এবার আরো বিস্তারিত জানুন ডোমেইন পার্ক থেকে আয় সম্বন্ধে যা হতে পারে ইন্টারনেটে আয়ের নিশ্চিত উপায় ** আপডেটেড

Domain Park এর প্রাথমিক ধারনা নিয়ে এর আগে একটি পোস্ট দিয়েছিলাম এখানে। এই পোস্টটি পড়ার আগে সেই পোস্টটি পড়ে নিলে বুঝতে সুবিধা হবে। যাইহোক আজকাল অনেককেই শুনি এডসেন্স এপ্রুভ হচ্ছে না, সাইটে ভিজিটর থাকলেও ক্লিক নেই কিংবা ব্লগিংয়ে সময় দিতে পারছেন না তাই আয় কম। তাই ডোমেইন পার্ক করে সাইটের আয় একেবারে বন্ধ হবার চিন্তা থেকে সহজেই মুক্ত হতে পারেন যেমনি ঠিক তেমনি ডোমেইনটি ভাল হলে তা বিক্রীর মাধ্যমে আপনার আয় হতে পারে কল্পনাতীত।

Domain Park
Domain Park

ডোমেইন পার্ক কি?

Domain Park সম্বন্ধে আগেও বিভিন্ন সময় বলেছি তবে আজ আরেকটু খোলাসা করে বলি। আপনি ডোমেইন পার্ক করা যায় এমন কোন সাইটে আপনার ডোমেইনটি লিস্টেড করলে সেই সাইটের দেয়া ডিএনএস রেকর্ড আপনার ডোমেইন এর সি প্যানেলে বসালে বা তাদের দেয়া লিংকে ফরোয়ার্ড করলেই আপনার ডোমেইনটি পার্ক হয়ে যাবে। এরপর সেখানে তাদের কিছু স্পন্সর এড শো করবে। যেমন এই ডোমেইনটি দেখুন http://www.worldcup-t20.com

যদি বিক্রী করতে না চান

যদি বিক্রী করতে না চান বা বিক্রী করবেন কিন্তু পার্ক করবেন না বা দুটোই করতে চান আপনার ইচ্ছা মত যে কোন অপশনই আপনি বেছে নিতে পারেন। যদি শুধু পার্ক করতে চান তাহলে লিস্টেড করার Not For Sale অপশনটি বেছে নিলেই হবে আর আপনার সাইট চালাবেন তাই পার্ক করবেন না শুধু বিক্রীর জন্য লিস্টেড করতে চান তাহলে তাও পারবেন। তবে পার্ক করলে বিক্রীর চিন্তায়ই করা উচিত।

কোথায় করবেন পার্ক?

আমি আগেও বলেছি ডোমেইন পার্ক করার জন্য সবচেয়ে ভাল হল Sedo.com এবং এখানে বিক্রীর সুযোগও সর্বাপেক্ষা বেশী। তাই আমার মতে ডোমেইন পার্ক করতে চাইলে প্রথম পছন্দ হওয়া উচিত অবশ্যই সেডো। অবশ্য গুগল এডসেন্সও ডোমেইন পার্ক করতে পারেন।

কিভাবে করবেন পার্ক

সেডোতে পার্ক করার জন্য প্রথমেই রেজিষ্ট্রশন করুন। এরপর পার্ক ডোমেইন ট্যাব থেকে ডোমেইন লিস্টেড করলেই হবে। তবে এখানে একটু জটিলতা আছে তা হল তাদের এগ্রিমেন্ট ডাউনলোড করে তাতে আপনার স্বাক্ষর দিয়ে তা আবার তাদের মেইল করতে হবে তারপরই আপনার একাউন্ট থেকে পার্ক করা যাবে।

কিভাবে হবে আয়?

আপনারা যদি পার্ক করা ডোমেইন http://www.worldcup-t20.com টি দেখে থাকেন তবে অবশ্যই খেয়াল করবেন ওখানে কোন কনটেন্ট নেই আছে বিভিন্ন স্পন্সর লিংক যেহেতু মূল জায়গা গুলোতেই স্পন্সর লিংক তাই স্বাভাবিকভাবেই ক্লিকের পরিমান বেশী হবে। আর আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি এখানে ক্লিত প্রতি আয়ও খারাপ না। আর আপনার ডোমেইনটি পার্ক করার সাথেসাথে যদি বিক্রীর জন্যও রেখে থাকেন তবে তা যেমন মার্কেটপ্লেসে দেখাবে তেমনি তা আপনার সাইটের পেজেও দেখাবে যে এটি বিক্রীর জন্য আছে অবশ্য সেডোর মার্কেট প্লেস থেকেই বিক্রী হয় বেশী। তবে সমস্যা যেটি তা হল আপনার আয় ২৫০ ইউরো না হলে আপনি তুলতে পারবেন না যা ডোমেইন বিক্রী না হলে হতে একটু সময়ই লাগে যদি আপনার ডোমেইনটি জনপ্রিয় না হয়। অবশ্য বিক্রী হলে কিন্তু এক তুড়িতেই এই অংক ছাড়িয়ে যাবার ঢের সম্ভাবনা রয়েছে। তাই পার্ক করলে বিক্রীর চিন্তায়ই করা উচিত।

কোথা হতে আসে এই অর্থ?

ডোমেইন অনেকেই পার্ক করে তার মধ্য কেউ কেউ তাদের ডোমেইনকে দ্রুত বিক্রীর জন্য পার্ক করা অন্য ডোমেইন গুলোর পেজে এড দেয়ার জন্য অর্থ প্রদান করে কতৃপক্ষকে। যেই স্পন্সর লিংকগুলোই শো করে পার্ক করা ডোমেইন এর পেজে।

কিভাবে হাতে পাবেন টাকা?

অনেকেই বলবেন যে আয় তো হলো কিন্তু টাকা পাবেন কিভাবে? এটাও খুব ইজি কারন সেডো থেকে টাকা পেপাল ছাড়া ব্যাংক একাউন্টে সরাসরি ট্রান্সফার করা যায়। তাই কোন ঝামেলা ছাড়াই দ্রুত টাকা হাতে পেয়ে যাবেন যদি আয় করতে পারেন।

ফ্রি ডোমেইনকে পার্ক

আর ইচ্ছে করলে যে ফ্রি ডোমেইন দিয়েও ট্রায়াল দিতে পারেন তাতো আগেই বলেছি তবে তা বিক্রী হয় না বললেই চলে। তারপরও পার্ক থেকে কিন্তু আয়ের সম্ভাবনা কিন্তু রয়েই যায় তা হোক না ফ্রি ডোমেইন।

সত্যিই কি ভাল আয় করা যায়?

অনেকেই বলে থাকেন ডোমেইন পার্ক থেকে আয় সহজে হয় না অথবা অনেক ডোমেইন পার্ক করে রেখেছেন কিন্তু কোন আয় নেই। আপনার ডোমেইনটি যদি সার্চ মার্কেটিংয়ের জন্য অপটিমাইজ করে থাকেন এবং আগের কিছু ব্যাকলিংক থেকে থাকে তবে আয় করাটা যে খুব কঠিন কিছু নয় সেটা বোধ করি আর বলার প্রয়োজন নেই কারন ভিজিটর আসলে এখানে ক্লিক পাবার সম্ভাবনা ২০% এর উপরে যা এডসেন্সে ৫% এর নিচে। আর ভিজিটর বেশী হলে বিক্রীর সম্ভাবনাও অনেকখানি বেড়ে যায়।তবে ভিজিটর আনার জন্য যেটা করা উচিত পার্ক করার আগে কিছুদিন ব্লগ বানিয়ে তার অনপেইজ অপটিমাইজ করা এবং পার্ক করার অফপেইজ অপটিমাইজ অব্যাহত রাখা। আর চেষ্টা করবেন অবশ্যই আন্তর্জাতিক গুরুত্বপূর্ন এবং ভালো নামের ডোমেইন নিতে।

তবে দেরী কেন? দেখুনই না আমার কথাটা একটু যাচাই করে।

পূর্ব প্রকাশঃ http://www.EARNHELP.com

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শাকিল ভাই। আপনি অনেক আগে এ রকম একটি টিউন করেছিলেন। প্রায় ৮-৯ মাস আগে। আমি তখন ২ টি টপ লেভেল ডোমেইন কিনেছিলাম। যার একটির দাম এখন $ ৫০০ এ উঠেছে। সবাইকে এ সুযোগটা গ্রহন করা উচিত। শাকিল ভাই আপনার একটি ডোমেইন শুনেছিলাম $১০০০ ডলারে উঠেছিল। ওটার খবর কি?

    হূমম, ভালো খবর। তবে আমি অল্প দামে বেশ কয়েকটি ডোমেইন বিক্রী করলেও বেশী দামে যে ডোমেইনটা উঠেছিল সেটা বিক্রী করা হয়নাই কারন অনেকসময় দাম উঠে কিন্তু বিক্রী হয় না।

    শাকিল ভাই ধন্যবাদ আপনার মুল্যবান টিউনের জন্য।আমি একটি বিষয় যানতে চাই। http://linkencyclopedia.com এইটা আমার একটা ফ্রী ওয়েবডিরেকটরি।যেসব ডোমেইন এই রকম সাইট অলরেডি বানানো আছে সেই সব ডোমেইন কি সেল করা যাবে? আর আমাদেরতো পেপাল একাউন্ট নেই।আমরা টাকা নিবো কি করে ওদের কাছে থেকে?

    @নিঝুমদ্বীপ ভাই আপনাকেও ধন্যবাদ।সাইট চালু রেখে ডোমেইন পার্ক করা যাবে না তবে সেন এর জন্য মার্কেটপ্লেসে লিস্টেড করা যাবে। তবে পার্ক না করে শুধু বিক্রীর টার্গেট কররে ডোমেইনটি এবং তার অপটিমাইজেশন আরো ভালো হওয়া দরকার মানে তা যেন সহজেই নজর কাড়ে।

    আর সেডো থেকে টাকা পেপাল ছাড়া ব্যাংক একাউন্টে সরাসরি ট্রান্সফার করা যায়।

nice information

THANKYOU , VERY MUCH .

আমার টিউনও আজকে রাতেই আসতেছে …………………………….

অসংখ্য ধন্যবাদ। আমরা আরো করবো ইন্টারনেট মাধ্যমে আয় করার পদ্ধতি নিয়ে আরো বেশি বেশি টিউন করবেন।

Level 0

যথেষ্ট কার্যকর একটি টিউন। ধন্যবাদ ভাই আপনাকে।

শাকিল ভাই আপনাকে মুল্যবান টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ।

সবাইকে ধন্যবাদ দিতে দিতে মুখ ব্যাথা হয়ে গেলো, কিন্তু কি করি সবাইতো ভাল টিউন করে 🙂 । আর আপনার টিউন হলে তো কথাই নেই। আপনার প্রত্যেকটা টিউনই আমার ভাল লাগে। এ টিউনটাও তার বাইরে নয়। এটাও খুব ভাল একটা টিউন। আর চমৎকার এ টিউনটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 😀 (এই তো দেখলেন আবার ধন্যবাদ দিতেই হলো, ধন্যবাদ ছাড়া কৃতজ্ঞতা প্রকাশের সম্ভবত আর কোন সুন্দর ভাষা নেই)

শাকিল ভাই আপনার এই টিউনটি আমার কাছে অসাধারণ লেগেছে।আশা করি যারা অনলাইনের মাধ্যমে আয় করতে চায় তারা এই টিউন থেকে অনেক উপকার পাবে।ভাই আপনার কাছে কিছু জটিল এসইও টিউন আশা করছি।আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

__ __ __ ___ _____ __ __ __ ____ __ __ ___
(( ||==|| ||=|| ||_// || ||\\|| (( ___ || (( ||=||
\_)) || || || || || \\ || || \|| \\_|| || \_)) || ||

_,,.=`=”–.. _, :==””;..
; |-`..=::,’ ;-_ ,. -‘ _..=::_ ,=.’ _
./] ,’ . \’. ;-,,-” -” ”`.:\\
[ |`. .’| / | |] /,-‘_. \\
‘;|__\/__| , ‘ ,/’|. | ‘_\\_ \ `. ,”
./’;’/ \\’:..,//|/|/ `-`\ -.`-.|-. , |
,/’ \\;” /)_ _(\ ‘= \.\::’ ||;
|| .’ “` ) ( “` ) || | /
\| || , | _…_ `| `/” .. /,”
|/. :;//’ _/._’.’ ‘.’_.’ ” `/
/\” ;/’ .’ | , _) | \ ,–.`
..’`’,’ /;//`”^”\’-` [-,,,=]’ `–..-‘/ ‘.
`-.:,.;/’/. ‘ ‘ \ ‘|_ =|’ / \
/ . / .’. (_D)(`\ | `\ _..-`
‘. ‘ | .’ | (_D) \ `._____/ ‘` \
|’_:/ ‘. (_D|’ _ / `. ‘.
\, .|, ‘ ‘ \ |=|”` `-._” | |
.’\__\|’ .`’\ `-‘ .| `. |
/ /^^^\ ‘ ‘ \ | _/ | |\
/: \\(`”. ,\_:-‘` ‘–.,,___.’ .’-‘
`’-.`”….-” \ /_ \|
| .| | ” )///’
:__ |. |_`| `”‘|
.’ // \’._____.’
| 😐 ‘| |
| || ||___|
.’ `/”, _.;’\===]
|`–“==-`’, /“\__.’— \
__ __ ___`–”—–‘_____ _____ ___’–____”’–‘mx__
\\ /\ //(( )) ||\\|| || ) ||== ||_// ||== || || ||
\V/\V/ \\_// || \|| ||_// ||___ || \\ || \\_// ||__|
_____ __ __ __ __ __ ____
|| ||==|| || ||\\|| (( ___
|| || || || || \|| \\_||
josssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

vai ami aponar post niye bishtarito likhlam https://www.techtunes.io/open-source/tune-id/53248/

Level 0

ধন্যবাদ আপনার পোস্টের জন্য। অনেক কিছু জানতে পারলাম।
আমি http://www.cheapratedomain.com সাইটা থেকে আজ একটা ডোমেন কিনেছি।
এটা একটা বাংলাদেশি সাইট। এরা ৬৭০ টাকা দিয়ে .com ডোমেন বিক্রি করে। এলার্টপে ও মানিবুকার দিয়েও কেনা যায়। আমি এলার্টপে দিয়ে কনেছি। ১১.৫ ডলার লাগে।
এ সাইটা আমার কাছে ভালই মনে হয়েছে। তারপরও কারো এ সাইটার ব্যেপারে কিছু জানা থকালে জানান।

শাকিল ভাই আপনার earnhelp.com সাইটতা তো অনেক সুন্দর করছিলেন কিন্তু অনেক দিন তো কোনো পোষ্ট দেন না ।
শাকিল ভাই godaddy.com থেকে ডোমেইন কিনতে গেলে আমাদের দেশে কোন ব্যাংকে কি রকমের অ্যাকাউন্ট থাকা লাগবে যদি জানা থাকে একটু বিস্তারিত জানাবেন ।