গুগলের নতুন রঙীন সার্চ ইন্টারফেস

সার্চ ইঞ্জিন দুনিয়ার সর্বকালের হিরো গুগল সার্চ এবার তাদের সার্চ রেজাল্ট পেজের জন্য আনছে আরো নতুন নতুন কিছু অপশান এবং তার মধ্যে থাকছে আকর্ষনীয় রঙের বাহার। গত সপ্তাহে অল্প সংখ্যক কিছু গুগল সার্চার এই নতুন রঙীন ইন্টারফেসের সন্ধান পেয়েছেন, সবাই নয়। কারন গুগল এখনও পরীক্ষামূলক পর্যায়ে রেখেছে এটিকে। কিভাবে এই নতুন গুগল ইন্টারফেস খুলে দেখবেন? আপনারা চেষ্টা করে দেখতে পারেন। প্রথমেই google.com খুলে নিন। তার পরে ব্রাউজারের এড্রেস বারে এই কোড পেস্ট করে দিন -

javascript:void(document.cookie="PREF=ID=20b6e4c2f44943bb:U=4bf292d46faad806:TM=1249677602:LM=1257919388:S=odm0Ys-53ZueXfZG;path=/; domain=.google.com");

শুধুই এইটা কোড দেবেন, সামনে google.com লাগবেনা। এন্টার বোতাম চেপে নতুন সার্চ করুন। মনে রাখবেন, এটি কাজ করবে কেবল google.com ডমেইনে, অন্যান্য ডমেইনে হবেনা অর্থাৎ google.co.uk, google.co.in ইত্যাদি সার্ভারে হবেনা এটা। নিচে দিচ্ছি নতুন ইন্টারফেসের স্ক্রিনশট। সার্চ দিয়েছিলাম techtunes.io 🙂


নতুন গুগল সার্চ প্রধান পাতার স্ক্রিনশট -


শুধুই কি রঙীন ইন্টারফেস? না, তাই কি হয়, গুগল বলে কথা! এর সাথে আসছে আরও উন্নত মানের সার্চ রেজাল্ট পাওয়ার সুবিধা, এবং সার্চ রেজাল্ট আরও সুন্দরভাবে বিভিন্ন বিভাগে বিভক্ত করে গুগল আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে।

আমার ব্লগ ঠিকানা: bn.ria8.me.uk

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব ভাল একটি টিউন আর গুগলের নতুন পেজাও সুন্দর।

Level 0

টিউনটা ভাল লাগল। ভূত ভাই মরার পর বানান ভুলে গেলেন নাকি??? ( পেজ কে পেজা )