DNS নিয়ে একটি টিউনঃ দেখে নিন কখন কোন DNS Server ফাস্ট থাকে এবং ব্যবহার করুন।ইন্টারনেটের স্পীড বাড়ান।

আশা করি সবাই আল্লাহ্‌র রহমতে ভাল আছেন এবং শীতের মধ্যে খুব ঠাণ্ডায় দিন কাটাচ্ছেন।

আমাদের দেশে ইন্টারনেট স্পিড খুব কম। তাই অনেকেই DNS পরিবর্তন করেন যাতে কিছুটা স্পিড বেড়ে যায়।

কেউ গুগল এর DNS ব্যবহার করে থাকেন।

আজ আমি আপনাদের জন্য এমন একটি পোর্টেবল সফটওয়্যার শেয়ার করছি যা দিয়ে আপনি খুব সহজে ফাস্ট DNS দেখতে পারবেন।

এবং অ্যাপ্লাই করেতে পারবেন অর্থাৎ ব্যবহার করতে পারবেন।

সফটওয়্যারটির নাম DNS Jumper.

সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।

সাইজ মাত্র ৫৩৭ কিলোবাইট।

 

 

 

 

 

 

 

উপরে  সফটওয়্যারটির স্ক্রীনশট দেখতে পারছেন।

 

 

 

 

 

 

 

এটি যেভাবে কাজ করে ।

সফটওয়্যারটি ওপেন করার পর উপরের চিত্রে দেখুন Fastest Dns এ ক্লিক করুন।

কিছু সময় পর ফাস্টার Dns আসবে তারপর Apply  করুন। তারপর আবার কিছু সময় পর ওকে হয়ে যাবে।

এছাড়া Choose a free DNS Service এ ক্লিক করে পছন্দ করে DNS Server দিতে পারেন।

এবার Fastest Dns পেজটি কেটে দিন। তারপর দেখুন এরকম হবে এবং এই Dns ব্যবহার হবে।

 

 

 

 

 

 

 

এছাড়া এটা মডেম এর properties গিয়ে ব্যবহার করতে পারবেন।

আশা করি ভাল লাগলে কমেন্ট করবেন এবং ভুল হলে মাফ করবেন কারণ আমি খুব ছোট।

আর একটি কথা কেউ খারাপ মন্তব্য করবেন না।

Level 0

আমি মাজহারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শুধু DNS চেঞ্জ করলে যে স্পিড বাড়ে এমন কিন্তু নয়! তাছাড়া সার্ভার গুলোর বেশিরভাগই কিন্তু US এ অবস্থিত! বাংলাদেশে DNS ইউস করলে মাঝে মাঝে স্পিড কমেও যায়! কিন্তু একটা TRICK আছে যা দিয়ে DNS চেঞ্জ করে সবসময় স্পিড বেশী পাওয়া যায়! ভাবছি সেটা নিয়ে টিউন করব।

টিউনারকে ধন্যবাদ!

    Level 0

    Indian DNS ইউস করলে স্পিড পাওয়া যায়। কিন্তু সমস্যা হল, INDIAN DNS সার্ভার গুলোর Uptime খুব কম! I mean, Maximum time they are down!!

Level 2

Valo hoyeche. @chotto tuner

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তবের জন্য।
আমি ছোট মানুষ তাই যেটুকু জেনেছি শেয়ার করেছি।

ধন্যবাদ মাজহারুল ইসলাম ভাই। টিউনটি আমার কাজে দেবে।

@BotMaster-জি, আপনার টিউনের জন্য অপেক্ষা করছি।

উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।

অসাধারন উপস্থাপনা ।
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট

মারুফ আমিও বগুড়ায় থাকি। তুমি কোথায়?

Level 2

মাজহারুল ভাই এর দৃশ্টি আকষন করছি। ২১ তাং sundial browser ব্যবহার করতে পারছিনা, ব্রাউজার নিয়ে একটি সম্যসায় পড়েছি তাই আপনার ২১ তাং এর টিউনটি দেখুন। সেই টিউন এর নিচে আমার সম্যসাগুলো তুলে ধরেছি, আশাকরি সম্যসার সমাধান দিবেন।

Level 0

kono vai ke bolte parben kevabe n70 net use mrouter software ta download korbo? or karo kase thakle linkta den google mamar kas theke 7 din dhore download korte parlam na??

ভাল কাজ করছে। ধন্যবাদ।

@ফয়সাল৬৬: আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Level 0

vai banglalione 128kbps unlimited packz e kaz korbe ? aswer diben plz?

Level 0

আপনার টিউনটি সুন্দর হয়েছে। আমার কাছে ভালো লেগেছে। আমার একটি সাইট আছে যেখানে আমি চেষ্টা করি সবসময়ই প্রয়োজন এবং ভালো সফটওয়্যারগুলো সবার জন্য আপলোড করতে, ভারো ইনফরমেশনগুলো শেয়ার করতে। tecivai.tk এখানে আমি এই সফটওয়্যারটিকে সবার জন্য শেয়ার করব ভাবছি। আপনার মতামত কি?

আমার C Proxy অ্যাকাউন্ট হ্যাক পোস্টটি কেন ডিলিট করা হল বুজলাম না?

like

Thank You Via.

ami broad band use kori,speed valo pai,ip adress,dns,setting kora ache,change korle problem hobe?ami DNS Change korte parbo?jkn modem use kortam tkn dns change kore use kortam valo speed petam,jodi pari tahole perfect dns use korte pari amn tune diyen,jate bar bar dns change korte na hoy,bar bar dns change korle maje maje net browsing a problem hoy.dhonnobad.