পুরো পৃথিবীর Internet Speed বনাম বাংলাদেশ এবং 3G

আসসালামু আলাইকুম ওয়া রমাতুল্লাহি ওয়া বারাকাতু

আমরা যারা কম্পিউটার চালাই তাদের মধ্যে প্রায় সবাই ইন্টারনেট চালাই। আমাদের দেশের ইন্টারনেটের স্পিড কেমন আমরা সবাই জানি।

অন্যান্য দেশ যখন ৪জি তে চলে গেছে আমরা এখনও প্রাচীন যুগে আছি।

দুঃখের কথা আর নাই বলা ভাল।

জেনে নিন বাংলাদেশ অন্যান্য দেশের ইন্টারনেট স্পিড সম্পর্কে।

নিচে বাংলাদেশ সহ ১৭৮ টি দেশের ইন্টারনেট স্পিডের তুলনা মূলক চিত্র তুলে ধরা হল।

তালিকাটি গড় ডাউনলোড স্পিডের ভিত্তিতে করা হয়েছে।

নিয়মিত আপডেট এখান http://www.netindex.com/download/allcountries/ থেকে দেখে নিতে পারেন

বাংলাদেশের প্রধান দুই শহরের এভারেজ ইন্টারনেট স্পিড

বাংলাদেশের টপ ইন্টারনেট সেবা দানকারি কোম্পানি

  • 1. Quarry Bay 5.81 Mbps
  • 2. BTTB 3.31 Mbps
  • 3. Grameen CyberNet 3.00 Mbps
  • 4. BDCOM Online Limited 3.00 Mbps
  • 5. Telnet Communication Limited 2.80 Mbps
  • 6. ISP in Bangladesh 2.32 Mbps
  • 7. Link3 Technologies Ltd. 2.31 Mbps
  • 8. Aamra Networks 2.11 Mbps
  • 9. Link3 Technologies Limited 2.07 Mbps
  • 10. Home Users Network 1.96 Mbps
  • 11. Banglalion WiMAX 1.32 Mbps
  • 12. Drik ICT Ltd 1.29 Mbps
  • 13. Augere Wireless Broadband Bangla... 0.78 Mbps
  • 14. Mango Teleservices, IIG of Bangl... 0.72 Mbps
  • 15. New Generation Grafics 0.59 Mbps
  • 16. Banglalink 0.12 Mbps

সূত্র: http://www.netindex.com/download/2,138/Bangladesh/

এবার আসি ৩জি নিয়ে, টেলিটক নিয়ে অনেক আশা ছিল, কিন্তু সব আশা নিরাশ করে দিল। ভেবেছিলাম কম দামের মধ্যে ভাল স্পিড পাব কিন্তু সব গুড়োবালি।

তারপর আশায় আছি আমরাও একদিন 1gbps এ নেট চালাব। (এখন সপ্নে, ইনশাআল্লাহ বাস্তব একদিন হবেই)

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

i think s0methink wr0ng here. Caz i kn0w bef0r than South Korea is t0p 1st in list. and usa ett0 niche???!

ভাল লাগল…

Bro many many thanks 4 ur sup.Tune. coz ami solpo knwledge er manush.manusher kase sune ar net dekhe 3G smprk kisu vul dharona paisilam..ajj sob vul dharona mite gese…ami jantam India te Airtel 28mbps 3G speed dei@akhon janlm 2+mbps….tahole to amdr teletalk 2mbps diye akebare beshi kharap to koreni bole mone hoy…asha kori future aro speed barbe ki bolen???sudu sudu Teletalk er upor mejaj kharap korsilam(India te 28mbps dei ai vebe)

    @Sunshine_Akash: seki vai ??? india te valo speed dai bole apnar kharap lagto??? apni to dekhchi poroshrikator lok.. apnar moto lok thakle sei deshe unnoti hobe ki kore??? ar sunun reliance 3G te upto 28mbps dei speed!! ar airtel 4G flat 40mbps speed dai… ami nije vodafone 3G te 5-6mbps pai… ar apni sotti e solpo knowledge er lok!! ei speed ta average speed!! keo 1jon 40mbps use kore to baki 100jon 512kbps use kore… tahole average ta kothai daracche bujhte parchen??? r boro boro city like mumbai, delhi , kolkata, chennai, bangalore, hyderabad etc te to MTNL/BSNL er FTTH broadband achei…

    @Sunshine_Akash: asha kori apni (Amit Deb Biswas) kotha bujhte perechen, tobe indian jara tarao sukhe nei karon tader beshi speed ar binimoye onek bil gunte hoy. r indiay sorbochho speed reliance company 28mbps kintu biltao seirokom. asa kori apni bujte parechen

      @MUHAMMAD EASIN ISLAM: welcome … seta thik bolechen… net speed jemon temon cost o… 1gb 3G data 250rs(400bdt) 2gb 450rs(750bdt) etc etc… Airtel 4G 30gb for rs2999(5000bdt) etc… and recently india te 2G voice r data charge o bere geche …

দুঃখে………….আর কি বলবো।

Level 0

kotha holo amra ki asolei 1.29 e net chalai?
mone to hoy na

    @RIK: vai ata avarage speed, karon bangladesh a kew 5mnps chalay, kew 1mbps abar kew 128kbps

Level 2

৩জি, ৪জি চালুর মাধ্যমে উচ্চগতির লিংক তৈরী হয়েছে। কিন্তু দেশের ব্যান্ডউইথ স্বল্পতার কারণে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করা যাবে না। এটা ঠিক পানি সরবরাহের সাথে তুলনা করা যায়। পানি সরবরাহের লাইনে ধরুন উচ্চগতিতে পানি সরবরাহ করা যায়। এখন পানিই যদি কম থাকে তবে আপনার কাছে তা অল্প গতিতেই আসবে।

    @omi97: কথাটি আপনি ঠিক বলেন নাই। বাংলাদেশে যেই ব্যান্ডওইথ আছে তা যতেষ্ট পরিমান আছে। যা আছে তা দিয়ে সবাইকে মিনিমাম 10এমবিপিএস স্পিড দেওয়া সম্ভব। বেশিরভাগই ইউজ হয় Voip তে

    @omi97: পাবলিককে ইন্টারনেট কৌষ্ঠকাঠিন্যে রেখে সরকার পাবলিকের ব্যান্ড উইডথ লিজ দিচ্ছে ভারত, ভুটান ও মিয়ানমারকে। এর মধ্যে দুইটি দেশকে লিজ দিয়ে আয় করেছে ১০ কোটি টাকা। ব্যান্ডউইডথ অব্যাবহ্রত থাকার যুক্তি দেখিয়ে আর লিজ দেয়ার টেন্ডার দিয়েছে।

cool post

Level 0

josh…. thanks

আমাদের দেশে যথেষ্ট ব্যান্ড ওয়াইডথ আছে , কিন্তু এটা রহস্যময় কারনে রিজার্ভ রাখা হয়েছে , কারন জানিনা , এটা বিজ্ঞ জনেরা চিন্তা করে দেখুন , আর টিউনার ভাই যথেষ্ট তথ্য দিলেন অনেক ধন্যবাদ ।

@ইশতিয়াক: ভাই মাঝে মাঝে মনে হয় ব্যান্ড ওয়াইডথ দিয়ে সরকার তরকারী রান্না করে খাবে। এগুলো বিনা কারণে নষ্ট করা হচ্ছে

@ ইঅশতিয়াক ভাই বুঝলাম যে বান্ডউইথ রিজার্ভ রাখা হয়েছে। কিন্তু আপনি বুঝলেন কিভাবে আমাদের দেশে পর্জাপ্ত বান্ডউইথ আছে?

    Level 2

    @রকিব: ভাই কি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানীর নাম শুনেন নাই নাকি শুনেও না শোনার ভান করছেন? কদিন আগে আমাদের রাজু সাহেব ত্রিপুরা (ভারত) তে ইন্টারনেট ব্যান্ডওয়াইডথ ভাড়া দেয়ার কথা বলছিলেন। (এ বিষয়ে টিটিতে একটা পোষ্টও আছে মনে হয় ) তখন আপনি স্বর্গে ছিলেন নাকি মর্তে ছিলেন ভাই? উত্তর আশা করছি। নাকি ধরে নেব যে আপনি এ বিষয়ে আপনি একদম শিশু!!!

      @HEERA_81 ভাই এভাবে না বলেও পারতেন। এক্টু ভাল করে বুঝে তারপর মন্তব্য করেন। গত পরশু বিটিআরসি চেয়ারমেন বলেছেন আরো দুইটা সাবমেরিন স্থাপন করতে পারলে আরো শুলভ মুল্যে ইন্টারনেট সেবা দেওয়া যেত। আমি আপনার মত বিসিষ্ট জনের উক্তি বলতে চাইনা, আপনি বল্লেন তাই। একটু সাভাবিক ভাবে চিন্তা করে দ্যাখেন তাহলেই বুঝবেন আমাদের দেশে পর্যাপ্ত বান্দউইথ আছে কি না। আমরা প্রচুর পোশাক রপ্তানি করি কিন্তু এর শুতা, কাপর এবং অন্যান্ন প্রচুর পোশাক আমরা চিন থেকে আমদানি করি। তার পরেও আপনি আমার অনেক বড় আপনার তুলনায় আমি আশলেই শিশু।

        Level 2

        @রকিব: আপনার জানার জন্য নিচের লিংক গুলি ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি—
        https://www.techtunes.io/reports/tune-id/12455
        https://www.techtunes.io/internet/tune-id/27166
        https://www.techtunes.io/reports/tune-id/58553
        https://www.techtunes.io/reports/tune-id/106642
        আশা করি লিংক গুলি ভিজিট করলে ব্যাপার টা বুঝতে পারবেন। আর একটা কথা আপনি বললেন “যে গার্মেন্টস পন্য রপ্তানি করে যা আয় করি সে হিসেবে তার উপকরন আমদানিতে কত ব্যায় করি” এই কথার উপরে বলা যায় সেই গার্মেন্টস এর চালক যারা (শ্রমিক) তারা কি পায়? মালিকেরা তো মার্সিডিজ নিয়ে ঘোরে আর শ্রমিকরা সাধারন একটা দিনের ভাল বাজার করার সামর্থ্য রাখেনা । সেই রকম আমরা যে ব্যান্ডওয়াইডথ পাওয়ার যোগ্য তার কতটা পাই আর দেশের তরফ থেকে কতটা মূল্য পরিশোধ করি? একটু ভেবে দেখবেন। ভাল থাকবেন, ধন্যবাদ ও শুভ রাত্রী।

          Level 2

          @HEERA_81: আমার কথা গুলি হয়তো এলোমেলো এবং আক্রমনাত্মক লাগতে পারে সে জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আসলে সেই ব্রিটিশ আমল থেকে বাঙালী শোষনের শিকার। প্রতিবার শাষক পাল্টায় কিন্তু শোষন পাল্টায় না পাল্টায় না শোষিত মানুষের অবস্থা পাল্টায় শুধু শোষনের রকমফের। সেই দুঃক্ষে আর ক্ষোভে….. ক্ষমা করবেন।

    @রকিব: ভাই এখন আপনিও বুঝে গেছেন নিশ্চই ?

    @রকিব: পাবলিককে ইন্টারনেট কৌষ্ঠকাঠিন্যে রেখে সরকার পাবলিকের ব্যান্ড উইডথ লিজ দিচ্ছে ভারত, ভুটান ও মিয়ানমারকে। এর মধ্যে দুইটি দেশকে লিজ দিয়ে আয় করেছে ১০ কোটি টাকা। ব্যান্ডউইডথ অব্যাবহ্রত থাকার যুক্তি দেখিয়ে আর লিজ দেয়ার টেন্ডার দিয়েছে।

Level 0

“তারপর আশায় আছি আমরাও একদিন 1gbps এ নেট চালাব।”
এই আশা আমারও .

    @Hasan Ali: হ্যাঁ চালাবেন অবশ্যই তবে অনেক বছর বেঁচে থাকুন দোয়া করি ।

সৌভাগ্য এখনো ইন্টারনেটে আছি। বি.টি.আর.সি কোন উছিলায় আইএসপি গুলো যে বন্ধ করেনাই সে জন্য শুকরিয়া। অচিরেই ঘোষণা আসতে পারে হয়তো ” আন্তদেশীয় ও আন্তর্জাতিক সাইবার আক্রমন থেকে দেশকে রক্ষা করার জন্য ইন্টারনেট বন্ধ থাকবে, সবাইকে ইন্টারনেট নির্ভরতা কমানোর জন্য বলা হল” আদেশ ক্রমে বি.টি.আর.সি। বিচিত্র এ দেশ, যান্ত্রিকাতায় প্রবেশ করতে চায়না…………….

Level 0

আমাদের দেশে যথেষ্ট ব্যান্ড ওয়াইডথ আছে , কিন্তু এটা রহস্যময় কারনে রিজার্ভ রাখা হয়েছে , কারন জানিনা। মাঝে শূণলাম অতিরিক্ত ব্যান্ড ওয়াইডথ রপ্তানীর চিন্তাভাবনা করছে বি.টি.আর.সি। এটা একটা আত্নঘাতি সিদ্বান্ত।

ছোটবেলায় গরুর রচনা লেখার সময় লেখতাম, গরুর চামড়া রপ্তানি করে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। আর এখন অবস্থা হইল সরকার ব্যান্ডইয়িথ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে!

Level 0

kono reserve nai shob golan chora kaje use hosse

বাংলাদেশ সাবমেরিন ক্যবল কম্পানীর সিমিউই-৪ এর কক্সবাজার সংযোগে ১৬৪ জিবিপিএস ব্যান্ডউইথ আছে এবং যার ৭ ভাগের এক ভাগ অর্থাৎ ২২ জিবিপিএস আমরা সারাদেশ ব্যবহার করছি। তথ্যটি বিএসসিসিএল ডটকম ডটবিডি সাইটে ভেরিফাই করতে পারেন। ওখানে সরকারের তিন বছরের এ্যাচিভম্যান্ট বাটনে প্রেস রিলিজে আছে।

পাবলিককে ইন্টারনেট কৌষ্ঠকাঠিন্যে রেখে সরকার পাবলিকের ব্যান্ড উইডথ লিজ দিচ্ছে ভারত, ভুটান ও মিয়ানমারকে। এর মধ্যে দুইটি দেশকে লিজ দিয়ে আয় করেছে ১০ কোটি টাকা। ব্যান্ডউইডথ অব্যাবহ্রত থাকার যুক্তি দেখিয়ে আর লিজ দেয়ার টেন্ডার দিয়েছে।

Level 0

ইশতিয়াক ভাই আপনি ঠিক কথা বলেছেন

“Stop complaining your country, you fool! Just do your part well because you are your country.”

আমাদের দেশটাকে এতো ছোট করে ভাবার আগে একবার এটা ভাব্বেন যে আমাদের দেশ স্বাধীনের এখনও ৫০ বছর অ হয়নি ।
অনেকে আবার বলবেন বাংলাদেশ এর পরে স্বাধীন হওয়ার পরেও অনেক দেশ আমাদের ছেয়ে এগিয়ে ।
আমি তাদের বলতে চাই যে একবার তাদের জনসংখ্যা দেখবেন র দেখবেন যে স্বাধীনতার আগে তাদের দেশ আমাদের মত গরিব ছিল ।
Thanx……..
prOud to be a Bangladeshi……and will always be Inshahallah

Level 0

পাবলিককে ইন্টারনেট কৌষ্ঠকাঠিন্যে রেখে সরকার পাবলিকের ব্যান্ড উইডথ লিজ দিচ্ছে ভারত, ভুটান ও মিয়ানমারকে। এর মধ্যে দুইটি দেশকে লিজ দিয়ে আয় করেছে ১০ কোটি টাকা। ব্যান্ডউইডথ অব্যাবহ্রত থাকার যুক্তি দেখিয়ে আর লিজ দেয়ার টেন্ডার দিয়েছে।