ইন্টারনেটে ফেইসবুকের সাহায্যে ফাইল আপলোড করুন

আমার সালাম নিবেন।আশাকরি আপনারা সবাই ভালো আছেন।কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

দিন দিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে।বাড়ছে ফেইসবুক,গুগল,টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ সাইটের ব্যবহার। বাড়ছে নানা মানেুষের বিভিন্ন ছবি,ফাইল শেয়ারিং এর চাহিদা।অনেকে বিভিন্ন ফাইল শেয়ার করতে বিভিন্ন ফাইল শেয়ারিং সাইটে রেজিস্ট্রেশন করে। কিন্তু এসব সাইট আমাদের ফাইল শেয়ারের থেকে নিজেদের ব্যবসার দিকে বেশি প্রাধান্য দেয়।যেমন: এসব সাইট থেকে ফাইল ডাউনলোড করতে গেলে একই পেজ বারবার আসে বা কোনো বিজ্ঞাপনের পেজ আসে।তাই যাদের ফেইসবুক একাউন্ট রয়েছে তাদের কোনো ফাইল আপলোড করতে অন্য কোনো ফাইল শেয়ার করার সাইটে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।কারণ যাদের ফেইসবুক একাউন্ট আছে তারা ফেইসবুকেই বিভিন্ন ফাইল আপলোড করতে পারেন। এই জন্য কোনো গ্রুপের সদস্য হলে ভালো হয়।প্রথমে ফেইসবুকের কোনো গ্রুপের সদস্য হয়ে ঐ গ্রুপে ফাইল আপলোড করতে পারেন। তারপর ঐ ফাইল ডাউনলোড করার লিং আপনার বন্ধুদরে কাছে দিয়ে দিলেই কাজ শেষ।

এভাবে আপনি ইন্টারনেটে ফাইল আপলোড করতে পারেন ফেইসবুকের সাহায্যেই।আমি ফাইল আপলোড করার জন্য একটা গ্রুপ খুলেছি। আপনাদের এই গ্রুপে জয়েন করার জন্য স্বাগত জানানো হল।আশাকরি আপনারা সবাই এই গ্রুপে জয়েন করবেন।যেকোন সমস্যায় কমেন্ট করুন।

গ্রুপটি:https://www.facebook.com/groups/anyfileuploadanddownload/

ফেইসবুকে আমি:https://www.facebook.com/sian.raji

হয়তো আবার দেখা হবে নতুন কোনো টিউনে।

Level 0

আমি SIAN RAJI। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Maximum upload size 25 MB only

    Level 0

    @ফ্রীওয়্যার পাগলা: তা ঠিক।

রকিং বস…………
………………………………………………………………………………………………………………………………………………………….. যাই হোক ফ্রি তে অনলাইনে বিজ্ঞাপন করতে আমার প্রফাইল থেকে আমার ওয়েব সাইট ভিজিট করুন। বাংলাদেশে এমন সাইট পাবেন বলে মনে হয় না।

Level 0

25 mb করে বারবার আপলোড করা যাবে।