VOIP (Voice Over Internet Protocol)

 

 

 

 

আগে থেকে জানা থাকলে পোস্টটি আড়িয়ে চলুন...

বিদেশ থেকে খুব সহজে সব মোবাইল অপারেটর থেকে কল করা জায় না, কল করা গেলেও কল রেট অনেক কাটে, সুতরাং আমাদের বিকল্প পথ অনুসরন করা লাগে, আমি আজ আপনাদেরকে বলব কিভাবে বিদেশ~দেশ/দেশ~ বিদেশে বিভিন্ন মোবাইল ও ল্যান্ডলাইন এ কম খরচে কথা বলা জায়। ইউরোপ,আমেরিকা, অস্ট্রেলিয়া সহ অনেক দেশেই VOIP এর মাধ্যমে ফ্রী কল করা যায়। কিন্তু কল রিচিভার যদি থাকেন বাংলাদেশে তাহলে  কলকারিকে প্রায় 2.30 টাকা/মিনিট কল চার্জ দিতে হয়। বাংলাদেশ থেকে যদি অন্যান্য দেশে কল করেন তাহলে অধিকাংশ দেশেই ফ্রী কল করা যায়। আমি চীনা থেকে যখন বাংলাদেশে কল করি তখন  http://www.freevoipdeal.com   ব্যবহার করি।  কিন্তু যদি এইটার মাধ্যমে কেও বাংলাদেশ থেকে চীনা তে কল করে তাহলে কোন চার্জ  ই দিতে হবে না।

ব্যবহার প্রক্রিয়াঃ

  1. প্রথমে ওয়েবসাইট এ গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে।
  2. কম্পিউটার অথবা মোবাইল এ তাদের কল করার অ্যাপ্লিকেশান টা ডাউনলোড করে নিতে হবে।
  3. EURO 10/ USD 10 আপনার অ্যাকাউন্ট এ রিচারজ করতে হবে, ১২০ দিন মেয়াদ পাবেন।
  4. আপনি যদি কলার আইডি হাইড করে কল করেন তাহলে কল রিচিভার আপনার কোন ফোন নাম্বার ই দেখতে পারবেনা। Private Number দেখাবে।
  5. আপনি চাইলে আপনার VOIP অ্যাকাউন্ট থেকে আপনার রিচারজ করা টাকা আপনার মোবাইল অ্যাকাউন্ট এ নিয়ে নিতে পারবেন
  6. কোন কোন দেশে ফ্রী তে কল করা যায় তা ওয়েবসাইট থেকে  দেখে নিন।
  7. ইন্টারনেট এর গতি ভাল মানের হতে হবে। তানাহলে কথা পরিস্কার শোনা নাও যেতে পারে। তখন আবার আমাকে গালি দেবেন্না জেন।
  8. রিচারজ সংক্রান্ত জতিলতা  এড়াতে আখানে যোগাযোগ করুন  : [email protected]
  9. অনেক গুলা VOIP  সেবা  দানকারী ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম। ইচ্ছামত বেছে নিন আপনার টা .

1: http://www.Voipstunt.com

2: http://www.Voipcheap.com

3: http://www.Voipdiscount.com

4: http://www.Sparvoip.com

5: http://www.Voipbuster.com

6: http://www.Netappel.com

7: http://www.Voipbuster.com

8: http://www.Internetcalls.com

9: http://www.Freecall.com

10: http://www.Webcalldirect.com

11: http://www.Poivy.com

12: http://www.Lowratevoip.com

13: http://www.12Voip.com

14: http://www.Nonoh.net

15: http://www.Justvoip.com

16: http://www.Voipwise.com

17: http://www.dialnow.com

18: htp :/ / http://www.smsdiscount.com

19: http://www.intervoip.com

20: http://www.calleasy.com

21: http://www.smslisto.com

22: http://www.sipdiscount.com

23: http://www.voipzoom.com

24: http://www.smartvoip.com

25: http://www.actionvoip.com

26: http://www.voipblast.com

27: http://www.jumblo.com

28: http://www.rynga.com

29: http://www.voipgain.com

30: http://www.freevoipdeal.com

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ...............

Level 0

আমি মোস্তাক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I born in Magura, I have completed my undergraduate from University of Dhaka. Now I'm doing MBA at University of Science & Technology Beijing. Facebook: mostakdu WeChat: mostakdu


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভালত ভাল কই পাইমু এত speed

ami Bangladesh e jokhon chilam tokhon 3g calu hoi nai, oita die clear sona jawer kotha, Thank you

ধন্যবাদ

you are welcome bro……

Level 0

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি টিউন করার জন্য

onek dhonnobad airokom akti utsahomulok comment er jonno @ Bnreza

unlimited voip call korar system asa?

vai jesokol deshe call rate free sei sokol deshe unlimited free call kora jabe,
jemon chinc to china call totally free,

Facebook: mostakdu

Level 0

thanks

welcome @saiful71