চালু হলো সহজে ছবি আপলোড এবং শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট “pixtube” Beta 1.0. সম্পূর্ণ অ্যাডস মুক্ত।

এই ওয়েবসাইটটিতে আপনারা যা যা সুবিধা পাবেনঃ

  • সহজ ইমেজ শেয়ারিং  সিস্টেম। শুধু আপনার ডিভাইস থেকে ইমেজ সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করলেই আপনার ইমেজটি সার্ভারে আপলোড হয়ে যাবে। এবং আপনাকে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেয়া হবে।
  • ইমেজ সার্ভারে আপলোড হওয়ার পরে আপনাকে দুইটা লিঙ্ক দেয়া হবে। একটা সামুর ব্লগে ইমেজ শেয়ার করার জন্য। আর অপরটি ডিরেক্ট ইমেজ লিঙ্ক। ডিরেক্ট ইমেজ লিঙ্ক দিয়ে আপনি আপনার ইমেজটি যেকোন জায়গাই, ওয়েবসাইটে বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।
  • সর্বোচ্চ ৫ মেগাবাইট পর্যন্ত ইমেজ আপলোড করতে পারবেন। আপনারা যদি সাইটটি ব্যবহার করেন তাহলে আপলোড সাইজ লিমিট বাড়িয়ে দেয়া হবে। এখন কম কারন হোস্টিং কিনতে টাকা গুনতে হয়। 🙁 আর এত টাকা গুনার পরেও যদি কেও ব্যবহার না করেন তবে আমার কি হপ্পে!! তাই এটার ভবিষ্যত আপনাদের উপর ডিপেন্ড করবে।
  • অন্যান্য ইমেজ শেয়ারিং ওয়েবসাইট আছে যারা ৩০ দিনে অন্তত একবার শেয়ারকৃত ইমেজ ভিজিট না হলে ইমেজটি ডিলিট করে দেয়। কিন্তু ([pixtube) আপনার ইমেজটি আজীবন সংরক্ষন করবে যতক্ষন না পর্যন্ত আপনি কোন রুলস ভঙ্গ করবেন।
  • আপনি আপনার ইমেজ রিসাইজ করতে পারবেন। এই ওয়েবসাইটটিকে আপনি ইমেজ রিসাইজ করার জন্যেও ব্যবহার করতে পারবেন। সেখানে  Height এবং Width নামে দুটি টেক্সট বক্স আছে। আপনি আপনার ইচ্ছামত সাইজ বসিয়ে দিয়ে রিসাইজ করে নিতে পারবেন। রিসাইজ করার দরকার না থাকলে রিসাইজ টেক্সট বক্স দুটা ফাকাই রেখে দিবেন
  • ইমেজ গ্যালারি আছে। সেখানে আপনাদের আপলোড করা ইমেজ গুলো শো করবে। তবে আপনি যদি চান আপনার ইমেজ আপনি এবং ইমেজের শেয়ার কৃত লিঙ্ক ছাড়া বাকি সবার কাছে হিডেন থাকবে, সেটাও করতে পারবেন। এজন্য Private Image নামে একটা মার্ক বক্স আছে। আপলোড করার সময় এটাতে মার্ক করে দিলে আপনার আপলোডকৃত ইমেজ প্রাপ্ত লিঙ্ক ছাড়া গ্যালারি, সার্চ সেকশন বা অন্য কোথাও শো করবে না।
  • URL থেকে রিমোট আপলোড করার সুবিধা পাবেন।
  • এছাড়াও কোন সমস্যা হলে Contact us সেকশন থেকে আপনার অভিযোগ, কমেন্ট বা এডভাইস পাঠাতে পারবেন।
  • সার্চ অপশন আছে। এখান থেকে ইমেজ সার্চ করে সহজেই আপনার ইমেজ খুজে বার করতে পারবেন।
  • মোবাইল থেকেও আপলোড এবং শেয়ার করার সুবিধা পাবেন। যেকোন ভার্শনের Opera Mini সাপোর্টেড।

বিশেষ দ্রষ্টব্যঃ ওয়েবসাইটটি বেটা রিলিজ ১.০ পরীক্ষা মুলকভাবে চালনো হচ্ছে। কোন সমস্যা পাওয়া গেলে জানাবেন আশা করি। সব ঠিকঠাক থাকলে আপনাদের সম্মতি অনুসারে ফাইনাল রিলিজ করা হবে।  ওয়েবসাইটটির লিঙ্ক নিচে দেয়া হয়েছে... আপনারা ছবি আপলোড করে শেয়ার দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন...

ওয়েবসাইটটি পরীক্ষা করে দেখতে এখানে ক্লিক করুন... pixtube.tk

 

এটা টেকটিউন্সে আমার প্রথম পোস্ট তাই ভুল হলে ক্ষমার চোখে দেখবেন...

Level 0

আমি BluBerry। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সাইটটা ভালোই!

http://www.socialbug.tk