ওয়াইফাই শেয়ার করুন আপনার মনের মত করে নতুন সফটওয়্যার WiFi HotSpot Creator দিয়ে ।Connectify Pro এর বিকল্প সফটওয়্যার।(১০০%ওয়রকিং)

বিসমিল্লাহির রহমানির রহিম । পরম করুনাময় আল্লাহ নামে শুরু করছি ।সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন । ভাই টিউন লিখতেছি তাই ভূল-ত্রুটির জন্য আগেই ক্ষমা চাচ্ছি।

আমরা সবাই ইন্টারনেট নিয়ে সবাই ব্যস্ত। আর আমার যে যুগে বাস করি ছি তা ইন্টারনেট যুগ  বা কম্পিউটার যুগ। আমরা সবাই চাই ইন্টারনেট ব্যভার করতে আর ই জন্য আমরা নানা পথ বেছে নেয়। আমরা আজ সবাই ওয়াইফাই সাথে জড়িত । আর আমরা জানি ইয়ে ওয়াইফাই আচ্ছে নানা সুবিদা।  তাই আজ মাই আপানার দের মাঝে কিভাবে আপনার ওয়াইফাই কিভাবে অনের‍্য সাথে শেয়ার করবেন তা আমি দেখাব। এর মধ্যে আমরা নানা টিউন দেখেছি এই ব্যাপারে এবং আমরা তা জানিও। তু আজ  আমি আপনাদের মাঝে নতুন সফটওয়্যার নিয়ে এসেছি অ্যান্ড কিভাবে তা করবেন তা বলব । Connectify Pro অনেক কম্পিউটারে কাজ করেনা। তাই বিকল্প পথ এবং অসাধারন সফটওয়্যার।

সফটওয়্যারর টির নাম WiFi HotSpot Creator । সফটওয়্যারর টি মাএ ১.৫ এমবি। এই সফটওয়্যার টি ডাউনলোড করুন এখান থেকে ( নিচের ছবি তে ক্লিক করুন )

।।  ডাউনলোড করার পর এখন ইন্সল্লাল দেওয়ার পালা।   অন্য সব সফটওয়্যার এর মত ই ইন্সত্তাল করবেন । ।

এখন ইনাস্ততাল দেওয়ার সময় তা দেখে বুঝে ক্লিক করবেন অ্যান্ড তা শেষ করবেন।     নিচে কিছু ছবি দেখেন          ।

Installation Completed হতে ৫-১০ মিনিট সময় নেবে । কারন সফটওয়্যার র কিছু প্রযোনিয় ফাইল ডাউনলোড হবে সাথে আপনার  কম্পিউটার কে ভাইরাইস মুক্ত রাকার জন্য কিছু ফাইল ডাউনলোড হবে। ব্যবহার করে দেখেন অনেক ভাল সফটওয়্যার । Installation Completed হলে ফিনেশেড ক্লিক দেন। আপনার Installation  কাজ শেষ । এখন ব্যবারের পালা।

এখন ই আইকন নের মত আইকন দেখতে পাবেন তার উপরে ক্লিক করে সফটওয়্যারর টা চালু করেন।  তার পর নিছের মত  উইন্ডো আসবে । এখন আপনি আপনার ইনফো দিন ।

নাম মানে ওয়াইফাই র নাম , পাসুওরাড দেন ।

পাসুওরাড ছাড়া ওয়াইফাই চালু হবেনা  মনে রাখবেন ৮ টা সংখ্যা লাগে ।

তার পর  আপনার মডেম বা যা আপনি ব্যবহার করেন টা সিলেক্ট করে দেন । এখন শেষ কাজ হল ভাল ভাবে সব কিছু দেখে start battown এ ক্লিক দেন আর উপুভোগ করুন ওয়াইফাই।

NAME = YOUR NAME/ANY NAME

PASS = YOUR PASSOWRED

NIC = YOUR INTERNET MODEM / ETC.

আপনি যদি ওয়াইফাই বন্ধ করতে চান তা হলে ছবিটি দেখেন। তা হলে আজকের মতটওয়্যার।

*( ভাল কথা Installation Completed হবার পর কম্পিউটার টা  RESTART দেবেন )*

*******ভাইয়ারা যদি Wi-Fi trasmiter এবং Wi-Fi Receiver বিল্টইন দেওয়া থাকে তা হলে হবে কোনো ডিভাইসর দরকার নাই । কিন্তু যদি না থাকে তা হলে ওয়াইফাই ডিভাইসর কিনতে হবে *************আমি ল্যাপটপ ব্যবহার করি।************

******* ভাই আমি এ সফটওয়্যার টা উইন্ডোজ ৭ এবং ৮ ব্যবহার করছি অ্যান্ড এখন ও করতেছি। তাই উইন্ডোজ ৭ বা ৮ হলে ভাল হ্য় এবং ১০০% কাজ করবে আল্লাহর রহমতে*****

***********ভাইয়ারা এই সফটওয়্যার রের সম্পর্কে আরও  জানেন এখান থেকে http://www.wifihotspotcreator.com/    **********************

ভাই কাল ফুট বল খেলতে গিয়ে আমার পায়ে অনেক ব্যাথা পেয়েছি তাই আজ আমি কলেজ ইয়ে যেতে পারিনাই । তাই ইন্টারনেট নিয়ে আছি।  আমি ওয়াইফাই ব্যবহার করতে চাই কিন্তু পারতেছিনা Connectify Pro  কাজ করেনা । আমি উইন্ডোজ ৮ ব্যবহার করি তাই গুগল মামার হেল্প চাই এবং তা পাই ভাবলাম কি ক্রব তা আমার ফ্রেন্ড দের এবং ভাইদের জানাই নতুন সফটওয়্যার টার ব্যাপ্যারে। দোয়া করবেন যাতে আমার পা তাড়াতাড়ি ভাল হইয়ে যায়।   ভাই ভুল হলে কমা করবেন ।

আর সমস্যা হলে কমেন্ট   করবেন । চেষ্টা করব সমাধান দিতে।

আমার ব্লগ

Level 0

আমি newitworld। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আইটি জগৎ কে অনেক ভালবাসি। আমি সব সময় আইটি নিয়ে থাকি। আমরা কম্পিউটার যুগে বাস করি আর কম্পিউটার সম্পর্ক কে জানবনা তাই কি হয়। আমি এক জন ব্লগার অ্যান্ড ওয়েব ডিজাইনার । আমি বাংলা ব্লগ কে অনেক ভালবাসি , কারন মায়ের ভাষায় বলে। টি টি ব্লগটা আমাদের দেশের জন্য...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পা যেন তারতারি ভাল হয় সেই কামনা করি, আর সফট টা কি ফুলভার্সন ? ধন্যবাদ

    Level 0

    @অর্জন: অনেক ধন্যবাদ ভাই। আলাহ আপনার ভাল করুক। হ্যাঁ ভাই ফুলভার্সন ।

Level 0

vai laptop e ki brodband er maddhome kaj korbee?

Level 0

হ্যাঁ কাজ করবে। আপনি সফটওয়্যার র ওপেন করে NIC (click dye ) তে আপনি যা ব্যবহার করেন ,তা সিলেক্ট করুন।

আমার টা হল না 🙁

    Level 0

    @অর্জন: ভাই কেন কি সমস্যা । ভাই বলবেন কি দেখি সমাধান দিতে পারি কি না ? ভাই আমি তো এখন ও ব্যবহার করছি এবং কমেন্ট র উওর ও ওয়াইফাই দিয়ে দিছি।

    Level 0

    @অর্জন: ভাই এই সফটওয়্যার রের সম্পর্কে আর জানেন এখান থেকে http://www.wifihotspotcreator.com/

ভাই এন্টিভাইরাস ইনস্টল হতে দেয় না । কি করব…

    Level 0

    @মুকুল আলী: ভাই এন্টিভাইরাস এর কাম নাই তো তাই exe file ke কাজ করতে দেন না । নিজেই কিন্তু .exe file । ভাই এন্টিভাইরাস টা ডিস এ বল ক্রুন,তার পর দেখেন ।

কাজের জিনিস…ধন্যবাদ।

    Level 0

    @HRIDOY AHMED: অনেক অনেক ধন্যবাদ টিউনার কাকা।

Level 0

vai download tai paina

Level 0

download link ta valo kre den

ডেস্কটপ পিসিতে কি করে চালাব ?? এইটার জন্য কি আলাদা কোন ডিভাইস লাগবে না ?? ডিভাইসের নামটা কি ??

    Level 0

    @তানিম: ভাই আপনার কোন ডিভাইস লাগবে না এবং ডেস্কটপ পিসিতে কাজ করবে ১০০% । সফটওয়্যার টা ভাল ভাবে ইনাস্ততাল দেন আর ভাল ভাবে টিউন টি পড়ুন।
    ধন্যবাদ।

      @newitworld: টিউনার ভাই, আপনার মাথা কি ঠিক আছে নাকি। ডেস্কটপ পিসিতে কি WLAN ডিভাইস দেওয়া থাকে নাকি? কোন ডিভাইসই লাগবেনা!!! @ তানিম, আপনার ডেস্কটপে অবশ্যই একটা ওয়াইফাই ডিভাইস লাগবে।

        Level 0

        @মাসুদুর রহমান:
        তানিম ভাই আপনি আপনার কম্পিউটার রে উইন্ডোজ ৭ বা ৮ দেন । কাজ ১০০ বার করবে।
        **********এইটার জন্য আলাদা কোন ডিভাইস লাগবে না ****************
        ******* ভাই আমি এ সফটওয়্যার টা উইন্ডোজ ৭ এবং ৮ ব্যবহার করছি অ্যান্ড এখন ও করতেছি। তাই উইন্ডোজ ৭ বা ৮ হলে ভাল হ্য় এবং ১০০% কাজ করবে আল্লাহর রহমতে****

          @newitworld: আমার তো WLAN নাই
          আমার ডেস্কটপ পিসিতে কি কাজ করবে???
          ভাই আমি উইন্ডোজ ৭ ব্যবহার করছি ।

Level 0

vaia amar ki pc er jonno wifi router lagbe?
naki emni e kaj korba?

    Level 0

    @hasnat1324: vai emni te kaj krbe ! tune ti val vabe pren ta hle sb bujben ! Thank you………

Level 0

vai amr ta instal hoise bt connect hoy na…. kno?

    Level 0

    @miraj: ভাই কম্পিউটার টা restart দেন । ভাই মডেম লাগাইয়া কানেক দেন তাঁর পর সফটওয়্যার টা চালু করেন। এখন NIC (click dye ) দিয়ে আপনি যা ব্যবহার করেন ,তা সিলেক্ট করুন ।বুঝছেন।
    ধন্যবাদ ………। সাথে আছি…………………………।।

Level 0

NIC (click dye ) তে আপনি যা ব্যবহার করেন ,তা সিলেক্ট করুন।পরে start bttown click দেন। পরে অন্য ওয়াইফাই চালু মোবাইল বা কম্পিউটার দিয়ে search করুন । পেলে pass দেন অ্যান্ড ব্যবহার করুন।

Level 0

vai apnar fb er id ta den
ami apnake amr problem ta okhane bistarito bolbo

    Level 0

    আমি আপনাদের সাথে আছি সব সময়। ভাই আপনি ওয়িন্দএস ৭ বা ৮ দেন কাজ করবেই ।
    আমার ফেসবুক অ্যাকাউন্ট http://www.facebook.com/salman.parcy

Level 0

vai ami to desktop thake use kori , so amr desktop a wifi device nai ….. kun modeler wifi device kinle ai softwear use korte parbo ?? …. Doya kore 1tu bolben plz …….WIFI Device er Specific model name chai …PLZ…PLz…Plz…plz…

    @Shubrojit: আপনার ডেস্কটপে একটি ওয়ারলেস লেন কার্ড লাগবে। দুই ধরনের ওয়ারলেস লেন কার্ড বাজারে পাওয়া যায়। একটি হল “ইউএসবি টাইপ” এটি আপনি ডেস্কটপ ও ল্যাপটপ দুটিতেই ব্যবহার করতে পারবেন। আর অন্যটি শুধুই ডেস্কটপের জন্য শ্লট টাইপ (সাউন্ড কার্ড, লেন কার্ড) এর মত ইন্টারনাল। আর আমার মতে Connectify Pro is the best.

      Level 0

      @মাসুদুর রহমান: ধন্যবাদ ভাই । ভাই Connectify Pro is তু উইন্ডোজ ৭ বা ৮ কাজ করেনা । তাঁর চাই netfream 3.5 sp1 । ভাই কিন্তু সব দিয়েও কাজ করেনা। ভাল থাকুন।

    Level 0

    @Shubrojit:ভাই আপনি উইন্ডোজ ৭ বা ৮ দেন তাঁর পর দেখেন। আল্লাহর রহমতে হয়ে যাবে । http://www.wifihotspotcreator.com/download.html

ডেস্কটপ পিসিতে অন্য কোন ডিভাইস ছাড়া Wi-Fi trasmit করবে কি ভাবে ? আর Wi-Fi trasmit ছাড়া অন্য computer Wi-Fi Rev. করবে কি ভাবে একটু বলবেন কি?

আপনার পা যেন তারতারি ভাল হয় সেই কামনা করি

আপনার পা যেন তারতারি ভাল হয় সেই কামনা করি. ভাই এন্টিভাইরাস ইনস্টল হতে দেয় না , মনে হচ্ছে এটা ভাইরাস অ্যাফেকটেড। তবে আপনার টিউন এ বিস্তারিত লেখা নাই্‌, যেমনঃ ডেস্কটপ পিসিতে অন্য কোন ডিভাইস ছাড়া Wi-Fi trasmit করবে কি ভাবে ? আর Wi-Fi trasmit ছাড়া অন্য computer Wi-Fi Rev. করবে কি ভাবে একটু বলবেন কি? আপনার কমেন্ট গুলো অনেকটা ভুলিয়ে ভালিয়ে সফট তা ইন্সটল করানোর মত। যেমনঃ “@তানিম: ভাই আপনার কোন ডিভাইস লাগবে না এবং ডেস্কটপ পিসিতে কাজ করবে ১০০% । সফটওয়্যার টা ভাল ভাবে ইন্সটল দেন আর ভাল ভাবে টিউন টি পড়ুন।
ধন্যবাদ।” তবে এতে আপনার কি লাভ বুঝলাম নাহ। ARE YOU A HACKER???

    Level 0

    @Nisshongo Sultan: বাংলাই কথা বলেনা ”উপকারে গাড় লাতি ”
    ভাই আমি উইন্ডোজ ৭ অ্যান্ড ৮ ব্যবহার করছি । এ সফটওয়্যার টা হল exe file । ভাই এন্টিভাইরাস এর কাম নাই তো তাই exe file ke কাজ করতে দেন না । নিজেই কিন্তু .exe file । সফটওয়্যার টির নাম পড়ে কি বুঝলেন । WiFi HotSpot Creator কি (ইংরেজি জানেন তু )। সফটওয়্যার টা দিয়া এ ওয়াইফাই শেয়ার করা যায় । যদি ডিভাইস ই লাগত তা হলে আর সফটওয়্যারর দরকার কেন । হ্যাকিং কি তা জানেন আপনি ? টিউনার ১-২ ঘণ্টা কষ্ট করে টিউন করে অন্যের কতির জন্য না ! তবে এতে আপনার কি লাভ বুঝলাম নাহ ? বুজবেন কি করে উপকার করা ত ভুল । ভাই অন্যের ব্যাপারে না জেনে কথা বলবেনা । NEWITWORLD এর অন্য টিউন গুলো দেখু তাঁর পর বুঝবেন আমি HACKER KI NA .। আপনার যদি আমাকে সন্দেহ হয় আপনি সফটওয়্যার রের ওয়েব সাইট থেকে ডাউনলোড করুন বা গুগল মামার হেল্প নেন । ********************* ভাল থাকেন দোয়া করি***********************।
    http://www.wifihotspotcreator.com/
    http://www.wifihotspotcreator.com/download.html

      @newitworld: apnar matha to thik ace????dextop a wireless lan card na thakle kono software er sadhdho nai j dextop dea wifi zone toiri korbe.apnar kothata erokom j apnar mathay 1ta mojar kotha esece.apni apnar friend k ta mobile dea sms pathie share korte chan.kintu apnar kace mobile I nai.tokhon apni bilcen j ami jokhon mukh dea boleci j sms jabe to sms chole gece.kono mobile lagbe na….hasalen vai..r apni bolecen j antivirus er kono kam nai tai exe file install korte dey na.r a vai tahole apni apnar windows pc te kono format er software r game run koran???apnar software fack na real ta jani na.karon amar dextop e er kono kaj nai.but na jene vul information diben na.tobe kosto kore tune ti korar jonno dhonnobad.

        Level 0

        @Tanvir104310: ধন্যবাদ আপনাকে । আমি ল্যাপটপ ব্যবহার করি।

      @newitworld: ভাইরে আপনি আবারও ভুল করছেন। আপনি মনে হয় লেপটপ এ ব্যবহার করতেছেন। লেপটপে Wi-Fi trasmiter এবং Wi-Fi Receiver বিল্টইন দেওয়া থাকে তাই অন্যকোন ডিভাইস দরকার নাই। কিন্তু ডেস্কটপ??????????? আপনাকে একটা উদহার দিয়ে বুঝিয়ে দেই। ধরুন আপনার একটি গাভী কিনলেন বাচ্চ সহ এখন আপনি দুধ পাচ্ছেন। আপনি অন্যদেরকে উৎসাহীত করলেন যে সবাই যদি একটি গাভী কিনে তাহলে আর ভেজাল দুধ কিনতে হবেনা। নিজের বাড়ির খাটি দুধ খাওয়া যাবে। এখন আপনার কথায় উৎসাহীত হয়ে একজন একটা গাভী কিনে আনল কিন্তু দুধ দেয় না কারন তার কোন বাচ্চা নেই। সে আপনাকে বললে আপনি তাকে বললেন যে ভাই আপনি আরো একটু চেষ্টা করে দেখুন আল্লাহর রহমতে হয়ে যাবে। এখন আপনার কী মনে হয় তা কী কোন দিন হবার। ঐ লোকটার এখন দরকার তার গাভীটাকে একটা ষাড় এর কাছে নিয়ে যাওয়া যাতে নির্দেষ্ট প্রক্রিয়ায় এবং নির্দিষ্ট সময় পর তার গাভীটা একটা বাচ্চা দেয় আর তখনই ঐ লোকটা আপনার মত ফ্রী ফ্রী দুধ খাইতে পারবে। কি? কিছু বুঝলেন? আর তাই যাদের ডেস্কটপ আছে তাদের পিসির জন্য দরকার একটা Wi-Fi trasmit এবং Wi-Fi Receiver. (যা ঐ গাভীর জন্য ষাড়ের মত কাজ করবে)। আপনি “Nisshongo Sultan” ভাই সহ আরও অনেকে আপনাকে এই প্রশ্নটা করেছে তাদের উত্তর দেন না কেন। শুধু গাজাখোরের মত রাস্তা ঠেলতেছেন সোজা করার জন্য। আশাকরি এর পর আপনার আর কোন ভ্রান্ত ধারনা থাকবেনা। জানি আপনি টিউনটি কষ্ট করে করেছেন সকলের উপকার করার জন্য। কিন্তু সবকিছু বিস্তারিত জেনে তার পর সবাইকে তথ্য দিবেন। ধন্যবাদ আপনার টিউনের জন্য।

        Level 0

        @মাসুদুর রহমান: ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আমি ল্যাপটপ ব্যবহার করি। কিন্তু Nisshongo Sultan ভাই যে হ্যাকিং রের কথা বলল । ভাই মানুষ ই ভুল করে আর আমি ও কয়েক দিন থেকে টিউন করছি , তা আবার মনের আবেগে । আশা করি সামনে টিউন করার সময় ভাল করে করব এবং আপনাদের কে পাব। ভাল থাকুন।

          Level 0

          nizamuddin212 ভাই যদি Wi-Fi trasmiter এবং Wi-Fi Receiver বিল্টইন দেওয়া থাকে তা হলে হবে কোনো ডিভাইসর দরকার নাই । কিন্তু যদি না থাকে তা হলে ওয়াইফাই ডিভাইসর কিনতে হবে।
          ধন্যবাদ আপনাকে।

Level 0

nizamuddin212 ভাই যদি Wi-Fi trasmiter এবং Wi-Fi Receiver বিল্টইন দেওয়া থাকে তা হলে হবে কোনো ডিভাইসর দরকার নাই । কিন্তু যদি না থাকে তা হলে ওয়াইফাই ডিভাইসর কিনতে হবে।
ধন্যবাদ আপনাকে।

windows7 or windows8 যাই হোক না কেন, ডেস্কটপ এ এইটা ইন্সটল দিয়া সারাজীবন চেষ্টা করলেও আর ১০০০বার কম্পিউটার রিস্টার্ট দিয়াও লাভ হবে না যদি না কম্পিউটার এ ওয়াই ফাই ডিভাইস না থাকে। আশা করবো বিস্তারিত জেনে টিউন করবেন। শুধু শুধু আজাইরা সফটওয়্যার ইন্সটল দেওয়াবেন না আর না বুইঝা কমেন্ট করবেন নাহ। কার কি সমস্যা তা একটু বুঝার চেষ্টা করবেন। আর একটা বিষয় হয়ত আপনি জানেন না Hack3r রা সবসময় এই রকম টোপ ই দেয়।।

    Level 0

    @Nisshongo Sultan: ধন্যবাদ ভাই। আমি তু নতুন তাই। ওকে আর হবেনা। সাথে থাইক্কেন………………।

Level 0

bajare pawa jay emon 1ta ইউএসবি টাইপ ওয়ারলেস লেন কার্ড er nam amake bolte parle ami khubi upokrito hobo ……Ami connectify use kora jani …..kintu shudhu laptop a connection pay …..Desktop er jonno koyekdin age TP LINK TL-WN821N Model kine ami 1ta bash khayechi …..So jodi amake valo 1ta ইউএসবি টাইপ ওয়ারলেস লেন কার্ড er nam ba model bolen ja connectify softwear support kore , tobe ami aponar kache chiro kritogho thakbo….@মাসুদুর রহমান Vai..

    Level 0

    @Shubrojit: ভাই হয় বাংলা লেখে বা ইরেজি কিছু বুঝা না।

    @Shubrojit: ভাই আমি প্রায় ২ বছর আগে ঢাকার আগারগাও এর আইডিবি ভবন থেকে Belkin এর ইউএসবি টাইপ ওয়ারলেস লেন কার্ড আমার এক আত্মীয়কে দিয়ে কিনেছিলাম। কোন দোকান থেকে তা বলতে পারবোনা ৩য় বা৪র্থ তলাতে যেয়ে খুজে দেখতে পারেন। আমার মডেমটার পুরো নাম ছিলঃ BELKIN. Wireless G USB Network Adapter, Model No. F5D7050. আশাকরি পেয়ে যাবেন।

Level 0

Thank u মাসুদুর রহমান ভাই …..Apni ki sure BELKIN Model No. F5D7050 dia Connectify Use kora jay …..Apni jodu sure hon talole ami aita kintam ……

    @Shubrojit: আমি অন্য আর একটি মডেল (CD-R King) দিয়ে ব্যবহার করেছি। এই মডেলটা সম্ভবত বাংলাদেশে পাওয়া যায়না। তারপরও আপনি খুজে দেখতে পারেন। তবে যে মডেলই হউকনা কেন আমি সিউর আপনি নেট শেয়ার করে ব্যবহার করেতে পারবেন। শুধু Connectify ইনা যেকোন Wifi Hotspot creator বা এই জাতীয় যেকোন সফট দিয়েই আপনি ব্যবহার করতে পারবেন।

anti virus prothome jhamela korlo install korte , antivirus ke off kore install dilam ekhon bole windows firewall off korte … lol

eta installl korar theke na korai valo …

@nemitworld , আমার ব্যাবহারের জন্য প্রথমেই SORRY জানাচ্ছি। তবে টেকটিউন এর ইউজারদেড় উদ্দেসে বলছি কেও এই সফটা ইন্সটল দিবেন না, এতে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। আর nemitworld ভাই কে বলসি পোস্টটা মুছে দিলে ভাল হয়।।

    Level 0

    @Nisshongo Sultan: না ভাই মনে কিছু করি নাই। ভাই কেন অনেক বড় ক্ষতি হতে পারে। বলবেন কি বা জানতে পারি। আমি তু এখন ও ব্যবহার করতেছি কই কোনো সমস্যা হয় নাই ত। আমি ই কমেন্ট টা উওর ও সফটওয়্যার টার ওয়াইফাই দিয়ে করেছি। সমস্যা টা কই আসা করি বলবেন ।

vai amarta te install korsi but network card er ghore kono tai nisse na/ ki korbo

;

Net line ki running rakta hoba install korar somoi ?