বিশ্বের দশটি দ্রুতগতির ইন্টারনেট সেবা দাতা দেশ ও দশটি সর্বোচ্চ ইন্টারনেট ব্যবহারকারী দেশ।

ইন্টারনেটে ঘুরতে ঘুরতে একটা তথ্য পেয়ে গেলাম।ভাবলাম শেয়ার করা উচিত,তাই শেয়ার করছি।

দ্রুতগতির ইন্টারনেট আমাদের সবারই কাম্য।কিন্তু কোন দেশ কি পরিমান ইন্টারনেট স্পিড দিতে সক্ষম হচ্ছে তা কি আপনি জানেন।ইন্টারনেট ডাউনলোড স্পিডের উপর ভিত্তি করে দ্রুতগতির ইন্টারনেট দাতা ১০টি দেশের এক তালিকা প্রকাশ হয়েছে সম্প্রতি।শুধু তাই নয়,কোন দেশে কি পরিমান ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে তার যাচাই করে সেরা ১০ ইন্টারনেট ব্যবহারকারী দেশের নামও প্রকাশিত হয়েছে যাতে আমাদের পার্শ্ববর্তি দেশ ভারতও রয়েছে।তাহলে চলুন দেখি বিশ্বের দশটি দ্রুতগতির ইন্টারনেট সেবা দাতা দেশ ও দশটি সর্বোচ্চ ইন্টারনেট ব্যবহারকারী দেশের নাম।

দ্রুতগতির ইন্টারনেট সেবা দানকারী সেরা ১০টি দেশঃ

১.দক্ষিন কোরিয়া (স্পিড 17,187 kb/s )

২.জাপান (স্পিড 16,365 kb/s )

৩.লিথুয়ানিয়া (স্পিড 11,295 kb/s )

৪.সুইডেন (স্পিড 11,280 kb/s )

৫.রোমানিয়া (স্পিড 10,236 kb/s )

৬.লাটভিয়ান (স্পিড 9,782 kb/s )

৭.বুলগেরিয়া (স্পিড 9,074 kb/s )

৮.নেদারল্যান্ড (স্পিড 8,734 kb/s )

৯.জার্মানি (স্পিড 7,447 kb/s )

১০.রাশিয়ান ফেডারেশন (স্পিড 7,260 kb/s )

সর্বোচ্চ ইন্টারনেট ব্যবহারকারী ১০টি দেশঃ

1.China

2.United States

3.Japan

4.India

5.Brazil

6.Germany

7.United Kingdom

8.Russia

9.France

10.South Korea

বাংলাদেশের ক্ষেত্রে যদি জানতে চান তবে দেবার মত তথ্য এটুকুই আছে যে বাংলাদেশের মোট ইন্টারনেট ব্যবহারকারি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৬ মিলিয়ন।যার অধিকাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।

টিউন পড়ার জন্য ধন্যবাদ।

প্রথম প্রকাশঃ iloveubangladesh.blogspot.com

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রাহাত টিউনটা আমার পছন্দ হয়েছে।কিন্তু বিশ্বের সবচেয়ে বেশী ইন্টারনেট ব্যবহার কারী চীনে।আগে ছিল আমেরিকা।আপনি নেটে সার্চ দিয়ে দেখতে পারেন বা http://www.internetworldstats.com/top20.htm এই লিংকে দেখতে পারেন।ভাল থাকবেন।

    Level 0

    http://www.jaystech.com/2008/07/top-10-countries-with-highest-number-of.html এই লিঙ্ক থেকেই তথ্যটা নেয়া।তবে হ্যা,আপনার কথা সঠিক হতে পারে।কারন এটা গত বছরের জরিপের।

    হুম আমি আপনার লিংকটা আগেই দেখেছি।আপনি নেটে একটা সার্চ দিয়ে আপডেট করে দেন।কারন না হয় অনেকেই ভুল তথ্যটা জানবে।

    Level 0

    ধন্যবাদ মামুন ভাই,আমি টিউনটি আপডেট করেছি।আশা করি আর কোন সমস্যা নেই।

@ তথ্যটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ @

THANKS

Level 0

তথ্যবহুল টিউন৷ এরকম টিউন আমাদের জ্ঞান ভান্ডার আরো উন্নত করবে বলে আমার ধারনা৷ ধন্যবাদ আপনাকে৷

রাহাত ভাই, বুঝতে পারছি না আপনাকে ধন্যবাদ দিব কি না। এ রকম টিউন পড়লে নিজের প্রতি খুব মায়া হয়, আমাদের দেশের ইন্টারনেটের কি বেহাল দশা। তারপরও আপনাকে অনেক ধন্যবাদ আপডেটেড খবরটি শেয়ার করার জন্য।

Level 0

thank you very much

THANKS

হায়রে কপাল কোথায় 17,187 kb/s আর কোথায় 17-25 kb/s (আমাদের দেশে )
ধন্যবাদ আপনাকে এই তথ্য শেয়ার করার জন্য ।