আসুন দেখে নেই বাংলাদেশের ই-কমার্স (বিকিনিকি/বেচাকেনা) সাইট/বাজার গুলোর হালচাল!!! মজা পাবেন!!!

সবাইকে ১২/১২/১২ এর সুভেচ্ছা। এই দিনটা সবাই ভালই কাটালো।  আমার ১২/১২/১২ টিউনটি এখানে দেখে নিন। এখন আমি বাংলাদেশের ই-কমার্স অর্থাৎ নেটে বেচাকেনার সাইট সম্পর্কে কিছু তথ্য এবং তাদের সাইট শেয়ার করে দেখাব। যেখানে আপনি ফ্রি বিজ্ঞাপ দিয়ে সকল কিছু বিক্রি এবং কিনতে পারবেন খুব সহজে। আসুন তাহলে দেখেনেই।

বাংলাদেশের ই-কমার্স বা বিকিনিকির সাইট সমূহ.....

১. ই-কমার্সের প্রথম সাইট হিসাবে গ্রামীন ফোনের সেলবাজার খুবই জনপ্রিয়। এখানে আপনি সহজে জিপি নাম্বার দিয়ে যেকোন জিনিস বিক্রি করতে পারবেন আবার কিনতেও পারবেন।  এখুনি একাউন্ট খুলে নিন এখানে

২. ২য় নাম্বারে আছেন bazzarbd.com। এখানেও আপনি খুব সহজে পণ্য দেখে বিকিনিকি করতে পারবেন। এখুনি একটি একাউন্ট খুলুন এখানে। এই সাইটের কার্ড পাওয়া যায়, যার দ্বারা নির্দিষ্ট জায়গা থেকে বিকিনিকি করা যায়।

৩. আরেকটা জনপ্রিয় সাইট হল clickbd.com। একানে প্রচুর পরিমানে ভিজিটর কেনাবেচা করেন। আপনি এখানে ঢু মারতে পারেন।

৪. তারপরেই আছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বিকিনিকির সাইট bikroy.com। এখানে খুব সহজে পন্যর বিজ্ঞাপন দিয়ে দ্রুত কেনাবেচা করতে পারবেন। বিস্তারিত দেখে নিন এখানে।

৫. এর পরেই আছে ক্রয়বিক্রয়.কম। বিস্তারিত দেখে নিন এখানে

৬. বই কেনার সবচেয়ে জনপ্রিয় সাইট হল রকমারি.কম । এখানে আপনি নতুন প্রকাশিত বই সহ পার্সেলে খুব সহজে ঘরে বসে বই কিনতে পারবেন। এখানে।

অনেক বিকিনিকি করলাম!!! প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে সবকিছু। এর সাথে সাথে আমাদের ইংরেজী জানাটাও বেশি দরকার। কারন সবকিছু তে এখন ইরেজির ব্যবহার। সহজে ইংরেজি শিখতে এবং আরো কিছু তথ্য জানতে এখানে ঢু মারতে পারেন ।

আর যারা SEO এর কাজ করেন তারা এখানে দেখতে পারেন। যারা এ বিষয়ে নতুন তাদের খুব উপকার হবে।

আজ এ পযর্ন্তই। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। কোন কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং জানাবেন। আমি এখানে। আল্লাহ্‌ হাফেজ!!!

Level 0

আমি Golam Muhammad Sabbir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অনেক ধন্যবাদ।

নাম্বারিংটা কিসের ভিত্তিতে করেছেন? কই থাকলো bikroy.com, আর কই থাকলো bazzarbd.com!! তাজ্জব!
চামে নিজের সাইটের মাইকিং করে গেলেন, নাকি?

    @নাজমুল আহসান= আমি আসলে এত বড় হয়ে উঠিনি। এখোনো অনেক দেরি। আর এখানে যে লিষ্টটা দেয়া হয়েছে তা আসলে প্রতিষ্ঠা হওয়ার সময় অনুসারে। তাই বিক্রয়.কম নিচের দিকে এসেছে। কিছু মনে করবেন না। এটা আসলে আপনাদের সবার জানানোর জন্যই আমার এ পোষ্ট। আচ্ছা বলুন তো bikroy.com এর জন্য আপনি এত আগ্রহী কেন? সাইটটা কি আপনার নাকি আপনার বন্ধুর?
    কমেন্ট করার জন্য ধন্যবাদ!!!

সাইটগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়াই কি আপনার উদ্দেশ্য ছিল তাহলে পোস্টের টাইটেল টিক করেন আমি ত আরও মনে করেছি এই গুলো সম্পর্কে বিস্তারিত লিখবেন। এইগুলোর নাম ত অনেক আগ থেকেই জানি

    @Mijan Ahmed= আপনাকে ধন্যবাদ। পোস্টটাতো আমি আপনার জন্য করি নাই। যারা এ সম্পর্কে জানে না তাদের জন্য এই পোস্ট। আর বিস্তারিত তো অনেক কিছুই লিখেছি । তারপরেও যদি আপনার না হয় তাহলে আপনি এরকম একটি টিউন করে সবাই কে সাহায্য করতে পারেন। না বুঝে এত উত্তেজিত হন কেন ভাই? বুঝে কথা বলতে হয়। তাই না। ধন্যবাদ

      @Golam Muhammad Sabbir: ”আরেকটা জনপ্রিয় সাইট হল clickbd.com। একানে প্রচুর পরিমানে ভিজিটর কেনাবেচা করেন। আপনি এখানে ঢু মারতে পারেন।” ভাই এইটুকু লিখে যদি বলেন আপনি অনেক বিস্তারিত লিখেছেন তাইলে আর আমার কিচ্ছু বলার নাই, আপনাকে ধন্যবাদ।

Level 0

asol siter namtai likhen nai mia, ami anare porichoy korie dei : http://www.clickbd.com
lol

    @AlexaN= ভাই এটাই যে আসল এবং বাকি গুলি যে নকল আপনে কেমনে বুঝলেন। এই সাইটা কি আপনার। ok আপনাকে ধন্যবাদ এটা যুক্ত করে দিচ্ছি।

চলুন দেখি, আপনার দেওয়া সাইটগুলো কোনটার জন্ম কবে।
Cellbazaar: ৪ অক্টোবর ২০০৫
Bazzarbd: ১৫ আগস্ট ২০০৯
Bikroy: ২৫ সেপ্টেম্বর ২০১১
Kroybikroy: ২৫ জানুয়ারি ২০১২
Rokomari: ১২ নভেম্বর ২০১১
আপনার যুক্তিতে সব ঠিক ছিল, কিন্তু rokomari.com নিচে গেল কেন? আর এরকম কেনাবেচার সাইট শ’খানেক আছে; তালিকা থেকে তুলনামূলক অনেক জনপ্রিয় সাইট বাদ দিয়েছেন, যোগ করেছেন অখ্যাত দুইটা সাইট!
আমাকে জিজ্ঞেস করলেন, bikroy.com আমার কিংবা আমার বন্ধুর কিনা! আমি জানতে চাচ্ছি, এর bazzarbd.com সাইটটা কি আপনার?

আপনাকে ধন্যবাদ।

@নাজমুল আহসান= ভাই আমি আপনাকে বলেছি যে এত দুর আমি এখুনো যেতে পারি না। আসলে আমার কোন সাইটই নাই। আমি শুধু কেনাবেচার সাইট গুলিকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাইছিলাম। আর bazzarbd.com যদি আমার হতো, তাহলে আমি অনান্য সাইটের প্রচারনা কেন করতে যাবো বলেন। শুধুমাত্র সবাইকে জানানোর জন্য আমার এই পোস্ট।
আর আপনি বলেছেন যে rokomari.com নিচে গেল কেন? এর একটা কারন অবশ্যই আছে। আর তা হল রকমারি সাইটটা হল শুধুমাত্র ক্রয় করার সাইট। তাও আবার এখান থেকে শুধু বই কেনা যায়, অন্য কিছু কেনা যায় না। এটা নিশ্চয় যানেন!!!
আরো বলেছেন-এরকম কেনাবেচার সাইট শ’খানেক আছে; । ঠিক আছে কিন্তু সব বাংলাদেশী না। আমার জানামতে এগুলোই মোটামুটি জনপ্রিয়। আর যদি থেকেই থাকে তাহলে শ-খানেক সাইট নিয়ে আপনি একটা পোস্ট করলেই পারেন । আমি উপকৃত হবো। আর যদি এখানে জনপ্রিয় সাইট বাদ দিয়ে থাকি তাহলে সাইটের নামটা জানাবেন, যুক্ত করার চেষ্টা করব।
মোটামুটি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ভাই আপনি বোধয় খুব রেগে আছেন আমার উপর। এত উত্তেজিত হলে চলে। সব কিছু বুঝে বলতে হয়। আমার কোন ভুল হলে মাফ করবেন।
সিরিয়লের ক্রম পেয়েছেন। আবার দেখে নিন।

@helalipe= Yeah!!!