উইন্ডোজ সেভেন ইনস্টল করার পদ্ধতি

অনেকেই আছেন যারা উইন্ডোজ সেভেন ইনস্টল করার পদ্ধতি জানেন না । আশা করি তারা এই টিউনটি পড়ার পর নিজেই উইন্ডোজ সেভেন ইনস্টল করতে পারবেন । শুধুমাত্র যারা উইন্ডোজ সেভেন ইনস্টল করতে পারেন না তাদের জন্যই আমার এই টিউনটি করা । আশা করি তাদের টিউনটি খুব কাজে লাগবে ।

প্রথমে আপনি আপনার সিডি রম ফার্স্ট বুট সিলেক্ট করে নিন এরপর উইন্ডোজ সেভেনের সিডিটি ঢুকিয়ে রিস্টার্ট দিন । এব  সিডি বুট হবার সাথে সাথে ইন্টার চাপ দিন ।


এখানে আপনি আপনার  যে ভাষায় উইন্ডোজটি ইনস্টল করতে চান সেটি এবং সময়টি নির্বাচন করে পরবর্তি ধাপে যাওয়ার জন্য  Next - এ ক্লিক করুন ।

click the Install now button.


'I accept the license terms' বক্সটি মার্ক করে 'Next'-এ ক্লিক করুন

Which type of installation do you want?

এখানে আপনি ২টি অপশন দেখতে পাবেন তবে  Custom করে করাটাই আমার কাছে ভাল মনে হয় তাহলে আপনি যে কোন ড্রাইভের সাইজ  এবং পছন্দ মত ড্রাইভে ইনস্টল করতে পারবেন ।

Where do you want to install Windows?

Custom ভাবে ইনস্টল করলে আপনি  New লেখাটিতে ক্লিক করলে ড্রাইভের সাইজ বাড়ানো কমানো , নতুন পার্টিশন ইত্যাদি ফাংশন দেখতে পাবেন ।

তারপর next চাপ দিলেই ইনস্টল শুরু হবে । এর মধ্যে আপনার কম্পিউটার ২-৩ বার রিস্টার্ট দিতে পারে । ইনস্টল শেষ হলে সিরিয়াল চাবে । যদি আপনার কাছে যে সিরিয়ালটি আছে সেটা কাজ না করে তাহলে সিরিয়াল দেবার জারগার নিচের বক্সটির মার্ক উঠিয়ে দিন ।তারপর next চাপুন । আশা করি আপনাদের কোন সমস্যা হবে না সেটাপ দিতে ।


সবমিলিয়ে আপনার ২০-২৫ মিনিট সময় লাগতে পারে । উপভোগ করুন মাইক্রোসফটের নতন অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন ।সকলকে ধন্যবাদ

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি মিয়া হাসিব ভাল টিউন কিছু জানতে এখানে আসা ভাল এগিয়ে যায় আমরা আছি তুমার সাথে।

windowes live massenger 8.5 update করতে ছাইলে msn_check:0x80280002 মেসেইজ আসে । যদি কারু জানা থাকে কি ভাবে updateকরতে পারি জানাবেন .

প্রসেসটি জানানোর জন্য ধন্যবাদ ।

    আপনাকেও ধন্যবাদ রুহুল ভাই । আপনার জন্যই মূলত টিউনটি করেছিলাম ।

বাচ্চাদের কাজে লাগবো…………………হে হে হে

    @ সাম্য ভাইঃ সহমত। হাঃ হাঃ হাঃ … হিঃ হিঃ হিঃ

    কিরে রোমান তুই নিজেও তো তাহলে বাচ্চা পোলাপাইন । কারন তুইও তো সেটাপ দিতে পারস না । উইন্ডোজ সেভেনের সেটাপ আমার কাছ থেকে দিয়ে এখন বড় বড় কথা বলতাছস কেন । হাঃ হাঃ হাঃ … হিঃ হিঃ হিঃ

    হাসিব ভাই আমিও পারি না সেটআপ দিতে। একটু যদি সেটআপ টা দিয়া দিতেন………………

    সাম্য তুমিতো বড় পোলাপাইন তাই তোমাকে সেটাপ দিয়ে দেয়া হবে না ।

    তাহলে আমি কি Win7 Use করতে পারবো না? হায় আমার কি হবে।

আমি উইন্ডোজ সেভেন লোড দিয়েছি কিন্তু Welcome যখন আসে তার কিছুক্ষন পর আমাকে একটা ম্যাসেজ দেয় যে, আপনার উইন্ডোজ জেনুইন নয়। তখন সিরিয়াল কি দিতে বলে কিন্তু আমার সিডিতে যে সিরিয়াল কি আছা তা দিলে কাজ হয় না। দয়া করে আমাকে উইন্ডোজ সেভেনো সিরিয়াল কি টা আমার মেইলে পাঠিয়ে দিবেন। আমার মেইল এড্রেস টি হল।
[email protected]

    উইনডোজ সেভেন সেটাপ দেবার সময় যখন সিরিয়াল চায় তখন আপনার সিরিয়াল নম্বরটা না দিয়ে সিরিয়াল দেবার জারগার নিচের বক্সটির মার্ক উঠিয়ে দিন ।তারপর next চাপুন । আশা করি আপনাদের কোন সমস্যা হবে না সেটাপ দিতে। উইনডোজ সেভেন অটোমেটিক সিরিয়াল নম্বর নিয়ে ইনস্টল হবে। এটা আনরেজিষ্টার্ড কপি ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগবে। তবে রেজিষ্টার্ড কপিতে অবশ্যই সিরিয়াল নম্বর দেবেন!!!!!!

hasib baia apni kothay thaken

    ভাইয়া আকাশের নিচে আর মাটির উপরে থাকি । হা হা হা ফান করলাম । আমি গুলশানের পাশেই থাকি ।

vaia garishon cinen

Level 0

হাসিব ভাই সিডি রম ফার্স্ট বুট কিভাবে সিলেক্ট করতে হয় জানালে উপকৃত হব।

    ah.rasel ভাই আপনি যদি ইন্টেলের মাদারবোর্ড ব্যবহার করে থাকেন তাহলে F2 চাপ দিয়ে Bios -এ প্রবেশ করুন । তারপর ওখানে First Boot option দেখতে পাবেন এবং Cd Rom সিলেক্ট করুন ।

Level 0

হাসিব ভাই আপনাকে আনেক ধন্যবাদ। For this help.