৭৫০০০ এরও বেশী সফটওয়ারের সিরিয়াল এখন আপনার হাতের মুঠোয়

আমাদের সফটওয়ার ছাড়া কম্পিউটার চালাতে পারি না । তাই নানা সময় নানা সফটওয়ার ডাউনলোড করতে হয় । কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার আমরা কেউই জেনুইন সফটওয়ার ব্যভহার করি না । ব্যবহার করি পাইরেটস সফটওয়ার। কিন্তু এই সব সফটওয়ার ব্যভহার করতেও আমাদের সরিয়াল কে - এর প্রয়োজন হয় । এই সব সিরিয়াল বের করার উপায় নিয়ে আমি কয়েকবার এর আগেও টিউন করেছিলাম । আজও এই রকম একটি উপায় নিয়ে টিউন করতে বসলাম ।কারন আমরা সবার তো আর এক সফটওয়ার ব্যবহার করি না । তাই কারও না কারও উপকারে আসবে বলে আমি মনে করি । এটি একটি সফটওয়ারের কারুকাজ যার মধ্যে ৭৫০০০ এরও বেশী সফটওয়ারের সিরিয়াল লুকায়িত । আমরা অনেকেই এগুলো কালেকশন করতে পারি না একসাথে । তাই একটি সফটওয়ারের মাধ্যমেই আপনি ৭৫০০০ এরও বেশী সিরিয়াল এখন থেকে থাকবে আপনার হাতের মুঠোয় । আর এই রকম আরও ১ লক্ষের ও বেশী সফটওয়ারের সিরিয়াল ডাউনলোড করতে পারবেন এখান থেকে ।

এখান থেকে সফটওয়ারটি ফ্রি ডাউনলোড করতে পারবেন । দেখুন আপনার কাজে আসে কি না । যদি আসে তাহলেই এই সফটওয়ার এবং এই টিউনটির সার্থকতা । আর এটি লক করা থাকবে এটির পাসওয়ার্ড সাথেই দেয়া থাকবে তবুও যাতে সবার বুঝতে সুবিধা হয় সেজন্য আনলক করার পাসওয়ার্্ডটি আমি দিয়ে দিলাম । তা হল Kostolomac.TK

অক্সফোর্ড ডিকশনারি ১১তম ভার্সনঃ

ইংরেজী যেহেতু আমাদের মায়ের ভাষা না তাই এটি ব্যবহার করতে আমাদের ডিকশনারি ব্যবহার করতে হয় । আর এজন্য অক্সফোর্ড ডিকশনারি এর ১১তম ভার্সন বের করেছে । যা আপনাকে কোন ইনস্টল করতে হবে না । এতে আপনি মোট ৬৫৭৯৫ টি ওয়ার্ড সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন । যা একজন শিক্ষার্থীর খুব উপকারে আসবে । আশা করি পোর্টেবল ডিকশনারি টি আপনাদের ভাল লাগবে আর এই পোর্টেবল ডিকশনারিটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।

সকলকে ধন্যবাদ কষ্ট করে আমার এই ক্ষুদ্র টিউনটি পড়ার জন্য । আশা করি আমার টিউনগুলো আপনাদের সকলেরই উপকারে আসে ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখন সব কিছুই ফ্রী ……ওহ thanks হাসিব

এত সফটওয়্যার দিয়ে কি করব ???হাসিব মিয়া

Thanks.ami ager akta tune a software serial je link ta disilen r abar jeta size dui ta ri ak.aki jinish abar dilen naki?ata ki korlen rs link keno muti upload kothai?

    cool.dx.rip ভাই আপনার ভুল হচ্ছে কেননা আগের সফটওয়ারটি লিখেছিলাম ক্র্যাক নিয়ে কিন্তু এটি সরাসরি সিরিয়াল । বুঝতেই পারছেন আর রেপিডশেয়ারে কিছুক্ষনের জন্য ছিল এখন মাল্টিআপলোডে আপলোড করে দিয়েছি । ২ টা সফটওয়ারের সাথে পার্থক্য পাবেন আকাশ পাতাল । ধন্যবাদ মন্তব্য করার জন্য

পোর্টেবল ডিকশনারিটি খুবই ভালো লেগেছে ।
হাতের মুঠোয় এতো সিরিয়াল!!
মুঠ বন্ধ করে রাখতে হবে নাকি ? (হা..হা..হা…)

————ধন্যবাদ————

Level 2

hasib bai jodio soft ar kaj ami temon besi bujina tobe…dictonary tar jonno……………………… 1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ….donnobadh

Level 2

hasib bai doya kore…..amake..(Mythology dictionary) ta…..amar email othoba techtunes a tune korle khusi hobo bai.Amar email ..( [email protected] )

KOTHAY INSTALL HOCHCHE..BUJHTE PARCHHI NA.
Thanks.

    আপনি আপনার ইনস্টল করা সফটওয়ারটি স্টার্ট মেনুতে পাবেন ।

হাসিব ভাই সাহায্য চাই। সিরিয়াল এর সফটওয়ার জিপ ফাইল আকারে নামে আর আমি জিপ ফাইল ওরিজিনাল করতে পারি না কি করব Photo Instrument-এই সফটওয়ারের সিরিয়াল কি লাগবে। দয়া করে মেইল করেন [email protected]

    সিয়ন ভাই আপনি আমার এই টিউনটাতে Photo Instrument – এর সফটওয়ার এবং সিরিয়াল ডাউনলোড করতে পারবেন । https://www.techtunes.io/internet/tune-id/11727/ এই টিউনের নিচে দেখেন । ধন্যবাদ………

হাসিব says:
১ নভেম্বর, ২০০৯ at 8:22 পুর্বাহ্ন

আপনি আপনার ইনস্টল করা সফটওয়ারটি স্টার্ট মেনুতে পাবেন ।

Thanks for the reply. kintu Ki name achhe / thakbe ?

হাসিব says:
১ নভেম্বর, ২০০৯ at 8:22 পুর্বাহ্ন

আপনি আপনার ইনস্টল করা সফটওয়ারটি স্টার্ট মেনুতে পাবেন ।

Thanks for the reply. kintu Ki name achhe / thakbe ? Amar VISTA…
Please mail me the soft. : [email protected]

hasib bai usb disk security aar seriak paoa jabe to

হাসিব ভাই আমি র‌্যাপিড শেয়ার থেকে কখনো ভাল ভাবে ডাওনলোড করতে পারি নাই ১টি ফাইল ও।যদি সাহায্য করতেন অনেক উপকার হত আমার।

    আপনি যদি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে হয়ত আমি আপনাকে সাহায্য করতে পারব। আপনি https://www.techtunes.io/internet/tune-id/15186/ টিউনটি পড়ুন। আশা করি আপনার কাজে লাগবে।

THANK U……….U…………..U………….U.

ভাই মিডিয়া ফায়ারে আপলোড করবেন কী?

ভাই ডিকশনারীটা 4Shared এ দিলে ভালো হয়। আমার অফিস থেকে আবার অন্য কোথাও 4Shared ছাড়া ঢুকা যায় না।