এগুলো বিজ্ঞানের আশির্বাদ না অভিশাপ ?

বিজ্ঞান ছাড়া পৃথিবীর বিকাশ সম্ভব যেমন তেমনি এর অপব্যবহারও হচ্ছে । যা বর্তমানে মানুষের প্রাননাষের কারন হয়ে দাড়িয়েছে । প্রত্যেকটা জিনিষেরই ভাল মন্দ দুটো দিক থাকে । সেটাকে যে যেভাবে ব্যবহার করে । কিন্তু তাই বলে বিজ্ঞানের দোষ দিয়ে লাভ নেই । প্রত্যেকটা জিনিষই প্রথমত তৈরি হয় মানব কল্যানের জন্য কিন্তু পরে তা ব্যবহৃত হয় মানুষের জীবন নাশের জন্য । আজ কিছু অস্ত্র আপনাদের সামনে তুলে ধরব যা বর্তমানে কিছু মানষের কাছে মৃত্যুর কারন হয়ে দাড়িয়েছে ।

বর্তমানে ইসরাইলের ব্যবহৃত কিছু অস্ত্রঃ

M113 Section

Sherman Section

Magach Section
মানুষ্য বিহীন বিমানঃ

Aeronautics Defence Systems

IAI (Malat) UAV

Top I Vision UAV

কিছু শক্তিশালী অস্ত্রঃ


Galil


Tavor


SA Vz. 58


Desert Eagle

Jericho

Barak


GALAT'Z


Dror


Negev


Uzi

Standard Uzi

Mini Uzi

Uzi PistolMicro Uzi

Hizbullah's Weapon

Anti Tank mine

Israel Missile

হাসানোর জন্যই এই ছবিটি দেয়া ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার মতে আহমাদেনিজাদ খুবই সম্মানিত একজন ব্যক্তি।
বিশ্বের সব মুসলিম দেশ যেখানে চুপচাপ বসে আছে, সেখানে তিনিই মুসলিম বিশ্বের একমাত্র প্রতিনিধি যিনি একাই বিধর্মীদের বিরুদ্ধে লড়ে চলেছেন।
এ জায়গায় বুশকে হয়তো মানাতো, যে কিনা অস্ত্র নিয়ে খেলতে পছন্দ করত। কিন্তু আহমাদেনিজাদ ?????
ভাই আমি মোটেও হাসতে পারলাম না।

    TareqMahbub ভাই আমি ও তাকে খুব পছন্দ করি কিন্তু কার্টুন তো কার্টুনই তাই না ।

    এটাকে এভাবে নিন । যে তিনি বোমটিকে থামাতে চাচেছন ।

বিজ্ঞানের আবিষ্কারগুলোর ব্যবহারের উপর নির্ভর করে
“এগুলো বিজ্ঞানের আশির্বাদ নাকি অভিশাপ ”
তবে বেশীরভাগ ক্ষেত্রে সর্বশেষে এগুলো অভিশাপে রূপ নেয় ।

“বিজ্ঞান ছাড়া পৃথিবীর বিকাশ সম্ভব যেমন তেমনি এর অপব্যবহারও হচ্ছে”—- এই বাক্যটি নিম্নরূপ হবে
বিজ্ঞান ছাড়া পৃথিবীর বিকাশ অসম্ভব যেমন,
তেমনি এর অপব্যবহারও হচ্ছে ।

——————- ধন্যবাদ————————-

অভিশাপ