ব্লগিং স্কুল – হয়ে উঠুন একজন সফল ব্লগার [৬ষ্ঠ ক্লাস] :: নতুন ব্লগারদের জন্য কিছু টিপস

আমি ব্লগিং স্কুলে শুধু ব্লগস্পট শেখাচ্ছি না, তাই ব্লগস্পট নিয়ে আর আলোচনা করলাম না। আমরা ইতিমধ্যে ব্লগস্পট দিয়ে একটি ব্লগ তৈরি করা, টেমপ্লেট ইন্সটল করা শিখেছি। আর যেই অপশনগুলি আছে, আশা করি আপনারা নিজে নিজেই শিখতে পারবেন। কারন ব্লগস্পট একটি সহজ ব্লগিং প্লাটফর্ম। যাই হোক অনেকেই হয়ত ব্লগস্পট এ ইতিমধ্যে ব্লগ তৈরি করে ফেলেছেন, তাদের জন্যই এই ক্লাসটি। যারা এখনো ব্লগ তৈরি করেন নি, তারা ব্লগ তৈরি করে ফেলুন অথবা এই ক্লাসটি পরার প্রয়োজন নেই।

নতুন ব্লগারদের জন্য কিছু টিপসঃ

  • অন্য ব্লগের পোস্ট কপি করবেন না। আপনি যেটুকু পারেন সেটাই সবচেয়ে ভাল।
  • ১ হাজারটি কপি করা কন্টেন্ট এর চেয়ে নিজে লেখা একটি আর্টিকেলই আপনার ব্লগের জন্য উত্তম।
  • যেকোন একটি বিষয় নিয়ে ব্লগিং করুন। এতে আপনার ব্লগের গ্রহনযোগ্যতা বারবে।
  • ডিজাইন এর দিকে এতটা সময় নষ্ট না করে কন্টেন্ট এর দিকে লেগে থাকুন।
  • অযথা উইগেট ব্যাবহার করে ব্লগটিকে ভারি করবেন না।
  • কালকে ব্লগ করে আজকেই এডসেন্স এর জন্য লাফাবেন না।
  • এমন ভাবে কন্টেন্ট লিখুন যাতে ভিজিটর খুব সহজেই আপনার লেখাটি বুঝতে পারে।
  • প্রফেশনাল ব্লগিং করতে চাইলে অবশ্যই ইংরেজিতে ব্লগিং করুন। বাংলাতে লিখলে আপনি শুধু বাংলাদেশী ভিজিটর পাবেন, তাতে কি আপনার পেট ভরবে?
  • যা পারেন না তা নিয়ে ব্লগিং করবেন না।
  • নিয়মিত পোস্ট করার চেষ্টা করুন।
  • ছোটো ছোটো অনেকগুলি পোস্ট না দিয়ে একটি বড় পোস্ট দিন।
  • সুন্দর টাইটেল ব্যাবহার করুন, যাতে টাইটেল পরেই পোস্ট সম্পরকে ধারনা পাওয়া যায়।
  • লেখাকে অযথা ঘুরিয়ে ফিরিয়ে বড় করবেন না।
  • লেখার মধ্যে উজ্জ্বল রঙ ব্যাবহার করবেন না। এতে ভিজিটর বিরক্ত হয়।
  • লেখাটিকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। প্যারা করে করে লিখুন।
  • কোন বিষয়ে দিক-নির্দেশনা দিলে টপিক আকারে লিখুন।
  • নিজেকে ব্লগার হিসিবে না দেখে ভিজিটর হিসেবে দেখুন।
  • ভিজিটর যাতে আপনার ব্লগ থেকে সন্তুষ্ট হয়ে ফিরে যায়, সেটা লক্ষ রাখুন।
  • যত দ্রুত সম্ভব ভিজিটরদের মন্তব্যের উত্তর দিন। এতে ভিজিটর খুশী হয় এবং আবার আপনার ব্লগে ফিরে আসে।
  • ভিজিটরদের সাথে কখনই খারাপ ব্যাবহার করবেন না।

এইত, আরো অনেক কিছুই বলার ছিল। এখন আর কিছু মনে হচ্ছে না। আর কোন সমস্যা হলেতো আমি আছিই। আজকে এখানেই গুড-বাই। ব্লগিং স্কুলের গ্রুপ এ জয়েন করতে এখানে ক্লিক করুন

Level 0

আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

NICE tune.Thanks

Level 0

thanks

ভাই একটা প্রশ্ন ছিল আমি যেই পোস্ট আমার ব্লগে করি সেইগুলা যদি আবার টিটি বা টিউনার পেজ এ করি তাহলে কি সেই গুলিও কপি পেস্ট এর আওতায় আসবে??

ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ। আপনি অনেক সহজ করে লিখেন তাই আমরা অতিসহজে বুঝে যাই তাই আর বেশি প্রশ্ন করা লাগে না।

ধন্যবাদ

Level 0

ভাই wordpress দিয়ে কিভাবে tectunes এর মত একটা ব্লগ বানাব তাই আপনার কাছে থেকে শিকতে চাই ।

Level 0

বাংলা ব্লগ থেকে সত্যি কি কোন ভাবে আয় করা সম্ভব না ( যদি লেখার হেডিং গুলো ইংরেজীতে হয় ) ?

Level 0

Ami ekta blog kulci.but bujte parcina bangla naki english diye suru korbo…income korte hole konta best?bangla na english?

Level 0

Apnar tune gula simple..ja sohoje buja jai.thanks

THANKS BRO. I am impressed to see your advice. I will try my best to be good blogger. pray for me and wish me. again thank you very much.

Level 2

সুন্দর পোস্ট। এখানেই কি শেষ?

Level 0

ভালো লাগলো ।আপনার ছয়টি টিউনই সেভ করে রেখেছি।ধন্যবাদ।আর আপনি সিরাজগন্জেন মানুষ নাকি? আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি।এক্সেপ্ট কইরেন। শাহজাদপুর, সিরাজগন্জে আমার দাদার বাড়ি।

গুড

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।