অনলাইনেই ইংরেজী শেখা আর ইংরেজীকে আরো নিখুত এবং ধারালো করার দারুন এক সুযোগ + আরো দুটি হট নিউজ

অনলাইনেই ইংরেজী শেখা আর আমাদের ইংরেজী জ্ঞানকে আরো নিখুত এবং ধারালো করার দারুন এক সুযোগ তৈরী করে দিল বিবিসি। তাদের নতুন সাইট বিবিসি জানালা দিচ্ছে চমৎকার এই সুযোগ। "আনন্দ নিয়ে সহজে ইংরেজি শিখুন" শ্লোগানের এই সাইটে কি কি পাওয়া যাবে আসুন এক নজের দেখে নেইঃ

untitled

  • এই সাইটে কথোপকথনের জন্য ইংরেজি নামে একটি বিভাগ যেখানে ইংরেজীতে কথা, গল্প-গুজব এর উপর বেশ কিছু টিউটোরিয়াল পাওয়া যাবে।
  • রয়েছে উচ্চারণ নামে একটি বিভাগ যেকান থেকে ইংরেজী উচ্চারনের উপর বিস্তর জ্ঞান লাভ করা যাবে।
  • আরো আছে শব্দজ্ঞান ও পাঠ নামে একটি বিভাগ যেখানে ইংরেজী Vocabulary সম্বন্ধে জানা যাবে।
  • তারপর কাজের জন্য ইংরেজী এবং এর ব্যাবহারিক প্রক্রিয়ার মাধ্যমে বোঝানোর জন্য রয়েছে রিংকুর ভুবন নামে একটা বিভাগ।
  • প্রতিটি বিভাগে রয়েছে আবার কিছু উপবিভাগ এছাড়াও কুইজ, কমিউনিটি এবং সদস্য হবার ব্যাবস্থা।

আমার কিন্তু সাইটটি চমৎকার লেগেছে তাই সবার শাথে শেয়ার করলাম আপনারাও দেখুন সাইটটি কেমন।

দেশেই আসছে ফ্রি সাব-ডোমেইন দেয়ার সাইট

আমরা অনেকেই co.cc বা tk সহ আরো বিভিন্ন ফ্রি ডোমেইন কিংবা সাব-ডোমেইন ব্যাবহার করে থাকি। কিন্তু নতুন একটা খুশির খবর যে আমাদের দেশেই আসছে ফ্রি সাব-ডোমেইন দেয়ার সাইট। সাইটটি প্রথমে চার ধরনের ফ্রি সাব-ডোমেইন দেবে এবং তাদের মূল ডোমেইন নামটি থাকবে spot এবং এর পরে এক্সটেনশন যুক্ত হবে। তাই কেউ এদের ফ্রি ডোমেইন নিলে তা হবে yourdomain.spot.name বা yourdomain.spot.me এরকম। সাইটটির মালিকের থেকে আপাতত এটুকুই জানা গেল।

দেশে এখন একমিনিটে এডসেন্স চেক ক্যাশ করা যাচ্ছে

ও আরো একটা খবর আছে দেশে এখন একমিনিটে এডসেন্স চেক ক্যাশ করা যাচ্ছে আর চেক জমা দিয়ে মাসের পর মাস বসে থাকতে হবে না। তবে এটি কোন দেশী ব্যাংক নয় একটি বিদেশী ব্যাংকের এজেন্ট এর মাধ্যমে এটা করা যাচ্ছে আর মজার ব্যাপার হল তারা কোন সার্ভিস ফিও নিচ্ছে না।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“দেশে এখন একমিনিটে এডসেন্স চেক ক্যাশ করা যাচ্ছে”———- কিভাবে? বিস্তারিত জানালে খুব উপকৃত হব

ভাই ভোট দিতে পারি নাই।

Level 0

দেশে এখন একমিনিটে এডসেন্স চেক ক্যাশ করা যাচ্ছে আর চেক জমা দিয়ে মাসের পর মাস বসে থাকতে হবে না। তবে এটি কোন দেশী ব্যাংক নয় একটি বিদেশী ব্যাংকের এজেন্ট এর মাধ্যমে এটা করা যাচ্ছে আর মজার ব্যাপার হল তারা কোন সার্ভিস ফিও নিচ্ছে না।
এ বিষয়ে আরো বিস্তারিত লিখুন, ধন্যবাদ আপনাকে।

Level 0

শাকিল ভাই,অন্ধকারে কেন রাখেন? এডসেন্স চেকের বিষয়টা একটু ক্লিয়ার করেন প্লিজ।আপনি তো বোঝেন চেক ভাংগানোর জ্বালা।তারপর আবার বলছেন কোন ফি ছাড়া।ভাই একটু ক্লিয়ার করেন।আপনার ফোনও তো বন্ধ।ফোন দিয়েও তো জানতে পারব না।প্লিজ একটা টিউন করবেন এই ব্যপারে?

Level 0

কোন কোন টিউনার এর পাশে দেখি টিউনটি করা “14564 days ago”, এটা কি আসলেই ঠিক, না টেকটিউনসের সমস্যা ? সমস্যা হলে এটা ঠিক করা যায় না ?

    এটাতে আপনি স্ট্যাটাস লিখবেন তাহলেই আর এটা দেখাবে না। যদি এটা ঠিক করতে হয় তাহলে কোডিং এ এর জায়গায় লিখতে হবে কিছু।

Level 0

plz vhi bangla natok download nea akta tune koran .thanks for that tune.