষ হয়।আর কত কম্পানির কত অফার।বাংলাদশে সরকারি ভাবে যে নেট লাইন ও ফোন-এ যে সকল সুবিধা আমারা না জেনে ও না পেয়ে মিস করি। কিন্তু এখন হয়তো আর না।এবার দেখুন কি ভাবে ।টেলিফোন ও ব্রোডব্যান্ড ইন্টারনেট লাইন একসাথে  অনেক ভালো সুবিধা পাবেন যদি আপনি একটু জানার চেষ্টা করেন।

টেলিফোন-সংযোগ রেট

Sl 

Area

 

Connection Charge

 

Security Deposit Total 
1Dhaka Multi-Exchange+ Narayanganj proper + Gazipur properTk 1000Tk 1000Tk 2000
2Chittagong Multi-Exchange Tk 500Tk 500Tk 1000
3Other Districts, Zilla, Upazilla and Growth CentresTk 300Tk 300Tk 600

 কলরেট-

বিটিসিএল টু বিটিসিএল (Local/ Nationwide) ------------------------------  Tk. 0.30 /min

বিটিসিএল to অন্য-অপারেটর Landphone (PSTN)/Cellphone --------- Tk. 0.65 /min

মাসে লাইন রেট-

Dhaka Multi-Exchange------(Monthly Free Call  50 unit)--- Tk. 80

Zilla-----------------------------------------------------------------------   Tk. 70

Upazilla ------------------------------------------------------------------  Tk. 50

 

ব্রোডব্যান্ড ইন্টারনেট লাইন

Volume Based Package

Package                           Maximum Speed               Data Limit/Time                   Limit Charge

Standard                                    512K                                 5GB                                 Tk. 500 /Month


24 hour Unlimited Package

Package                           Maximum Speed              Data Limit/Time                  Limit Charge

BCube Infinity-128                  128K                         Unlimited                               Tk. 450 /Month

BCube Infinity-256                  256K                        Unlimited                               Tk. 750 /Month

BCube Infinity-512                  512K                         Unlimited                              Tk. 1150 /Month

BCube Infinity-1024                 1M                            Unlimited                              Tk. 2000 /Month

  • রেজীস্ট্রেশন চার্জ-: Tk 100
  • সেটাপ ও কনফিগারএশন- বিটিসিএল: Tk 300
  • আপগ্রেড চার্জ: Nil, ডাউগ্রেনড চার্জ: Tk 150, শিফটইং চার্জ: Tk 150
  • Subscribers have to purchase ADSL modem with splitter and router from market (available at Tk 2000-6000)

আরো-সুবিধা জানতে- ক্লিক করুন

এখন আপনি মনে করেন আপনার কাছে জিনিসটা ভালো লেগেছে এখন কিভাবে সংযোগ-পাবেন তা হলে নিচে নিয়মটা ফলো করেন

১-এপ্লিকেশন ফরম-ক্লিক করুন

২-ভোটার আইডি

৩-কারেন্ট/গ্যাস বিলের কপি

৪-পাসপর্টোট সাইজের ছবি-কপি

৫-১টি বায়োডাটা

হেডঅফিস:-

Telejogajog Bhaban, 37/E, Eskaton Garden, BTCL, Dhaka

Phone: 8314263, 01818088300

Email: [email protected]

বিস্তারিত-ঠিকানা:-ক্লিক করুন


বোনাস সুবিধা-

আপনি যদি ব্রোডব্যান্ড ইন্টারনেট লাইন সংযোগ নিয়ে থাকেন তাহলে প্রোকসি দিয়ে অনেক পিসি সংযোগ করতে পারেন।হয় তো বলবেন প্রতিটি নেট কানেকশন ব্লোক করে রাখা হয়।কিন্তু- না, আপনি প্রোকসি দিয়ে একাদিক পিসি কাজে লাগাতে পারবেন।নিচে নিয়মটা দেখুন:

কম্পিউটার কানেক্ট ও আইপি সেট করা:

এখানে দুইটি পিসির নাম দেওয়া হল A(আপনারটা)  ও B(বাড়তি) নামে।এখন আপনাকে ২ টা ল্যান কার্ড ও একটি ক্রস ক্যাবেল  দিয়ে পিসি দুইটাকে কানেক্ট করতে হবে।

আইপি –কনফিগার দিন:

  • A-আইপি দিন: 192.168.5.1 সাবনেট: 255.255.255.0
  • B-আইপি দিন: 192.168.5.2 সাবনেট: 255.255.255.0
  • বেশি  পিসি যুক্ত করতে চাইলে আইপির শেষের ডিজিট টা পাল্টে দিন।

কম্পিউটার কনফিগার সেটাপ-AB:

A-কম্পিউটার:-

  • A-কম্পিউটারে ছোট একটি সফওয়্যার দিয়ে কাজ করুন-PROXY SERVER ANALOGX PROXY SERVER ডাউনলোড করুন- proxyi.তারপর টুলটি সেটাপ করে রান করুন।

B-কম্পিউটার;-

  • B-কম্পিউটারে ব্রাউজার ওপেন করে কনফিগ করুন।প্রত্যেক অয়েব ব্রাউজের একই নিয়ম।কিন্ত, মজিলা সবার থেকে ভালো তাই মজিলা দিলাম।
  • মজিলা ফায়ারফক্সে-Tools এ গিয়ে Option কমান্ড দিন।তারপর Advance ট্যাবে গিয়ে Network এ ক্লিক করুন।Settings বাটনে ক্লিক করে A-192.168.5.2 Prot:6588

আপনাদের সুবিধার্থে বিভক্ত করেছি.
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন ও হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....

*‘মাহে-রমজান ‘সঠিক ভাবে রোযা রাখার নিয়ম ?আশুন সঠিক ভাবে জেনে নেই?

 *নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

*একজন সাহসী মানুষ-যার জীবনযাপন ও চলাফেরার মধ্যে আমরা খুঁজে পাই আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত পথের স্পষ্ট ছাপ।?

 

Level 2

আমি নির্জন আলো BD(Eshcun)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 176 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউনার ভাই , কিছু আপডেট সহ দারুন একটি টিক্স শেয়ার করার জন্যে……..

Level 0

Classic Tune, onekdin pore dekhlam apnar tune, ar eshei bajimat. bhalo thakben bro

    @learner:
    ধন্যবাদ।আমি পাশেই আছি,একটু বেশি বিজি।

Level 0

ভাই আমি আগে এর লাইন ব্যাবহার করতাম। কিন্তু এদের লাইন ২ দিন ঠিক থাকে তো ৫ দিন থাকেনা। এর চে একটু টাকা বেশি দিয়ে অন্য লাইন ব্যাবহার করা অনেক ভালো । কারন যখন আপনার নেট এর লাইন এর দরকার তখন যদি লাইন না থাকে তখন যে কেমন লাগে তা আমি খুবি ভালো করে জানি।

    @hasibur: ধন্যবাদ।সব কিছু-ই শুরতে প্রবলেম হয়।একসময় তা হয়তো থাকবে না।সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাসালা বিটিসিএল কে যে চাপ দিছে,হয়তো একটু সময় লাগবে।কারন তারা এখন ৬৬ টি জেলায় ব্রোডব্যান্ড ইন্টারনেট লাইন খুব দ্রুত টানছে।২- টা প্রোগ্রাম ২০১১তে সরকার করে ফেলেছে।৩-জি নিয়ে বিটিসিএল যে চাপ পড়েছে আশারাখি সময় তা বলে দেবে।

কিছু তথ্য জানতে পারলাম। ধন্যবাদ

1mb line e download speed koto ??

ধন্যবাদ

সুন্দর। দেশী পণ্য কিনে হোন ধন্য! 🙂

    @নেট মাস্টার: ধন্যবাদ।আইটি জগতে সবাই এগিয়ে আসলে আমদের সুযোগ-সুবিধা বেশি হবে এই দেশে।

    @নেট মাস্টার:
    ধন্যবাদ।আইটি জগতে সবাই এগিয়ে আসলে আমদের সুযোগ-সুবিধা বেশি হবে এই দেশে।

Level 0

৩টি আনলিমিটেড প্যাকেজে কি ফেয়ার ইউজেজ পলিসি আছে ? এর জন্য আলাদা মোডেম কিনতে হবে না ? মোডেমের দাম কত ?

    @nil cactus:
    ধন্যবাদ।আপনার ইচ্ছা অনুযাই যে প্যাকেজ ভালো লাগে সে অনু যাই ব্যবহার করুন।মডেম এর দাম-২,০০০ থেকে ৬,০০০ টাকা।

ভাই আমার BTCL লাইন আসে। কিন্তু দুই সপ্তাহ হোল লাইন নষ্ট হয়েছে , কবে ঠিক হবে জানিনা।
এই লাইন দিয়া কিভাবে ইন্টারনেট ব্যবহার ভাই।

    @ফুয়াদ:
    আপনি প্রথমে আপনার বিটিসিএল লাইনের শেষের মাসের বিলের কপি একসাথ করে,এই ফোন নাম্বারে কল করে- কোথায় যেতে হবে তা জেনে নিবেন।Phone: 8314263, 01818088300
    রেজীস্ট্রেশন চার্জ-: Tk 100
    সেটাপ ও কনফিগারএশন- বিটিসিএল: Tk 300

      @NirzonAlobd: BTCL লাইন নষ্ট হলে টিক হতে অনেক সময় লাগে।

      @NirzonAlobd:
      ধন্যবাদ।যাদি লাইন কাটা পড়ে তাহলে ৭২ ঘন্টা।আর লাইনে ইস্পীড কম বা নেই,যে কোন সম্যসা হলে ওয়েব মাস্টার কে কল করলে সব ডান।আগে তো ঘুস খাই-হুস হারই তো।আর এখন সব ডিজিটাল ।তার পরেও বুজেন-ই তো।

Level 0

ভাল লাগল.

    @Asif kadir:
    ধন্যবাদ। কাজে লাগান তাহলে দেশ অর্থনীতিতে লাগভ হবে।

Level 0

b.baria te ki dhakar moto speed pawa jabe?

    @foundamil:
    ধন্যবাদ।অব্যশই ইস্পীড পাবেন।কারন ব্রোডব্যান্ড ইন্টারনেট লাইনএ বিভিন্ন কেটাগরিতে লাইন ভাগ করা থাকে। তাই ইস্পীড নিয়ে ভয় নেই।

Thank your for good post in techtunes. hope you will wirte more post like this post.

একটা সমস্যা আছে।টেলিফোন এক্সচেঞ্জ যদি বাসা থেকে দূরে হয় তাহলে খবর আছে।যেমন আমি থাকি মানিক নগর এ।কিন্তু আমাদের এক্সচেঞ্জ মুগদা তে।তাই আমাদের এখানে স্পীড কম।আবার যারা মুগদায় আছে তারা ভালো স্পীড পাবে।

আমাদের সুবিধা একটাই।সেটা হলো কানেকশন এর খাম্বা বাসার পাশে।

আমি ব্রডব্যান্ড এবং বাংলালায়ন চালাই।ব্রডব্যান্ড এর লাইন ফাইবার অপটিক থেকে।তাই কানেকশন খুব একটা যায়না।স্পীড ভালো পাই।

আপনার টিউন টি খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ।কিন্তু শব্দ বানানের প্রতি একটু নজর দিবেন।

ভাই আপনার সাথে কথা ছিল আমার email ([email protected]) একটু নক করবেন কি বা আপনার ইমেল ADDRESS টা দিবেন কি ?আপনার টিউন টি খুব সুন্দর হয়েছে ধন্যবাদ.

    @ইরান:
    ধন্যবাদ।পাশে থাকার জন্য।আসলে আমি কিছু সময় নেটে বসি। পড়াশুনা ও নিজেদের কাজে ব্যস্তো।কিছু জানার থাকলে এখানে নক করেন।

আপনার টিউন টি খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ

Level 0

আমার এই মুহূর্তে এটা খুবি দরকার ছিল ভাই । অসংখ্য ধন্যবাদ

Level 0

Vai total ekta upozila sohore notun line niye laptop e ekmash chalano porjonto koto khoroch hobe, r koidin lagbe????? pls janan. r video chat KORAR jonno Koto speed niley sobi valovabe dekha jabe??? monthly unlimited internet nitey Koto taka kore ditey hobe?? jamanot er jonne Koto? ami issa korle je kono somoi ki eta theke line cut off korte parbo???? jodi keo bistarito detail e janan, borroi kritartho hoi. thanks with emergency

    @orparony:
    ধন্যবাদ।পাশে থাকার জন্য।ভাই ১ মাসে লাইন টেনে লাভ কি?যাই হোক,ফোন ও নেট লাই সহ আপনার খরচ হবে-
    Upazilla –
    *Connection Charge-৩০০
    *Security Deposit ৩০০
    ব্রোডব্যান্ড ইন্টারনেট লাইন সংযোগ
    *রেজীস্ট্রেশন চার্জ-: Tk 100
    *সেটাপ ও কনফিগারএশন- বিটিসিএল: Tk 300
    *মডেম-ADSL modem2000
    মোট=৩,০০০ হাজার টাকা।
    *অফিসিয়ালি যদি ১ মাসের বিল চায় সেটা আপনার প্যাকেজ অনুযাই টাকা যোগ হবে ৩,০০০ হাজার টাকার সাথে।আর লাইন নেওয়ার পরে,যদি আপগ্রেড করতে চান,সেটা ফ্রী।আর লোকেশন পাল্টা তে চাইলে ডাউগ্রেনড চার্জ: Tk 150, শিফটইং চার্জ: Tk 150 বিল দিতে হবে।আর ভিডিও চ্যাট করার ৫৫৬ কেবিপিএস,আশা রাখি ভালো থাকবেন-যদি আরো কিছু জানতে চান তাহলে
    *হেডঅফিস:-
    Telejogajog Bhaban, 37/E, Eskaton Garden, BTCL, Dhaka
    Phone: 8314263, 01818088300

Bhai,amr frnd TP link TD-8840T modem baire theke kine BTCL internet nibe.baire theke modem kinle 512kbps unlimited nite btcl cost koto nibe?cable ki BTCL dibe?amra aro dui frnd or pasher building theki.. oi line ta share korte chai.ejonno ki korte hobe?baki duijon pc kivabe connect kore same line use korbo?external LAN Card lagbe?different website dekhlam… Okhane likhse 8port er SWITCH lagbe.emnite TP link er modem e 4ta port ache.ektu details janaile valo hoy j pasher building e kivabe line tanbo?r ki dhoroner cable lagbe line tanar neyar jonno..??
you can also mail me @ [email protected]

    @a. s. m. kamran pias:

    ধন্যবাদ।
    টিএনটি লাইন সংযোগ নিতে হবে-২০০০টাকা।২০০০-৬০০০ মডেম এর দাম।এবং
    512K Unlimited Tk. 1150 /Month-তাদের ঠিকানা যদি কিছু জানার থাকে।
    Telejogajog Bhaban, 37/E, Eskaton Garden, BTCL, Dhaka
    Phone: 8314263, 01818088300
    Email: [email protected]

    *আপনারা যেহেতু ২ টা পিসি উস করবেন তাতে একটু জামেলা হবে।কারন আপনাদের টিএনটি তার এর মাধ্যমে কানেকশন দেওয়া হবে।অতএব,যদি লাইন শেয়ার করতে চান তাহলে লাইনটা বাসা টু বাসা পাস হবে এবং পিসিতে আইপি নাম্বার একটির যায়গায় ২টা দেখাবে।তাই টিউনে আমি যে বোনাস একটা সুবিধা দেখিয়েছি সেটা একবার ট্রাই করে দেখতে পারেন।এবং আপনি যদি ইন্টারনেটের তার কিনেন তাহলে আপনার খরচ ৭০০ বাড়বে,যেহেতু পাশে বাড়ি।আপনি টিপলিং দিয়ে কাজে লাগাতে পারেন তবে উস জানতে হবে,আর ২টি ল্যান্ড কাড তো লাগবেই।এক্সট্রানাল টা ভালো।কিন্তু,আপনার তো খরচ বাড়বে।

email er dekhi underscore show korchena.. pias ebong du duitar por ee underscore achhe..