গিট : ইন্সটল ও কনফিগার করা

এই টিউনটি প্রথমেই দেয়া উচিত ছিল, দিতে পারিনি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি।

গিট নিয়ে কাজ শুরু করার জন্য আপনার কম্পিউটারকে গিট ব্যবহার উপযোগী করে নিতে হবে। সেজন্য আপনার কম্পিউটারে গিট ইন্সটল(install) করতে হবে। চলুন দেখে নেয়া যাক, কিভাবে গিট ইন্সটল এবং কনফিগার(configure) করে নিতে হয়।
Windows:
১. গিট প্যাকেজটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
২. ডাউনলোড করা ফাইলটি ক্লিক করে ইন্সটল করে নিন।
Linux:
Linux এর বিভিন্ন ডিস্ট্রো এর জন্য গিট ইন্সটল পদ্ধতি বিভিন্ন রকম। কিন্তু খুবই সহজ। ডিস্ট্রো অনুযায়ী terminal-এ নিচের কমান্ডগুলো লিখুন।
Debian/Ubuntu
$ apt-get install git
Fedora
$ yum install git
Gentoo
$ emerge --ask --verbose dev-vcs/git
Arch Linux
$ pacman -S git
FreeBSD
$ cd /usr/ports/devel/git
$ make install

Solaris 11 Express
$ pkg install developer/versioning/git
OpenBSD
$ pkg_add git

গিট কনফিগার:
গিট কনফিগার করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি যখন গিট এর মাধ্যমে কমিট(commit) করবেন তখন কমিটের সাথে সে আপনার তথ্য সংরক্ষণ করে রাখবে। কনফিগারেশনের সময় আপনাকে শুধু আপনার user name এবং email address বলে দিতে হবে।
Windows ব্যবহারকারীরা
গিট ইন্সটল করার পর কম্পিউটার ডেক্সটপে gitBash নামে একটি শর্টকাট ফাইল তৈরি হবে। সেটি খুলে তাতে নিচের কমান্ডগুলো লিখুন। Linux ব্যবহারকারীরা terminal-এ কমান্ডগুলো লিখতে পারবেন।
git config --global user.name "Your Name Here"
Your Name Here এর জায়গায় আপনার নাম লিখুন।
git config --global user.email "[email protected]"
এখানে যে email address দিবেন তা অবশ্যই আপনার সার্ভার অ্যাকাউন্টের email address এর সাথে মিল থাকতে হবে।
এখন আপনার কম্পিউটারটি গিট ব্যবহার উপযোগি হয়েছে। এখন থেকে আপনি আপনার কম্পিউটারে গিটের কমান্ডগুলো কাজে লাগাতে পারবেন।
আমরা আমাদের সকল কমান্ড gitBash অথবা terminal-এ লিখবো।

Level 0

আমি braveCoder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

একই সাথে এতগুলো পর্ব না দিয়ে প্রতিদিন একটি একটি করে দিন।

    Level 0

    @swordfish: আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য ধন্যবাদ। মেনে চলতে চেষ্টা করবো, ইনশাআল্লাহ

Chalie jan

কেমন আছেন আপনি। আমি আপনার এই পেজ টা পড়ে মনে হল linux ভাল জানেন তাই আপনার কাছে একটা প্রশ্ন Red hat-5 & ubuntu begener command গুলো বাংলায় দেোয়া যাবে তাহলে অনেক উপকার হরে। আমার মেইল হল [email protected]

    Level 0

    @েহেদী: আলহামদুলিল্লাহ, ভাল আছি। নাহ ভাই, লিনাক্স খুব ভালো জানি না তবে মোটামুটি ব্যবহার করতে পারি এবং লিনাক্সেই আছি। আগে ubuntu ব্যবহার করতাম এখন LinuXMint এ আছি। আপনি সুনির্দিষ্ট সমস্যা বললে চেষ্টা করবো সহযোগিতা করতে।

ভাই গিট ইন্সটল করতে পারিনাই। এরর দেখায়। আপনার ইমেইল এড্রেস টা কি শেয়ার করা যায়?

    Level 0

    @Amit Mojumder: আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন। Windows নাকি Linux

Level 0

আমার ইমেইল: [email protected].