বুকমার্ক করবেন এক ব্রাউজারে আর সেটা চলে যাবে সব ব্রাউজারে!!!(আপনি এটাই খুজছেন আমি জানি)

একদিনে দুই টিউন করলাম আজকে যদিও আমার আগের টিউনটা কেউ খুজে পাবে না। আমার আগের টিউনের জন্য কারও যদি কোন ক্ষতি হয়ে থাকে তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি যে দৃষ্টিভঙ্গি নিয়ে টিউনটা করেছি প্রথম কয়েকজন ভাল বলার পরেও যখন একজন বললো টিউনটা দেয়া ঠিক হয় নাই ঠিক তারপর থেকেই সবাই বলা শুরু করছে টিউনটা দেয়া ঠিক হয় নাই ঠিক হয় নাই!!! একেই কি হুজুগে বাঙালী বলে কিনা জানি না।
"বেদনার রঙ নীল"

অনেক কথা বলে ফেললাম এবার কাজের কথা আসি। আজকে আমি আপনাদের যে সফটওয়্যারের কথা জানাবো তা দিয়ে খুব সহজেই আপনার ব্রাউজারে বুকমার্ক করা সাইট গুলো এক ব্রাউজার থেকে অন্য ব্রাউজারে কনভার্ট করতে পারবেন। যার কারনে সব ব্রাউজারেই আপনি একরকম বুকমার্ক পাবেন। অর্থাৎ বুকমার্ক এর জন্য বার বার আপনার প্রিয় ব্রাউজারের পিছনে ছুটতে হবে না। টিনটিন ভাই বা মামুন ভাই আপনারা একসাথে দুই ব্রাউজারই ব্যবহার করতে পারেন। 😛

মানে এক কথায় আপনার বুকমার্ক লিস্ট সব ব্রাউজারেই এক থাকবে। এমনকি এই সফটওয়্যারের মাধ্যমে বুকমার্ক গুলো আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। ব্যবহার করা খুব সহজ তাই আর বিস্তারিত বললাম না।
যে যে ব্রাউজার সাপোর্ট করেঃ
Google Chrome
Mozilla Firefox
Microsoft Internet Explorer
Opera
Apple Safari
Chromium and
Flock.

এটি মাত্র 3MB। সাথে প্যাচ ফাইল আছে Full version করার জন্য।
ডাউনলোড লিঙ্কঃ
Darq Software Transmute Pro v2.04
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Hasan Jubair (Al-fatah) ভাই ধন্যবাদ সুন্দর একটা জিনিস শেয়ার করার জন্য ।আর মন খারাপ করবেন না , চালিয়ে যান ।

হাসান জুবায়ের তুমিতো সব জটিল জিনিস নিয়া হাজির হও । ভালো ভালো চালিয়ে যাও ।আরেকটা বুদ্ধি দেই কিছু মনে কইরো না, তোমার টিউনগুলো সম্পূর্ন ভিন্ন ধরনের ।আমার মতে এগুলো নির্বাচিত হবার যোগ্য ।তাই এগুলো একটু বেশি বিস্তারিত লেখার চেষ্টা কইরো যেমন মনে করো এই সফটওয়্যারটার বিস্তারিত ব্যবহার বিধি সাথে পিকচার সহ আরকি।তাহলে নির্বাচিত হওয়ার চান্স বেশি থাকে ।

    মামুন ভাই আপনাকে অসাধারন ধন্যবাদ সুন্দর উপদেশের জন্য। এটা নিয়ে আজকে টিউন করার ইচ্ছা ছিল না। তারপরও করলাম একটা কারনে…….. নাহলে টিউনটা আরও বড় হতো।

    +1

nice tune………….

দারুন টিউন…………

ভাল টিউন।
ডেলিশিয়াসও ( https://www.techtunes.io/internet/tune-id/4628/ ) ব্যবহার করতে পার। আমি এটার ফ্যান 🙂

    ধন্যবাদ রনি ভাই আগে এ সম্পর্কে জানতাম না। জটিল জিনিষ।

বাহ ছেলে দেখি বড় হয়ে গেছে।
আমারে শিখাইয়া দেন কেমনে টিউন করে?
ভাল। খুবি ভালো।

    হা হা
    সাম্য ভাই ছেলেতো বড় হইছে এখন বিয়া দিতে হইবো। 😉 😛

পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কি বলল তা নিয়ে না ভেবে সামনে এগিয়ে যান। ধন্যবাদ।

    একমত
    এবং নীল লেখা গুলো আর দিয়েন না। ব্যপারটা কেমন যেনো মানায় না এখানে।

    @ ধন্যবাদ ইয়াকুব ভাই। কিছু না ভাবারই চেষ্টা করি কিন্তু তারপরও….

    @taufiq bro আসলে যারা টিউন করে তাদের কাছে টিউনটা অনেক বড় জিনিষ। কেননা এর মধ্যে অনেক সময় ব্যয় আর কষ্ট অন্তর্ভুক্ত। এখন যদি সেই কষ্টের ফসল কোন কারনে নষ্ট হয়ে যায় তাহলে নিশ্চই ভাল লাগার কথা না।
    আশা করি বুঝতে পেরেছেন।
    ধন্যবাদ।

ধন্যবাদ ভাল টিউনস।

জুবায়ের ভাই আপনারে পাইছি, গতকাল আপনার টিউন পইরা আমার হার্ট নিস্তেজ হইয়া গেছিল, পরে পাক্কা আধা কেজি খাটি সরিষার তেল মাথায় মাইখ্যা শরীরটারে লাইনে আনলাম। পরে থানায় গেলাম মামলা করার জন্য, ওসি সাহেব জিজ্ঞাস করলেন সমস্যা কি? বললাম এই এই অবস্থা, পরে বললেন, টিউনটা আমাকে দেখান। কিন্তু টেকটিউনস খুলে দেখি টিউনটা উধাও। এই যাত্রায় বাইচ্যা গেলেন, সামনে এই রকম হইলে কিন্তু খবর আছে।

    ভাই পুলিশের হাত থেকে বাচলাম নাকি আপনার হাত থেকে বাচলাম তা বুঝলাম না।
    এত ভয় পাইলে শুধু তেল মাখলে হবে না তা খাইতেও হবে।

আজকের টিউনের জন্য অশেষ ধন্যবাদ। খুব কাজের জিনিস।

Level 0

অনেক ভাল টিউন……………………

ধন্যবাদদদদদদদদ

জটিলস……………………….

আগের টিউনটা কোন বিষয়ে ছিল জানতে পারি কি?

    নরখাদকদের একটা মানুষ খাওয়ার কিছু ছবি নিয়ে টিউনটা ছিল…………

Level 0

খুব কাজের জিনিস দিলেন। একরাশ ধইন্য দিলাম।

কাজের জিনিস…ধন্যবাদ।

Level 0

কাজের জিনিস
ধন্যবাদ আপনাকে।

আপনিতো খুব ভালো একটা জিনিস দিলেন। আপনাকে কি দেওয়া যেতে পারে? পেয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো পোস্ট করেছেন। আরেকটু বিস্তারিত দিলে আরো ভালো হতো। সামনে আরো ভালো টিউনের আশায় রইলাম।

    আপনার মন্তব্য গুলো আমার কাছে খুব ভাল লাগে। 😛
    অসীম ধন্যবাদ।

থাঙ্কুউউউউউউউ ।

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

ভাল লাগল টিউনটা।

tahnks, কিন্তু ডাউনলোড হচ্ছেনা ।