যেভাবে তৈরী করবেন এই ব্লগের মত একটি বাংলা ওয়ার্ডপ্রেস ব্লগ (এ টু জেড) পর্ব ১

লেখাটির কপিরাইটঃ earnhelp.com

ওয়ার্ডপ্রেস নিয়ে অনেকদিন ধরে কাজ করলেও কিছুদিন আগেই একটি বাংলা ওয়ার্ডপ্রেস ব্লগ করলাম প্রথমবারের মত তো কিভাবে তৈরী হল সেই ব্লগ তাই আজ সবার সাখে শেয়ার করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত।

ডোমেইন এটাচ

ব্লগটি তৈরীর জন্য প্রথমেই একটি ডোমেইন ও হোস্টিং নিয়েছি। এরপর ডোমেইন এর সি প্যানেল ও হোস্টিং এটাচ করলাম এভাবেঃ

  • হোস্টিং এর সি প্যানেলে ডোমেইন ম্যানেজার এ এটাচ করার অপশনে ক্লিক ডোমেইনটি এড করলাম এবং এখান থেকে হোস্ট এর নেম সার্ভারের এ্যাড্রেসগুলো সংগ্রহ করলাম।

b7_5864129 - Control Panel_1277880144623

  • ডোমেইন এর সি প্যানেল এ গিয়ে নেম সার্ভার এর ঠিকানা বসানোর জায়গায় হোস্টিং এর ডিএনএস এ্যাড্রেস গুলো বসিয়ে দিয়ে সেভ করলাম।

Domain

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস