16mbps ব্রডব্যান্ড, কেন কেউ ব্যাবহার করেনা

অত্যাশ্চর্য একটি ব্রডব্যান্ড পরিষেবা, 16mbps ক্ষমতাসম্পন্ন। যারা দ্রুততর ব্রাউজিং পছন্দ করেন, যাদের টাকা আছে, তারা নিঃসন্দেহে এই প্যাকেজ নিতে চাইবেন। কিন্তু কেউ ব্যাবহার করেননা এই প্যাকেজ, এবং কোম্পানীও এটির বিজ্ঞাপন দেয়না আলাদা করে। কেন? কোম্পানী যা বলছে, স্পিড তাই আসছে, আমি নিজেই ডেমো দেখে এসেছি। তবুও কেউ ব্যাবহার করেননা কেন? কেনই বা কোম্পানীও বিজ্ঞাপন দেয়না এই প্যাকেজের? এই প্যাকেজের জন্য আলাদা একটি ওয়েবসাইট আছে কোম্পানীর, সেখানেও জরুরী তথ্যাদি নেই, হাবিজাবি অন্য জিনিসে ভর্তি।

ভারতে এয়ারটেল এনেছে এই প্যাকেজ। দাম মাসে ৪৯৯৯ টাকা। ১০০ gigabyte ডেটা লিমিট। আমার দেখা ডেমো অনুযায়ী ১.৫~২.০ মেগাবাইট প্রতি সেকেন্ডে ডেটা ডাউনলোড হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে ১০০ gigabyte ডেটা লিমিট আমার শেষ হয়ে যাবে ১৪ ঘন্টার মধ্যে, তাইনা? মাসের ১ তারিখে যদি প্যাকেজ নিই, ১৪ ঘন্টায় ডেটা লিমিট শেষ হওয়া মানে একদিনও পুরো চললো না, বাকি সারা মাস পড়ে আছে। এর পরে কি হবে?

বাড়তি ডেটা পাওয়া যাবে ৫০ পয়সা প্রতি মেগাবাইট দামে। মানে ২ মেগাবাইট ১ টাকা। প্রতি সেকেন্ডে ২ মেগাবাইট ডাউনলোড মানে মিনিটে ১২০ মেগাবাইট, দাম ৬০ টাকা। যা দাঁড়াচ্ছে ঘন্টায় ৩৬০০ টাকা! স্পিড যদি সামান্য কমেও যায় মাঝেমধ্যে, কতো আর কমবে, তাও ঘন্টায় ৩০০০ টাকার কাছাকাছিই বিল উঠতে থাকবে। এইভাবে চললে মাসের শেষে বিল ... নাঃ থাক, দুর্বল হৃদয়ের মানুষরা মাসের বিলের কথা চিন্তাও করবেন না। কেউ প্রতি দিনে মাত্র ৫ ঘন্টা এই লাইন ব্যাবহার করলে মাসে ১৫০ ঘন্টা হয়, ১৪ ঘন্টার ফ্রি ডেটা বাদ দিলাম, বাকি ১৩৬ ঘন্টায় ৩০০০ টাকা প্রতি ঘন্টায় মানে মাসে বিল ৪ লাখ ৮ হাজার টাকা!!! স্যুইসাইডের সহজ রাস্তা আর কি!!! নয়তো আমি হিসাবে ভুল করেছি!

কেউ কি এই প্যাকেজ ব্যাবহার করবে? যারা ব্যাবসায়ী, ইন্টারনেট থেকে মিউজিক কিম্বা সফটওয়্যার অথবা নতুন রিলিজ সিনেমা ডাউনলোড করে বিক্রয় করেন, তারা নিতে পারেন এই প্যাকেজ, কিন্তু কোনো হোম ইউজার নিতেই পারবেনা এই লাইন। এক ঘন্টায় ৩৬০০ টাকা মানে মাথা খারাপ হয়ে মরেই যাবে মানুষ। তাও এটা বলছি ভারতীয় টাকায় হিসাব, এটাই বাংলাদেশি টাকায় কতো দাঁড়াচ্ছে ভেবে দেখুন? এই কারনেই এয়ারটেল এই লাইনের বিজ্ঞাপন দিচ্ছেনা। তৃতীয় বিশ্বের ইন্টারনেট ব্যাবহারকারীরা কেউ মাসে ৪ লাখ টাকার লাইন নেবে কি?

আরো একটি প্যাকেজ আছে! ৮ mbps, মাসে ২৯৯৯ টাকা। ৫০ gigabyte ফ্রি ডেটা লিমিট। বাকি হিসাব আপনারাই করে নিন। 😛

আমি এখন ব্যাবহার করছি ৩৮৪ kbps লাইন রাতে সেটা ৭৬৮ kbps দেয় আমাদের (12am to 8am); ডাউনলোড স্পিড দিনের বেলায় পাই ৫৫/৬৫ কিলোবাইট প্রতি সেকেন্ডে (এতে মনে হয় ৫১২ kbps দেয় আমাদের), রাতের বেলায় পাই ১০০ থেকে ১১০'এর মতো। মাসে মাত্র ৭৫০ টাকা দিই, আনলিমিটেড ডেটা ট্র্যান্সফার। অন্য একটি ISP এসেছে, তারা এই টাকাতেই ৭৬৮ kbps দেবে বলেছে দিনের বেলায়, আর রাতে ১.৫ mbps দেবে। ভাবছি নেবো কিনা।

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি আর করা। ভারতের স্পিড এর গল্প শুনেই ঘুমতে যাই। আমরা আবার বাংলাদেশ এ থাকি কিনা………………হায় কপাল।

কল্পনা করলে মাথা ঘুরায়। কোথায় আছি আমরা ??

Level 0

বাংলাদেশে যে কবে ৳৭৫০ টাকায় ৭৬৮ kbps দিবে।

    মনে হয় ২০২১ সালে যওখন DIGITAL BANGLADESH!!!!! হবে।

Apu thaken koi?

    Level 0

    বাংলাদেশের পাশে থাকে ভাইজান উনি।

আছছা আপু টুমি কোই ঠাকো বলোটো? এটো চিপ নেটের লাইন………….।

আমার মনে হয় আপনি হিসেবে ভুল করেছেন। আমি আমার isp এর contract হিসেবে 3.6 mbps speed এ মাসে 1500 mb ডাটা use করতে পারি।Amar per day data limit matro 50 Mb erpore o ami daily 5/6 hours net-e navigate kori. apni je package er kotha bolechen tar demo theke apni shudu er download speed ta dekhechen tar mane ei noy je apni onoboroto net- e download korben. apni mone koren internet e login kore apni techtunes.io -er hompage -e elen ete apnar 1.5 mb use holo ebave apni daily 1000 page visit koren tate use holo 100×1.5=1500mbx30=45000mb(45 gigabyte) per month.
apni ebave hiseb koren amar mone hoy it’s a best package only 4999 tk. bangla likhte na parar jonno really sorry.

    ভাই ঠিক বলছেন। আপনার হিসাব only browsing এর। আর উনার টা পুরো downloading এর। তবে আমার মতে limit ওয়ালা net নেয়া উচিত না।

    16mbps প্যাকেজ নিয়ে ব্রাউজিং? দুঃখিত, আমি এটা মানতে পারছিনা। আমি ১১ বৎসর ইন্টারনেট ব্যাবহারের পরে জোর দিয়ে বলতে পারি, মাসে ৪৯৯৯ টাকা ব্যয় করে 16mbps লাইন নিয়ে কেউ ব্রাউজিং করবেন না, সবাই ডাউনলোডের উদ্দেশ্যেই নেবেন। আপনার হিসাবে ভুল নেই, কিন্তু এই লাইন ব্রাউজিং করার জন্য একেবারেই নয়। আর, যদি বা এই লাইন কেউ ব্রাউজিং করার জন্য নেন, তাহলে বুঝে নিন সেই ইউজার কতোখানি বড়লোক হতে পারে? তার জন্য এইসব আদৌ চিন্তার বিষয়ই নয়। আমার এই পোস্ট সাধারন ইউজারের কথা ভেবে লেখা।

    আসলে রিয়া আপু আমি আপনাকে browsing এর উদাহরনের মাধ্যমে বুঝানোর চেষ্টা করেছি।১০০ গিগাবাইট কিন্তু অনেক বড় ব্যাপার।আমরা যারা নেট ইউজ করি সবাই ডাউনলোড এবং ব্রাউজিং দুইই করে থাকি।আমার জানামতে এমন কোন isp নেই যে শুধুমাত্র ডাউনলোডের জন্য লাইন দিয়ে থাকে। আসলে আপনার সাথে আমার মতপার্থক্য হল আপনি যে লাখ লাখ টাকার হিসেব দিয়েছেন তাতে।এখানে উল্লেখ্য যে, এই package এ আপনি ১০০ গিগাবাইট ই ইউজ করতে পারবেন এর বেশি নয় যার জন্য আপনাকে মাসে ৪৯৯৯ টাকাই শুধু প্রদান করতে হবে ।

    তাহলে বাড়তি ইউজের জন্য ৫০ পয়সা প্রতি মেগাবাইট কেন লিখেছে? নিশ্চয় 100GB’র বেশি ইউজ করা যাবে, নাহলে লিখবে কেন এই কথা? /// ভারতে ইন্টারনেট আজকাল খুব সস্তা, তাই ৪৯৯৯ টাকার প্যাকেজ মানে লোকে ডাউনলোড ছাড়া আর কিছুই ভাববে না, ব্রাউজিং এইটা দিয়ে করবেনা। এখানে এখন 1mbps unlimited line মাত্র ৯৯৯ টাকা (রাতে এটাই 2mbps হয়)। 1mbps মানে 128KB/sec. এতেই ব্রাউজিং যথেষ্ট না? ভাই, যাই বলো 16mbps সত্যি ব্রাউজিং করার জিনিস না।

আপনার প্যাকেজটা আমার খুব পছন্দ হয়েছে ।ইস এটা যদি পেতাম।আচ্ছা আপনাদের ভারতে প্রতি মেগা ব্রন্ডউইথ এর সরকারী দাম কত??আমাদের দেশে কিন্তু ১৮০০০ টাকা।
ও আচ্ছা আপনাদের দেশের মোবাইল ইন্টারনেট এর দাম নিয়ে একটা রিভিউ দিলে খুব খুশি হতাম ।আর ১০০ গিগাবাইটের প্যাকেজে কিন্তু আপনি পার ডে ৩ গিগা করে পাচ্ছেন।

আমার ৩ এমবিপিএসের একটা লাইন আছে। রেপিডশেয়ারের একাউন্ট আছে। মোটামুটি ৫০০ গিগার হার্ডডিস্কে আর ১১ গিগা ফাকা আছে। আমি কিন্তু ভাই বাংলাদেশ থেকেই। কিন্তু বাসার লাইনের (জিপি) অবস্থা খুবই খারাপ। তবে তারপরও আল্লার কাছে হাজার শুকরিয়া। আমার ফাডা কপাল আর এই চিপা দেশে একটা কিছু পাইছি…….আমি আইএসপিতে চাকরী করিনা।

    এটা আমরা কিভাবে পেতে পারি………মানে কন ISP

khaise eto speed ! ar amra to mone hoi dial up use kortesi !

এটা কোনো বেপার নোয়। কারোন আমি নিজএ ৮mbps লাইন চালাই। এবোং আমি ডাউনলোড ইসপিড পাই ৮০০KB/sec – ১MB/sec. আমার লাইন রেনট ৮০০টাকা।
বিস্বাস না হোলে এই লিনক এ jan > http://www.clickbd.com/classified/classified.detail.php?itemNumber=129273

Level 0

Bai chittagong e ki ei service ache apni kota teke use koren ei service………

Level 0

Ami achi chittagong er raozan tanar gohira onchole.

শুধু পরের ইন্টারনেট স্পিডের গল্প শুনেই গেলাম, নিজে চোখে দেখলাম না। আমার ব্রডব্যান্ডটাও অন্য দেশের ডায়াল-আপের চেয়ে কম স্পিডের। নামে তাল পুকুর,ঘটি ডোবে না। জিপিআরএস,এজ মডেম,ওয়াইফাই,ওয়াইম্যাক্স কত কিছুই তো এল(থ্রিজি এখনও আসেনি) কিন্তু যাহা বায়ান্ন তাহাই তিপান্ন। কিছু কিছু আইএসপি আর বর্তমানে ওয়াইম্যাক্স কিছুটা উচ্চগতির সেবা দিলেও তার উচ্চ মূল্যের কারণে তা আমার মত সাধারণ মানুষের অধরাই থেকে যাচ্ছে। কাজেই আপাতত হা-হুতাশ করি আর দুধের স্বাদ ঘোলে মিটাই!

Level 0

বাংলাদেশে নেটের এই করুণ দশা কবে কাটবে ……….????
স্পিডের যা অবস্থা…… তাতে…. একটা ক্লিক করার পর দুই মিনিট টেবিল বাজাতে হয় রেজান্ট দেখার অপেক্ষায়…

Level 0

খুব লোভ হইতাছে………।এই রকম প্যকেজ কবে পাব?