Skrill (Moneybookers)এর $১৬৫ (১৬৫*৭৮=১২৮৭০ টাকা) ধরা খাইলাম বাংলাদেশী এক চিটারের কাছে।।

আসসালামু আলাইকুম, সন্মানিত টেকটিউনস ভাইদের দৃষ্টি আকর্যন করছি৷ অগোছালো ভাবে টিউন করার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারন আমি সাজিয়ে গোছিয়ে লিখতে পারি না ।এখন কাজের কথাই আসি আজ skrill (Moneybookers)এ $১৬৫ আমার ১২৪ এবং আমার বন্ধুর ৪১ ডলার (১৬৫*৭৮=১২৮৭০ টাকা) ধরা খাইলাম Md Rahat (Md Aornob Forex Facebook Name)
নামক এক প্রতারক এর কাছে। সে ফোনে বলল আমি রংপুর থাকি আর আমি থাকি উত্তরায়।প্রথম এ সে আমাকে বলল যে আপনি আমাকে আগে ডলার পাঠাব না আমি আগে টাকা পাঠাব। আমি বললাম আমি ত আপনাকে চিনি না তাহলে আগে আমি কিভাবে পাঠাব তাছারা আমি অপরিচিত কারো সাথে face to face ছারা লেনদেন করি না সে বলল ঠিক আছে সমস্যা নাই আমি আগে টাকা পাঠাব তারপর আপনি আমাকে ডলার পাঠাবেন।সে আমার বিকাশ অথবা DBBL Mobile banking এর Account no এবং কত টাকা পাঠাবে তা message দিতে বলল আমি তাকে আমার এক ফ্রেন্ড এর DBBL Mobile banking এর নম্বর দিলাম। সে বলল আমি টাকা পাতাইতাছি আপনি ডলার রেডি রাখেন। আমি বললাম ঠিক আছে। কছুক্ষন পর সে বলল আমি টাকা পাঠিয়েছি আপনি ডলার দেন। যেহেতু টাকা আসলে মোবাইলে message আসবে তাই আমি বললাম ভাই টেনশন করেননা conformation message আসলে সাথে সাথেই ডলার পাঠিয়ে দেব। এর এক মিনিট এর মধ্যেই একটা conformation message আসলো যেহেতু এর মধ্যেই আরও দুইবার ফোন দিয়েছিল তাই আমি সাথে সাথেই তাকে ডলার পাঠিয়ে দিলাম। screenshot

FB conversation

পরে আমার সেই বন্ধুটি balance চেক করে দেখে টাকা নাই। আসলে সেটা conformation message ছিলনা। সেটা ছিল conformation message এর অনরুপ একটি message যেটা অন্য একটা নম্বর ছিল যেটা DBBL এর যেই নম্বর থেকে message আসত সেই নম্বর এর মত। আজকাল যেহেতু বিভিন্ন নাম বা নাম্বার ব্যবহার করে online থেকে message পাঠানো যায় তাই এরকম লেনদেন এর সময় কখনই balance check না করে লেনদেন করবেন না। পোষ্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যাতে আমার এবং আমার বন্ধূর মত দুই মাস কষ্ট করে ইন্টারনেটের উচ্চমূল্য পরিশোধ করে উপার্জিত অর্থ এক নিমিষেই শেষ হয়ে না যায়। প্রতারক এর Mobile No: 01987-748350 FB ID
https://www.facebook.com/md.aornobforex.5
বি: দ্র: পোষ্টটিকে কখনও অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না।  আর  skrill এর ডলার যদি ফিরিয়ে আনার কোন উপাই জানা থাকলে এই অধমকে জানাবেন প্লিজ।

My FB ID: https://www.facebook.com/arifmahabub

Level 0

আমি ARIF MAHABUB। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student of Diploma-in-Engineering.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

soo sad

    @tunebd: ধন্যবাদ ভাই প্রথম কমেন্ট এর জন্য।

ahare vai sune kosto pailam,,manush ato boka hoy??

    @Alone boy: আমিও বিশ্বাস করতে পারছি না মানুয কিভাবে এতা করতে পারে।

Level 0

কষ্ট পাইলাম। তবে আপনার টিউনের শিরোনাম ঠিক হয় নাই। আসলে মানিবুকার্সেতো আপনি ধরা খান নাই ধরা খেয়েছেন বাংলাদেশী এক চিটারের কাছে। সর্বোপরি আপনার অসতর্কতাই অনেকাংশে দায়ী এ ব্যাপারটিতে। ভবিষ্যতে সাবধান হওয়ার চেষ্টা করবেন।

    @Md. Saiful: ধন্যবাদ সাইফুল ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। আর আপনার উপদেশটা মনে থাকবে।

      @ARIF MAHABUB: সাইফুল ভাই।

        Level 0

        @ARIF MAHABUB: ভাই, কিছু বলবেন? আমার ফেসবুকে আসেন। কিছু বলার যদি থাকে।

ভাই বলার আর কিছুই নাই আপনাকে। আমি বুঝলাম না আপনার ডলার বেচার কি দরকার ছিল। তার চেয়ে আপনি নিজেই একটা ব্যাংক একাউন্ট যোগ করে skrill (Moneybookers) add করে টাকা উত্তোলন করতে পারেন এতে কোন ঝামেলায় নাই। তাই আমার মতে এধরনের প্রতারকের হাত থেকে বাচার জন্য একটাই উপায় অন্য লোকের কাছে টাকা বিক্রি না করে নিজেই নিজের টাকা উত্তোলন দেন।
ধন্যবাদ

ভাই আসলে টাকাটা জরুরি দরকার ছিল তাই ডলার বেচেছিলাম। আর এখন সবই হারালাম।

মানুষকে বিশাস করতে নেই। মানুষ আগের মতো আর তার মুনষত্তবোধ রাখে না। So be Careful….

    @প্রযুক্তির অতন্ত্র প্রহরী (বেকার খাঁন): আসলেই মানুষ আগের মতো আর তার মুনষত্তবোধ রাখে না।

Level 0

Hey ARIF MAHABUB ,
I is very easy to getback your money .
you can request charge back for this transaction .
Moneybooker will 100% back your money .
I did it my past life . Search google like “moneybooker charge back policy”
or you can call me for details help 01670255268 .
make it asap . I am 100% sure you will get backyour money .

so sad news. why you believe such idiots?

apni “becreat” ai vai ke call kore jene nen kivabe money back korte hoy.r next a be carefull.valo thakben

খারাপ লাগলো। মানূষ এতো খারাপ হয় কিভাবে, যা হোক আপনার টিউন থেকে শিক্ষা নিয়ে কেউযেন সামনে প্রতারিতো না হয় সেটাই কাম্য।

শুনে খুবই খারাপ লাগলো। আসলে অনেকেই এখন বাল্ক এসএমএস এর সুবিধা নিয়ে এই রকম প্রতারণা শুরু করেছে অনলাইনে। কখনও বিকাশ, কখনও ব্যাংক এগুলো থেকে প্রায়ই এসএমএস আসে। আলহামদুলিল্লাহ্‌, আমার এক বন্ধু ওর স্ক্রীল দিয়ে আমার টাকা তুলে দেয়।

sad laglo amadr deshe j koto rokom batper ase