আপনার ইন্টারনেটের নিরাপত্তা বাড়িয়ে নিন

আমরা অনেকেই ইন্টারনেট একপ্লোরার ব্যবহারর করে থাকি শুধুমাত্র সিকিউরিটির জন্য । কিন্তু এটা আমার মনে হয় সবচেয়ে স্লো ব্রাউজার । আমরা যারা নেট চালাই তাদের একটা ভয় সব সময়ই থাকে সেটা হল ভাইরাস এবং মেলওয়ার । কিন্তু আমরা কি জেনে কেউ মেলওয়ার বা ভাইরাস যুক্ত সাইটে প্রবেশ করব , কখনই না । তাই মজিলার একটি এড অন এবং Avg Link Scanner সবচেয়ে ভাল । এগুলো সাইটের লিংক গুলো দ্রুত স্ক্যান করে আপনাকে অবগত করবে যে ওই সাইটে ভাইরাস আছে কি না । এতে আপনি সাবধান হতে পারবেন এবং ভাইরাস হতে দূরে থাকতে পারবেন ।

এই রকম একটি হল এভিজি লিংক স্ক্যানার যেটা এভিজি এন্টিভাইরাসের সাথে ফ্রি দেয়া থাকে । কিন্তু এখন আপনি যে কোন এন্টিভাইরাসের সাথে এটা চালাতে পারবেন ।

a
d

সফটওয়ারটি মাত্র ১৫ মেগাবাইটের কিন্তু কাজ খুব চমতকার । এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর যারা Xp সার্ভিস প্যাক ২ ব্যবহার করেন তাদের জন্য এটা সাপোর্ট করবে না ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

thanx

    মনে হয় টেকটিউনসের সমস্যা নইলে আমি পিকচার গুলো দেখতে পারছি না কেন ?????????????

“আর যারা Xp সার্ভিস প্যাক ২ ব্যবহার করেন তাদের জন্য এটা সাপোর্ট করবে না । “……………………………………………………………….
আমি Xp সার্ভিস প্যাক ২ ব্যবহার করি ।
তাই এই রকম সিকিউরিটি হতে বঞ্চিত থাকতে হবে নাকি অন্য কোন পন্থা আছে ?