নিজেই তৈরি করে ফেলুন পোর্টেবল সফটওয়ার

প্রথমেই বলে নিচ্ছি আমি এই সম্পর্কে একটি বাংলা ব্লগে জানতে পেরেছিলাম । এবং টেকটিউনসে এই টিউনটা পুরোটাই ওই ব্লগ থেকে কপি পেস্ট করা হয়েছিল । তাই আমি নিজেও এর বিরোধিতা করেছিলাম । কিন্তু আজকে যখন সাহায্য চাইছে তাই টিউনটি না করে পারলাম না । আশা করি সবাই এটি শুভদৃষ্টিতে দেখবেন । যদি কারও কোন প্র্রকার সমস্যা হয় টিউনটিতে তাহলে টেকটিউনস কর্তৃপক্ষ টিউনটিকে পেন্ডিং করার অধিকার সংরক্ষন করে ।

প্রথমেই আপনাকে এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে হবে । আপনাদের জন্য এটি পের্টেবল করাই দিলাম । সফটওয়ারটি জিপ অবস্থায় ১৭.১১ মেগাবাইটে থাকবে কিন্তু আনজিপ করলে প্রায় ৬৫.১ মেগাবাইট হবে । এরপর আপনি আনজিপ করুন । ফোল্ডারটি আনজিপ করলে নিচের ছবির মত একটি আইকন দেখতে পাবেন ।ওটাই ক্লিক করুন ।

এখন শুধুমাত্র Next চাপুন । নিচের ছবির মত যখন আসবে তখন Usb Flash / Portable Media ( sorted in directory with appl ) এই লেখাটায় ক্লিক করুন ।

এরপর যখন নিচের ছবির মত আসবে তখন আপনি আপনার ইনস্টল করা সফটওয়ারটির ফোল্ডারটি দেখিয়ে দিন প্রোগ্রাম ফাইল থেকে ।

ব্যাস এবার অপেক্ষা করুন শেষ না হওয়া পর্যন্ত । শেষ হলে সফটওয়ারটি ক্লোজ করে দিন । তবে প্রোগ্রাম ফাইল থেকে পোর্টেবল সফটওয়ারটি কপি করে আপনার পছন্দ মত ড্রাইভে রাখুন । এবং এখন আপনি চাইলে ইনস্টল করা সফটওয়ারটি control Panel থেকে রিমুভ করে দিতে পারেন । আশা করি এখন পোর্টেবল সফটওয়ার আপনি নিজেই তৈরি করতে পারবেন । সকলকে ধন্যবাদ................

এই টিউনটি একইসাথে আমার নিজস্ব সাইটে প্রকাশিত

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ হাসিব ভাই , সফটওয়ার পোর্টেবল কিভাবে করা যায় ভাবছিলাম আপনার টিউনটা পেয়ে সমস্যাটা সমাধান হল ।

Rapid action battalion (RAB)

    সাবটাইটেল মামুন ভাই প্রথম কথাটুকু না হয় মানলাম কিন্তু আমার তো কোন ব্যটেলিয়ন নাই । আপনে না হয় যোগদান করেন ।

ThanQ হাসিব ভাই….

Thinstall Setup Capture – Version 3.387 তো মাত্র ৪.৭১ মেগাবাইট ।

ডাউনলোড লিংক:
http://depositfiles.com/en/files/5458998
softwareটি ডাউনলোড করে , একে Extract করে সেটআপ দিতে হয়।

—————-@ ধন্যবাদ @———————

    আসলে রুহুল ভাই আমিও মেইন সফটওয়ারটি দিতে পারতাম কিন্তু সবাই পোর্টেবল তৈরি করবে যে সফটওয়ারটি দিয়ে সেটাই যদি ইনস্টল দিতে হয় তাহলে কেমন দেখা যায় বলুনতো তাই পোর্টেবল করেই দিলাম । ধন্যবাদ রুহুল ভাই………..

হা্সিব একটা জটিল জিনিস দিসো। কি আর বলবো আর কত ধন্যবাদ দি্ব? ভাল থাইকো।

Level 0

ধন্যবাদ ভাই।

কিন্তু সমস্যা হলো সব সফটওয়্যার কোনক্রমেই পোর্টেবল করা সম্ভব নয়। যেসব সফটওয়্যার সিস্টেমে ফাইল কপি করে অথবা রেজিষ্ট্রিতে কোন এন্ট্রি করে সেগুলো কোনক্রমেই পোর্টেবল করা সম্ভব নয়। কারণ এই কপি বা রেজিষ্ট্রি এন্ট্রি শুধুমাত্র ভেন্ডর ইনষ্টলার দ্বারাই করা সম্ভব। ধরুন কোন একটা কাষ্টমাইজ ডাটাবেইজ সফটওয়্যারের কথা। আশা করি এর সীমাবদ্ধতাও বুঝতে পারছেন। আরও বড় কথা হচ্ছে কোন সফটওয়্যারটিকে পোর্টেবল করা যাবে তাও আগে থেকে বোঝা সম্ভব নয়।

তারপরও ছোটখাট সফটওয়্যারকে পোর্টেবল করা যাবে বলে আশা করি। এজন্য এটি বেশ কাজে দেবে।

    কামরুল ইসলাম রুবেল ভাই আপনি ঠিকই বলেছেন অনেক সফটওয়ারই আছে যেগুলোর পোর্টেবল ভার্সন তৈরি করা যায় না । তবে আমরা সাধারনত ওইরকম সফটওয়ার খুবই কম ব্যবহার করি । তাই আশা করি অনেক সফটওয়ার কেই পোর্টেবল ভার্সন তৈরি করা যাবে । আমি নিজেও অনেক গুলো পোর্টেবল সফটওয়ার তৈরি করেছি এখন পর্যন্ত এই রকম সমস্যার মুখোমুখি হই নি ।

Photoshop এর মত বড় সফটওয়্যারকে আমি পোর্টেবল তৈরী করে ব্যবহার করছি ।
কোন সমস্যা হচ্ছে না ।

চেষ্টা করে দেখি!!

হাসিব ভাইকে অসংখ্য ধন্যবাদ দারুন একটি টিউনের জন্য। আমি অবশ্য আপনাদের এখানে নতুন।

Many many thanks Hasib Vaia. Apnar Email Id ta deo jabe? my id [email protected]

Thank you

Level 0

ধন্যবাদ । খুবই সুন্দর টিউন ।

http://www.KnowForLife.com

এই ওয়েব সাইটটি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম ওয়েব সাইট। যা বাংলাদেশের সকল নাগরিকের-ই কাজে আসবে । এখন থেকে আপনাকে আর অন্য কোন ওয়েব সাইট এর নাম মনে না রাখলেও চলবে । শুধু এই ওয়েব সাইটটির নাম মনে রাখুন,
নিজে ভিজিট করুন ,অন্যকে ভিজিট করতে বলুন,
———– ধন্যবাদ ———–

দারুন জিনিষ!!

ঠ্যং Q ভাইয়া……

ভাই ডাউনলোড লিংখ ওপেন হয় না। পারলে মিডিয়াফায়ার লিংক দেন।