গুগল এ্যডসেন্স এর বিকল্প এ্যড

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আসা করি আপনারা আল্লার রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন কিছু না কিন্তু নতুন্দের জন্য নতুন । যারা জানেন তারা এইদিকে আসবেন না কারন আপনাদের সময় নষ্ট হবে, তবে হ্যাঁ আসলে ভালো, না আসলে আরও ভালো। আগেই ক্ষমা ছেয়ে নিচ্ছি, কারন কেউ যদি এর আগে চিতিকা নিয়ে লিখে থাকেন, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন । আসা করি নতুনদের ভালো লাগবে।কাজের কথায় আসি,

অনলাইনে বিজ্ঞাপন নেটওয়ার্ক গুলির মধ্যে চিতিকা একটি।যারা ওয়েবসাইট/ব্লোগ পরিচালনা করে থাকেন তাদের প্রথম পছন্দ গুগলের এডসেন্স।কিন্তু এডসেন্স এপ্রুভ না হওয়া,সামান্য ভুলেই ব্যান হয়ে যাওয়া ইত্যাদি কারনে অনেকেই এডসেন্স ব্যবহার করতে পারেন না।তাই তারা বিকল্প পথের সন্ধান করে থাকেন।সেই পথটিই হচ্ছে চিতিকা।যারা চিতিকা সম্পর্কে ভাল জানেন তারা একবাক্যে বলে থাকেন‌‌ ‘এডসেন্সের প্রধান বিকল্প chitika’ সত্যিই chitika এডসেন্সের প্রধান বিকল্প।আসুন জেনে নেই চিতিকা ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যাবে।
চিতিকার সুবিধাগুলি:
*তাদের এড তিন ধরনের টেক্ট,লিস্ট ও মোবাইল এড।
*চিতিকা এড সেটিংস থেকে মুলত টেক্ট/চিত্রভিত্তিক/টেক্ট ও চিত্রভিত্তিক তিনধরনের এড ব্যবহার করতে পারবেন।সাধারনত সিলভার মেম্বারদের জন্য টেক্ট এড বেশী দেখা যায়।
*চিতিকা টাকা দেয় ক্লিকপ্রতি অর্থাৎ ভিজিটর ক্লিক করলে টাকা পাবেন।
*চিতিকাতে দু-ধরনের মেম্বারশীপ হয়ে থাকে-সিলভার ও গোল্ড।আমেরিকার ভিজিটর বেশী হলে গোল্ড না হলে সিলভার।
এককথায় তারা প্রচুর সুবিধা দিয়ে থাকে।
চিতিকাতে আপনার একাউন্ট না থাকলে এখানে ক্লিক করে একাউন্টের সম্পর্কে আরও বিস্তারিত সুবিধা জেনে আবেদন করতে পারেন অথবা অ্যাকাউন্ট করতে ছাইলে উপরের চিতিকার সুবিধা গুলি এ ক্লিক করলেই অ্যাকাউন্ট খুলতে পারবেন ।তবে অবশ্য অ্যাকাউন্ট খলার সময় publishers অ্যাকাউন্ট খুলবেন ।ক্ষমা করে দিবেন সময়ের কারনে বিস্তারিত লিখে শেষ করতে পারলাম না। এরা পেমেন্ট করে ত্থাকে ছ্যাঁক অথবা paypal এর মাধ্যমে।

Level 0

আমি নূরে করিম শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু আলাইকুম। আমি নূর করিম শুভ। আমি একজন ছাত্র। আমার প্রধান শখ ওয়েব ডিজাইন।এছারা অবসর কাটাই বই ও টেক টিউনস পড়ে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস