ব্যক্তিগত ইমেইল হিসেবে কেন আমরা জিমেইল ব্যবহার করবো?

প্রিয় পাঠক, সালাম নিবেন। আশা করি সবাই ভালো আছেন। টেকটিউনস-এ এটিই আমার প্রথম টিউন। টিউন টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে লিখবো।

আমরা যারা কম বেশি অনলাইনের সাথে পরিচিত তাদের সবারই ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট আছে। তাছাড়া বর্তমানে ইমেইল-এর প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি। তাই যাদের ইমেইল অ্যাকাউন্ট নাই তারাও ফ্রি ইমেইল সার্ভিস প্রোভাইডারদের (জি্মেইল, ইয়াহু, এম.এস.এস. ইত্যাদি) কাছ থেকে ফ্রি ইমেইল অ্যাকাউন্ট খুলছেন। কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে আমার একটু আধটু জ্ঞান থাকায় আমার পরিচিত অনেককেই ইমেইল অ্যাকাউন্ট খুলে দিতে হচ্ছে। তবে তাদের ৯৯%-এর-ই পছন্দ Yahoo মেইল। তাদেরকে যখনই আমি প্রশ্ন করেছি “কেন Yahoo-তে খুলবেন?” তাদের প্রায় সবারই একই উত্তর “তবে কিসে খুলবো?” তাদেরকে আমি সব সময়-ই Gmail এর পরামর্শ দিয়েছি। অবশ্য দেওয়ার পিছনে আমার ভিতরে কিছু লজিকও কাছ করতো। সেই লজিকগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।

কারণসমূহ:

১. Gmail হলো অনলাইন সার্চ জায়ান্ট Google-এর একটি ফ্রি ইমেইল সার্ভিস।

২. অন্যান্য ইমেইল প্রোভাইডারদের থেকে Gmail তাড়াতাড়ি লোড হয়।

৩. Yahoo-এর মতো এতো বিরক্তিকর বিজ্ঞাপণ দেখায় না।

৪. এর ব্যাকগ্রাউন্ডসহ অন্যান্য ডিজাইন একদম সাদামাটা। যা চোখে আঘাত করে না।

৫. এটা আপনাকে দিচ্ছে ১০ জি.বি.-এরও বেশি মেমোরি স্পেস।

৬. আপনি সহজেই আপনার পছন্দ মতো Label তৈরি করে আপনার মেইলগুলো সাজিয়ে রাখতে পারবেন।

৭. Gmail আপনাকে দিচ্ছে Priority Inbox-এর সুবিধা। যা অটোমেটিক আপনার মেইল ইনবক্সে আসা গুরুত্বপূর্ণ মেইলগুলোকে এই ইনবক্সে রাখবে।

৮. জিমেইলে বিল্ট-ইন চ্যাট অপশনটি থাকায় আপনি এখান থেকেই লাইভ ভয়েজ এবং ভিডিও চ্যাট করতে পারবেন।

৯. এছাড়া জিমেইল থেকে আপনি ফ্রি এস.এম.এস. পাঠাতে পারবেন (তবে তা সব দেশ ও সব অপারেটরে এই মুহূর্তে সম্ভব নয়) ও নির্দিষ্ট রেটে বিভিন্ন দেশে কল করতে পারবেন।

এবার লিখছি আমার ব্যক্তিগত ইমেইল হিসেবে কেন আমি Gmail ব্যবহার করি।

অন্যতম কারণগুলো:

১. Gmail-এর Spam Filtering সিস্টেম অন্য সবার চেয়ে শক্তিশালী। যা আপনার ইনবক্সকে রাখবে বেশি পরিস্কার ও আপনাকে রাখবে একটু কর্মমুক্ত (কম মেইল ডিলিট করা) ও আপনার পি.সি.-কে একটু বেশি নিরাপদ।

২. Gmail আপনাকে দি্চ্ছে Two Step Verification Security System. যা আপনার ইমেইলের নিরাপত্তা দিবে আরও অনেক বেশি। (Two Step Verification Security System ব্যবহারে আমি এখনও লগইন করতে কোন সমস্যার সম্মুখিন হই নাই।)

৩. সর্বোপরি, একটি মাত্র Gmail অ্যাকাউন্ট থাকলে আপনি Google-এর প্রায় সব সার্ভিসগুলোই নিতে পারবেন শুধুমাত্র access দিয়ে কোনরূপ নতুন সাইন আপ ছাড়াই।

এই সকল কারণেই আমি মূলত আমার ব্যক্তিগত ইমেইল হিসেবে Gmail ব্যবহার করে থাকি।

টিউনটি আরও প্রকাশ হয়েছে Blogger Zia

Level 0

আমি ঘুমন্ত দয়াল বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুরুত্বপূর্ণ আরেকটা কারণ আছে, সেটা হল বিনামূল্যে POP, IMAP এবং SMTP সুবিধা। ইয়াহুতে ফ্রী একাউন্টে এগুলো বন্ধ করা থাকে।

    যারা অন্যের সহায়তা নিয়ে মেইল খোলেন কিংবা ঠিকভাবেই সিদ্ধান্ত নিতে পারেন না কোন অ্যাকাউন্টে মেইল খুলবেন আমার মনে হয় তারা এগুলো বুঝবেন না। বুঝবেন না ঠিক তা নয়; তবে ডিটেইলস বুঝিয়ে বলতে হবে। আদনান ভাই, আপনি-ই না হয় একটু কষ্ট করে এর ওপর একটা পোস্ট করে দেন। কারণ আমার লেখার হাত ভালো না। আর আমি বুঝিয়ে লিখতে পারি কম। ধন্যবাদ।

Level 2

@mohaimenul-haque ভাইয়া আমার তো ইয়াহু মেইল আছে। ঐটাতে তো আমি IMAP,SMTP সুবিধা পাচ্ছি। জিমেইলেই বরং ম্যনুয়ালি IMAP,SMTP অন করতে হয়।

    Yahoo কিংবা hot বা live mail-ও খারাপ না। তবে জিমেইল আমার কাছে মনে হয় একটু বেশি-ই ভালো।

Level 2

রিভিউ এর জন্য ধন্যবাদ। মাইক্রোসফট আউটলুক http://outlook.com ট্রাই করতে পারেন। এটাও খারাপ না

জিমেইল আমার প্রথম পছন্দ। আপনার সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

ধন্যবাদ

নতুন outlook/hotmail এর ইন্টারফেস খুব সুন্দর। আর এতে কোন বিজ্ঞাপন নেই। তবে আমি Gmail ব্যবহার করি মেইল এর মধ্যে Picture insert option- টি থাকায়, যা মনে হয় অন্য কোথাও নেই।

আর outlook ব্যবহার করি windows 8-এর metro interface apps mode-এ ব্রাউজার ছাড়াই মেল পড়া যায়, এমনকি অফলাইনেও !!!

Level 0

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।