ডিজিটাল বাংলার ডিজিটাল ইন্টারনেট আর ক্লাসিক সরকার।

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন।আজকে আমি বাংলাদেশের ইন্টারনেট সর্ম্পকে আপনাদের কিছু বলতে চাই।ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রথম যেটা লাগবে সেটা হল ইন্টারনেট।আর এই ইন্টারনেট ব্যবহার করবে জনগণ। আর এই ইন্টারনেট যেহেতু জনগণ ব্যবহার করবে সেহেতু এর দাম জনগণ এর সাধ্যের মধ্যে রাখতে হবে,আর এই কাজ করার দায়িত্ব হচ্ছে সরকারের।কিন্তু আমাদের দেশের সরকার কিছুই করচ্ছে না।মুখে বলচ্ছে ডিজিটাল বাংলাদেশ করব কিন্তু কাজের কোন খবর নেই।কিছুদিন আগে ইন্টারনেট এর দাম কমানোর জন্য দেখলাম আনদোলন করা হল BTRC নাকি বলেছিল এক মাসের মধ্য দাম অর্ধেক করা হবে কিন্তু কই। এই সব আন্দোলন কি সরকার ও তার আমলারা চোখে দেখে না।অন্যান্য দেশের ইন্টারনেট কত ভাল আর আমাদের দেশের ইন্টারনেটের অবস্থা কি করুন।কিছুদিন আগে facebook এ দেখলাম হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় লিখেছেন আওয়ামিলীগ পুর্ননির্বাচিত হলে তারা নাকি তখন সাধারন গ্রাহকদের জন্য ইন্টারনেট এর দাম কমাবে।কিন্তু তারা এই পাঁচ বছরে কি বসে বসে ছিড়েছে নাকি যে জনগনের জন্য দাম কমাবার সময় পাইনি,নাকি জনগণের কথা মনে ছিল না এতদিন।তারা শুধু অপারেটরদের জন্য দাম কমায়ছে,ক্যারে ভোট কি তোদের অপারেটররা দেয় না জনগণ দেয় যে তোরা জনগণের স্বার্থের কথা না ভেবে তোরা অপারেটরদের স্বার্থ ভাবিস।আর অপারেটরদের কথা কি বলব,দুইশত বছর আগে ইংরেজরা যেমন আমাদের রক্ত চুষে খেত আর এখন অপারেটররা আমাদের পকেটের টাকা চুষে খাচ্ছে।আর BTRC তে অপারেটরদের কিছু দালাল আছে তারা আমাদের সাথে হারামি করছে। আর আমাদের দেশের সরকার ও সরকারের আমলারা চুপ,তারা শুধু মুখে বলে ডিজিটাল বাংলাদেশ করব,কিন্তু তারা ক্লাসিক বাংলাদেশই করতে পারেনি এখনও।তারা দুর্নিতী করে দেশের অনেক টাকা মেরেছে এবং কিছুদিন পরই বিদেশ পাড়ি জমাবে দেশের কথা তাদের মনে থাকবে না।দেশে থাকব আমরা তাই আমাদেরকেই আমাদের ন্যায্য অধিকার আদায় করতে হবে।আমি আপনাদের বলতে চাই যারা আমার এই পোষ্টটি পড়েচ্ছেন তারা বিভিন্ন পত্রিকায় ও টিভি চ্যানেলে ইমেল করবেন।এবং আপনাদের পরিচিত যদি কোন সাংবাদিক থাকে তবে তাদেরকে এ সর্ম্পকে অবহিত করবেন এবং এ সর্ম্পকিত খবর পত্রিকায় ছাপানোর জন্য অবহিত করবেন।

পত্রিকা ও টিভি চ্যানেলের ইমেল নেট এ সার্চ দিলে পাবেন।আমার এখানে নেটের সমস্যা থাকার কারনে গুগল সার্চ করতে পারছি না।তাই ইমেল জোগাড় করতে পারিনি। অনেক কষ্টে টিউন করেছি।

 

 

 

 

 

আর সবশেষে বলি এই পোষ্টটি সরকারের পক্ষ বা বিপক্ষ নিয়ে করিনি,তাই কোন খারাপ মন্তব্য করবেন না।এটি ইন্টারনেট ব্যবহারকারি তথা সর্ব সাধারন এর স্বার্থ রক্ষার জন্য করেছি।দেশের জন্য করেছি।

লিখায় যদি কোন ভুল থাকে ক্ষমা করে দিবেন,বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ দীর্ঘজীবি হোক এই কামনা করি।আল্লাহ হাফেজ।

Level 0

আমি MD ASMAUL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভালো লাগলো ভাই |

Level 0

thanks

উচিৎ কথা কইছেন ভাই…।

Level 0

thanks

Level New

কিসের ডিজিটাল বাংলা ! সব শালা চোর

Level 2

জনগণ তো হচ্ছে সেই নীল চাষীদের মত।

হাটে হাড়ি ভেঙ্গে দিলোরে ভাই

ভাই টানা ৭ দিনের হরতালের ডাক দেন