অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে পারেন।

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই।অনেক দিন পর আবার টেকটিউন্স এ এলাম টিউন করার জন্য।যাই হোক এবার আসল কথায় আসি।প্রথমেই বলে নিচ্ছি,এটা আমার প্রথম টিউন,তাই ভুল হলে ক্ষমা করে দেবেন।

আমরা কমপিউটার চালানোর সময় বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ কিছু ফাইল তৈরি করে,যা পরবর্তীতে উইন্ডোজের আর প্রয়োজন হয় না এবং ওই সব অপ্রয়োজনীয় ফাইলের জন্য উইন্ডোজ স্লো হয়ে যায়।তাই কমপিউটারের গতি বাড়ানোর জন্য ওই সব ফাইল মুছে ফেলা দরকার।কিন্তু নিচের কয়েকটি ধাপ অনুসরন করে আপনি ওই সব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে পারেন।
ধাপগুলো হলো-

১.My Computer আইকনে রাইট ক্লিক করে Manage অপশন সিলেক্ট করুন।
২.Event Viewer-এ ক্লিক করে Expand করে Application-এ রাইট ক্লিক করুন এবং আবির্ভূত কনটেক্রট মেনু হতে Clear All Events অপশন সিলেক্ট করুন।সেভ করতে চাইলে No বাটনে ক্লিক করুন। একইভাবে নিচের সিস্টেমের ইভেন্টগুলো Clear করুন।
৩.এবার My Computer থেকে বের হয়ে এসে Start মেনু থেকে Run সিলেক্ট করে Text Box-এ %Temp% লিখে Enter করুন।সব সিলেক্ট করে মুছে ফেলুন।
৪.একইভাবে Start > Run > Temp > Enter।সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
৫.একইভাবে Start > Run > Temp > Recent > Enter।সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
৬.একইভাবে Start > Run > Temp > Prefetch > Enter।সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
৭.একইভাবে Start > Run > Tree > Enter।
এবার নিজেই দেখুন আপনার কমপিউটারের গতি কতটা বেড়েছে।

Level 0

আমি বশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.