ব্লগিং স্কুল – হয়ে উঠুন একজন সফল ব্লগার [৫ম ক্লাস] :: ব্লগস্পট এর টেমপ্লেট পরিবর্তন

ক্লাসটি পাবলিশ করতে দেরি হওয়ার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। অনেকেই হয়ত আমার উপর রেগে আছে। ইদানিং শরীরটা খুব খারাপ যাচ্ছে, তাই লিখতে মন চাচ্ছে না। যাই হক আজকে আমরা দেখব কিভাবে ব্লগস্পট এ নতুন থিম ইন্সটল করা যায়।

আমরা অনেকেই ব্লগস্পট এর বিল্ট-ইন টেমপ্লেট গুলি ইন্সটল করতে পাই কিন্তু নতুন কাস্টমাইজ টেমপ্লেট ইন্সটল করতে পারি না। আজকে আমরা দুই ভাবেই টেমপ্লেট ইন্সটল করা দেখব।

বিল্ট-ইন টেমপ্লেটঃ

ব্লগস্পট এ অনেক গুলি বিল্ট-ইন টেমপ্লেট দেয়া থাকে। সেগুলির মধ্যে আপনি আপনার পছন্দের টেমপ্লেট টি বেছে নিতে পারেন।

  • ব্লগে টেম্পলেট ইন্সটল করতে প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ডে যান।
  • টেমপ্লেট মেনুতে যান।
  • এখানে দেখবেন অনেকগুলি টেমপ্লেট দেখাবে। পছন্দের টেমপ্লেটটির উপর ক্লিক করুন।

  • এখন টেমপ্লেটটির প্রিভিউ দেখাবে।

  • পছন্দ হলে Apply to Blog এ ক্লিক করুন।
  • এবার ব্লগটি দেখুন।

এভাবে খুব সহজেই ব্লগস্পট এর টেমপ্লেট পরিবরতন করা সম্ভব।

কাস্টমাইজ টেমপ্লেটঃ

ব্লগস্পট এর বিল্ট-ইন টেমপ্লেট গুলি আমাদের পছন্দ নাও হতে পারে। এজন্য আমরা কাস্টমাইজ টেমপ্লেট ইউজ করতে পারি। ইন্টারনেটে ফ্রিতে অসংখ্য টেমপ্লেট পাওয়া যায়। গুগলে সার্চ দিলেই আপনি টেমপ্লেট এর সুমুদ্র পাবেন। এখন দেখব কিভাবে টেমপ্লেটটি ইন্সটল করবেন।

  • গুগলে সার্চ দিয়ে সুন্দর একটা টেমপ্লেট ডাউনলোড করে নিন।
  • ব্লগে টেম্পলেট ইন্সটল করতে প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ডে যান।
  • টেমপ্লেট মেনুতে যান।

  • Backup/Restore বাটনে ক্লিক করুন।

  • Browse এ ক্লিক করে ডাউনলোডকৃত টেমপ্লেটটি ধরিয়ে দিন।
  • এখন Upload বাটনে ক্লিক করুন।
  • আপনার টেমপ্লেট টি কিছুক্ষণের মধ্যে ইন্সটল হয়ে যাবে।

এভাবেই ব্লগস্পটে কাস্টমাইজ টেমপ্লেট ইন্সটল করা যায়।

এই ক্লাসটির মাধ্যমে আপনারা নিশ্চয়ই খুব সহজেই আপনার নতুন ব্লগটির জন্য একটি সুন্দর টেমপ্লেট ইন্সটল করতে পারবেন। আশা করি উপকৃত হবেন। আপনারা উপকৃত হলেই আমি সফল। কোন সমস্যা হলে কমেন্ট এর মাধ্যমে জানান। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

ব্লগিং শিখতে ব্লগিং স্কুল এ যোগ দিন

Level 0

আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ!

Level 0

vaia blog ak ta banaia felchi, oti taratari apnader daot dibo……….

অনেক সুন্দর টিউন। আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

vaia fatafati tune…. waiting for next tune.

Level 0

অনেক ভাল লাগলো। অসুস্থতার মাঝেও আমাদের মাঝে সুন্দর ক্লাশ নেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য দোয়া করি যেন আপনি তারাতারি সুস্থ হয়ে যান। আর সবসময় অপেক্ষা করি আপনার পরবর্তি ক্লাশের জন্য।

Level 0

ভালো লিখতেছেন । চালিয়ে যান………একটা পোষ্ট লিখবেন??(কিভাবে ব্লগ এর Template এর Wide বাড়ানো যায়…)

ওবুঝ বাঙ্গালী আপনাকে আপনাকে স্বাগতম!

Level 0

অসংখ্য ধন্যবাদ আপনাকে …….এত সহজ-সরল একটি ক্লাশ উপহার দেওয়ার জন্য । আশাকরি আপনার কাছ থেকে পর্যায়ক্রমে আরও অনেককিছু শিখতে পারব । আপনার জন্য শোভকামনা রইল যেন, দ্রুত সুস্থ হয়ে যান ।

ভাই আমি কোন টেম্পলেট ইন্সটল করলে দুই সাইডে ফাঁকা থাকে। মানে দুই পাশে ইঞ্চি ১.৫ করে ফাঁকা থাকে/ থিমের ছবি থাকে।

সুন্দর সুন্দর মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।

many many thank’s

Many many thxs for good tune. Waiting for next. You are good..

Level 0

অনেক অনেক ধন্যবাদ