পুরো ৮৪০০ টাকার প্রিমিয়াম একাউন্ট ফ্রিতে – কিছুক্ষণ পরেই শেষ

আপডেট: অফরাটি শেষ।

ফাইল হোস্টিং সার্ভিস File Savr এ  কোন একাউন্টে তৈরি না করে এমনিতে ১০ গিগা বাইট পর্যন্ত ফ্রি ফাইল রাখা যায়। কিন্তু নিজের ফাইল ম্যানেজ করতে আপনাকে এর প্রিমিয়াম গোল্ড একাউন্ট কিনতে হবে যার জন্য আপনাকে মাসে ৫ থেকে ১০ ডলার পর্যন্ত পে করতে হবে।

filesavr1.jpg

আর এখন File Savr এর প্রিমিয়ার একাউন্ট আপনি পেতে পারেন একদম ফ্রি। আর এই অফরটি আর কিছুক্ষনের মধ্যই ( GMT সময় ১৫ সেপ্টম্বরের মধ্যই ) শেষ হয়ে যাবে। File Savr পুরো গোল্ড একাউন্ট দিচ্ছে যার মূল্য মাসে ১০ ডলার / বছরে ১২০ ডলার। বাংলাদেশ টাকায় পুরো ৮৪০০ টাকা। আর জায়গা পাচ্ছেন ২৫০ গিগা!

এক ফোটাও সময় নষ্ট না করে এখনই লুফে নিন সময় চলে যাওয়ার আগে।

Level 4

আমি শফিউল আজম। Chief Software Architect, Interactive Inc., New Work। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 425 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 46 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট ঘুরে বেড়ানোই আমার কাজ। আমি ইন্টারনেট খাই, ইন্টারনেটে থাকি, ইন্টারনেটে ঘুমাই আর ইন্টারনেটই স্বপ্ন দেখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সেহেরির সময় খাওয়ার মত একটা ভালো জিনিস দিছেন শফিউল ভাই। ধন্যবাদ।

আপনার অসাধারন এ tune টির জন্য অনেক অনেক ধন্যবাদ।

আমি পেয়ে গেছি। ধন্যবাদ শফিউল ভাই।

ওহ! না আ আ আ আ আ আ আ আ আ আ আ! এত বড় অফার মিস করলাম?

শফিউল ভাই, আপনের চেয়ে দুই কদম আগাই আছি।

হ্যা হ্যা ঈদের শুভেচ্ছা জানাইলাম আপানারে!

মানে কী রিন ভাই? কী ভাবে 2 কদম এগিয়ে?