গুগলি এডসেন্স এর বিকল্প পার্ট-১।

আমরা সবাই  গুগলি এডসেন্স নিয়ে এতটাই চিন্তিত হয়ে পরেছি যে, কোন কারন বসত গুগলি এডসেন্স ডিসেবল করে দিলে এমন অবস্থা মনে হয় যেন আকাশ মাথায় ভেঙ্গে পড়েছে। অবশ্য এটাই স্বাভাবিক কারন ক্যাশ ডলার ইনকাম বন্ধ!!! সাধারনতঃ গুগলি এডসেন্স ডিসেবল করে দিলে দ্বিতীয়বার সচল হয়ার সম্ভাবনা খুবই ক্ষীন। তাই গুগলি এডসেন্স এর বিকল্প হিসাবে খুব সুনামের সহিত অনেক গুলো প্রতিষ্টান কাজ করছে তার মধ্য খেকে যে গুলো সুনামের সহিত পাবলিশার এর টাকা পে করছে এবং ভালো সুবিধা দিচ্ছে তাদের পর্যায়ক্রমে বর্ননা দিব যা সবার উপকারে আসতে পারে।এখানে উল্লেখযোগ্য গুগলি এডসেন্স এর ১৮৪টি বিকল্প (একাংশ) :

AdBrite

Clicksor

Bidvertiser

Chitika

AdToll

Exit Junction

Yahoo Publisher Network

Target Point

Fast click

ClickThruTraffic

Absolute Agency

AcceleratorMedia

ad pepper media

adagency1 *

Adconian

AdDynamix

ADEngage

Adgenta QAds

adgridwork

Adicate

Adify

AdJungle

Adknowledge *

AdlandPro

Adlink Media

AdMentum

AdMob

AdOrigin

Adperk

Ads-Click

ADSDAQ Ad Exchange

adsmarket

AdSmart

adtechnica

Adtegrity.com

Advertising.com

Advertlets

AdVolcano *

AffiliateFuel

AffiliateFuture *

Agendize

AmaSensAds

Amazon

Ampira Media

Anastasia International

Auction Ads *

AVN Ads *

Axill

AzoogleAds

Bannerconnect

BannerSpace

BardzoMedia

BClick

Bla.st

Black Label Ads *

BlinkAccess

BlogAds

BlogKits

BlueFN *

BlueLithium

BurstMedia *

BusinessLinked

buyat

Casale Media

CBprosense

Claxon *

Click2Sell

ClickBank

Clickbooth

Clickhype

YesAdvertising

clickXchange

clixGalore

CNet Shopper

Commission Junction

Commission Monster

Copernic Media

CoverClicks *

CPX Interactive

CrispAds *

CyberBounty

DarkBlue

Dragon Media Online

easyAd

১) AdBrite:  AdBrite অল্প সময়ের মধ্য advertizersএর জন্য adwords একমাত্র প্রধান বিকল্প। AdBrite বর্তমানে গুগলের adsense এর সর্বোত্তম বিকল্প।  তাদের payouts ও খুব আকর্ষণীয় । তারা Adsenseএর চেয়ে শর্তাবলী এবং অবস্থা আরও বেশি relax করেছে  এবং আরও অধিক  বেশি ব্লগাররা সহ ক্ষুদ্রতর প্রকাশকদের সাদরে গ্রহণ করছে।

আভ্যন্তরীন প্রক্রিয়া: যদি আপনি আপনার নিজের ad হার নিযুক্ত করতে একটি প্রকাশক(পাবলিশার) AdBritere হন, এবং অনুমোদন করুন অথবা প্রতি ad বাতিল করুন তাহলে আপনার স্থানের জন্য  ad ক্রয় করে অথবা AdBrite স্বয়ংক্রিয় ad  সর্বদা গ্রহণ করেছে। AdBrite এর marketplaceএর মধ্য দিয়ে sell করে এবং আপনার পরিদর্শকে ads তাৎক্ষনিকভাবে বিক্রি করে আপনাকে এখানে সক্রিয় করে সংযোগ করে এবং বিক্রয় দল গঠন করে দেয়।এড রাজস্ব আপনার পছন্দানুযায়ী ৭৫/২৫ typically বিভক্ত করে। এইচটিএমএলের একটি ক্ষুদ্র snippetএর মধ্য দিয়ে আপনার স্থানে রেখে, তারা বিক্রয় serving, scheduling, billing, গ্রাহক পরিচালনা করে। AdBrite এর বিক্রয়ের অর্ধেকের সম্বন্ধে marketplace থেকে তৈরি করা হয় এবং বিক্রয় দল গঠন করে, অন্যান্য অর্ধেকার সময় আপনার ওয়েবসাইটে ব্যবহারকারী আপনার Ad এখানে থেকে তৈরি করা হচ্ছে এবং ক্লিক করা হচ্ছে।একজন advertiser হিসেবে আপনার নিজের ad হার নিযুক্ত করতে AdBrite ব্যবহার করতে পারেন এবং একটি একক সংগঠিত প্রচারকার্য ক্রয় করার সঙ্গে ৮০, ০০০ স্থান বা আরও বেশি  পরিদর্শকের ওপর তাৎক্ষনিকভাবে পৌঁছায়।

AdBrite এর সময় ঐতিহ্যবাহী ad নেটওয়ার্ক যেমন গুগল AdSenseএর চেয়ে আরও বেশি রাজস্ব এবং ভাল adsএর সঙ্গে প্রকাশক জোগান দিতে পারে, তারা আপনার অতিথি/পরিদর্শকে ads সরাসরিভাবে বিক্রি করার মধ্যে অতিরিক্ত ad রাজস্ব তৈরি করতে আপনার জন্য একটি রাস্তা  করে দেয়। Ad Brite আপনাকে আপনার নিজের ন্যুনতম bid মূল্য ও দেওয়ায় নির্বাচন করে এবং একটি বিকল্প ad সার্ভিস দেয়।

যদি আপনি বন্ধ AdBrite run-of-network ads বদৌলেতে আপনার ওয়েবসাইট অপশনে AdBrite ব্যবহার করেন  এবং AdBrite ads কেবল প্রদর্শন করবে যে আপনার স্থানে competitors ads প্রতিরোধ করতে আপনার এড অনুমোদন করা হচ্ছে দেখা হচ্ছে। যদি আপনার কোনও ads চলন্ত নেই, তবু আপনার Ad অথবা আপনার বিকল্প ad সরবরাহকারী এখানে প্রদর্শন করবেন।

AdBrite  Blogs and Bloggers এর সাইট সাদরে গ্রহণ করছে ।

আমার অভিজ্ঞতা  বলতে পারি  আপনি AdBriteএর সঙ্গে signup করুন এবং seeing প্রাসঙ্গিক ads প্রদর্শন করতে আপনার ওয়েবসাইটে তাদের কোড রাখুন এবং যথাযথ ভাবে আয় করুন।

AdBrite এখানে সাইনআপ করুন এড পাবলিশার এর জন্য।

উপরোক্ত গুগলি এডসেন্স এর বিকল্প প্রতিষ্টান গুলোর একাংশ দেয়া হয়েছে বাকী অংশ এক এক করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ধারাবাহিক বর্ননা অব্যাহত থাকবে। চলবে..............................

Level 3

আমি মোহাম্মদ ইয়াকুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।

ICT Specialist & IT Business Entrepreneurship, Course Curriculum expert, eLearning, Education & Industry Partnership expert. Expertise in Cyber Security, Cloud Computing, AI, Big Data, RFID, Technology Project Management, Change management, leadership & the development of comprehensive large scale eHealth programs. Former Asset Professor in University of Kuala Lumpur, Kuala Lumpur,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগলি এডসেন্স এর বিকল্প হিসাবে ভালোই কাজে আসবে আমার। টিউনটির জন্য ধন্যাবাদ।

    Level 0

    এডসেন্স আর AdBrite কি একসাথে ব্যবহার করা যায়??

Level 0

ধন্যবাদ।
AdBrite এর এড্ কি এডসেন্স দেয়া ব্লগে বসাতে পারবো।
এতে কী কী সমস্যা হতে পারে।
একটু বুঝিয়ে বললে ভাল হয়।

গুগল Adsense এর বক্তব্য: AdSense publishers may display ads from other contextual ad networks on the same page as Google ads only if the formatting or color scheme of these ads is sufficiently different from the layout of the Google ads. In other words, if you choose to place non-Google ads on the same site or page as Google ads,
it should always be clear to the user that the ads are served by different advertising networks and that the non-Google ads have no association with Google. If the formats are naturally similar, we’d ask that you use different color schemes for the competing ads.

AdBriteএর বক্তব্য: AdBrite has no policy against using multiple ad networks on the same site. Many of our clients do use our service in conjunction with AdSense and other ad networks; though, we recommend you contact those networks directly for their specific policies regarding multiple networks.

এখানে গুগল Adsense এর বক্তব্য এবং AdBriteএর বক্তব্য লক্ষ্য করুন তাহলেই আপনার সমাধান পেয়ে যাবেন।উপরোক্ত দুইটি বক্তব্য অনুযায়ী এটা পরিস্কার যে, (এডসেন্স আর AdBrite কি একসাথে ব্যবহার করা যায়??) এডসেন্স আর AdBrite কি একসাথে ব্যবহার করা যাবে।
তবে আমার মতে ওয়েব পেইজের ক্ষেত্রে একই পেইজে Google এবং non-Google ads না রাখাই শ্রেয়।
সুতরাং এটা আমরা পরিষ্কার যে একই পাতায় তাদের উভয়কে ব্যবহার করতে পারবো কিন্তু এড এর রং আলাদা হতে হবে যাতে তাদেরকে সহজভাবে আলাদা ভাবে চেনা যায়।
ধন্যবাদ Nilma Rumi।

    Level New

    হ্যা আমিও আপনার সাথে একমত।যদিও গুগল এডসেন্সের পাশাপাশি অন্য পাবলিশারের এডও গ্রহণ করে তবুও তা না ব্যাবহার করাটাই শ্রেয়।কেননা যদি কখনো গুগল দুটি এডই একই দেখতে যথেষ্ঠ পরিমান অন্যরকম নয়(!) এই কারনে আপনার এডসেন্স বাতিল করে দেয় তখন কি করবেন?
    আর আমি এখন পর্যন্ত আমার ছোট্টো ব্লগিং লাইফে ৪/৫ টি পাবলিশার ব্যবহার করে দেখেছি।অন্যদের সমস্যা একটাই।বিজ্ঞাপন ব্লগের সাথে ততোটা মিলে না যতটা গুগল করে।কারনটা খুবই সহজ।গুগলই সবচেয়ে বড় পাবলিশার।এজন্য এডব্রাইট বা অন্যদের মাধ্যমে আয়ের পথটা সহজ হলেও বিজ্ঞাপনে ক্লিক পাওয়াটাই বড় সমস্যা।
    http://techtoday4u.blogspot.com/

ধন্যবাদ সেতু আপনার মতামতের জন্য। বতর্মানে গুগল এডসেন্সের পাশাপাশি এবং শুধু একক ভাবেও অনেকেই AdBrite ব্যবহার করছে এবং ভালো এমাউন্ট আয় করছে। আমি মনে করি গুগলি এডসেন্স একাউন্ট ডিসেবল করে দিলে গুগলির পথ চেয়ে না থেকে AdBrite ব্যবহার করতে পারেন ভালো কাজে আসবে। পাশ্চাত্যর বিভিন্ন দেশে এখন খুবই জনপ্রিয় AdBrite। তাই গুগলি এডসেন্স এর বিকল্প হিসাবে AdBrite প্রথম পছন্দ। আবারো ধন্যবাদ আপনাকে।

    Level 0

    আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমার সাইট
    http://www.bdalbum.com

    এটা নতুন। আমি জানি যে, আগে একটা ভাল র্যাঙ্ক পাওয়া লাগবে অ্যাডসেন্স পাওয়ার জন্য।
    ১. আমি মাঝে মাঝে অ্যাপ্রভের রিকোয়েষ্ট করি।
    ২. আমার লক্ষ যেহেতু ADSENSE সেহেতু অন্য কোন অ্যাড ইউজ করি না
    ৩. প্রথম প্রথম না বুঝে কপি পেষ্ট করেছিলাম ( আমার মনে হয়, কোন ব্লগার নেই যে এহেন ভুল করে নাই।
    যদি আমি ADBRITE এর AD বসাই তবে এটা কী ADSENSEWATCHDOG এর রিভিউ এর সময় কোন বিরুপ প্রভাব ফেলবে?
    উল্লেখ্য যে, আমি মাত্র দুটি অ্যাডব্রাইটের HORIZENTAL অ্যাড ইউজ করতে চাই।

Level 0

আপনাকে ধন্যবাদ ভালো একটা টিউন করার জন্য.

মূল্যবান কমেন্টস এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

Level 0

এখানে তো সাইনআপ করতে প্রথমে কিছু পে করা লাগে তাই না? লাগলে কত লাগে? অন্য কোন সাইট গুলোতে ফ্রীতে একাউন্ট করা যায় না এডসেন্স এর মত?

Level 0

না ভাই আসলে আমি Tax ID টি বলতে কি বুঝিয়েছে তা বুঝতে পারলাম না আর Make checks payable to কত কি দিব দয়া করে বলে ভাল হয়

Tax ID এর ঘরে nil লিখুন এবং Make checks payable হল : সবনিম্ন কত ডলার এর চেক আপনি পেতে ইচ্ছুক, এখানে সবনিম্ন ৫ ডলার। আপনি ১০০ ডলার দিতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ ।

    Level 0

    ব্যপারটি আমি বুঝতে পারছিনা। এখান থেকে কি এ্যাড কিনে নিতে হবে। আমি এ্যাড দিলাম কিন্তু এ্যাডতো প্রদর্শন হচ্ছে না। ব্যপারটি একটু পরিস্কার করলে ভাল হয়। আমার এ্যাড দেয়া সাইটটি দেখুন তা হলেই বুঝতে পারবেন। http://www.buyeasy.tk

যে এডটি দেখছেন এটা AdBrite এর নিজস্ব এড, যারা এড দিতে চায় AdBrite এ তারা এই এড এ ক্লিক করে এডভাডাইজার হিসাবে এড দিবে। আপনি হলেন এড পাবলিশার। সুতরাং যে এড দেখাক এটা আপনার বিষয় নয়। ভিজিটর ঐ এড এ ক্লিক করলে অপনার আয় হবে। আপনি আমার এই লিংকটি দেখেন। http://www.thelinkportal.com/
প্রথমদিন অমার সাইটে একই এড দেখছিলাম। নুন্যতম ৩ঘন্টা লাগবে একাউন্ট একটিভ হয়ার। তার পর সবধরনের ইমেজ এড আপনি দেখতে পাবেন। এটা কোন সমস্যা না। ধন্যবাদ।

    Level 0

    যদি তাই হয় তাহলে ভাল কথা। আমার অবশ্য তিন ঘন্টা অনেক আগেই পার হয়ে গিয়েছে। ধন্যবাদ

এখান বাংলা িলখেত খুবই সমস্যা। আিম েটকিটউেনর উপেজলা েলেবেেলর নতুন একজন পাঠক। এডেেসন্স সম্পেকর্ জানার খিুবই আগ্রহ। িকন্ত এই িতন মাস হেলা ইন্টারেনট ব্যবহার করিছ। এমন স্বহৃদয় ব্যিক্ত আেছন েয আমােক আপন েভেব সাহায্য করেবন।টাকা আেয়র জন্য েকান িটিটউিরয়ার েপতাম ডাউন েলাড কের িনতাম। েকাথায় পাোয়া যায়?

বাংলা টাইপ করতে যে সব শব্দ সমস্যা হয় সেগুলো টেকটিউনস এর টিউন থেকে কপি-পেষ্ট করে চালান। এডসেন্স সম্পকে
টেকটিউনস এর জনপ্রিয় টিউনার শাকিল আরেফিন এর এই টিউন সমূহ এবং এই সাইটি দেখতে পারেন, আপনার কাজে আসতে পারে।
http://www.earnbd24.co.cc/2009/10/seo_02.html
আর এডসেন্স সংক্রান্ত যে কোন তথ্য গুগলে খুজলেই পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে।

    সাইমুন ধন্যবাদ আপনাকে।

আপনারা এই সাইটও ট্রাই করে দেখতে পারেন গুগলের বিকল্প হিসেবে।
http://www.adsbanger.com/?refid=5136

আমার সাইটে দেখুন:
http://24earnmoney.blogspot.com

সাইমুন ধন্যবাদ আপনাকে।

এম ইয়াকুব ভাই আপনার কথার প্রতিফলন দেখতে পারলাম নাতো।
ভাইজান আপনি বলেছিলেন ধারাবাহিকভাবে লিখবেন কিন্তু এখনতো লিখলেন তো।
ভাইজান আপনার পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় আছি।
ধন্যবাদ

যদি টাকাটা পেপাল এ নেয়ার সিস্টেম থাকে তাহলে আমাকে একটু বলেন প্লিজ

http://active-download.blogspot.com/

ভাই Keywords এ কি দিব

Level 0

এম ইয়াকুব ভাই ও পাঠক ভাই-বন্ধুগন
সালাম নিবেন। ইয়াকুব ভাই, আপনার লিখাটি পড়ে বুঝার চেষ্টা করেছি। ভাল লিখেছেন।
আপনি/আপনারা আমাকে একটু পরামর্শ দিবেন- আমি সামান্য কিছুদিন পূর্বে http://www.kazirhut.com নামে একটি বাংলা ফোরাম ওপেন করেছি। সমস্ত বাংলা ভাষাভাষী ভাই-বোনদের জন্য পরিচ্ছন্ন ও নন-এডাল্ট বাংলা ফোরাম। এখন প্রশ্ন হল ফোরামে কোন ad লাগালে ভাল হয়। আশা করি এইটুকু কষ্ট আপনি/আপনারা আমার জন্য করবেন। যাদের এই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা আছে আমি তাদের কাছেও বিনীত নিবেদন রাখব আমার ফোরামের ad এর ব্যাপারে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। সকলকে ধন্যবাদ।

Level 0

Bhiya,
Adbriye ebong Clicksor ki ek-e page a deya zabe.

Level 0

ইয়াকুব ভাইয়ের কাছ থেকে সঠিক সমাধান পাব আশা করেছিলাম। কোন উত্তর ই পেলাম না।
তবুও ধন্যবাদ।