এসেছে ফায়ারফক্সের নতুন সংস্করণ ফায়ারফক্স ২৭!!!!!

জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের নতুন সংস্করন চালু হয়েছে।ফায়ারফক্স ২৭ নামের এই সংস্করণটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড,লিনাক্স,ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে।বহুদিন পর ফায়ারফক্সের নতুন সংস্করণ বের করলো মজিলা ফাউন্ডেশন।
এ নতুন সংস্করণটিতে গুরুত্ব দেয়া হয়েছে ফায়ারফক্স সোশ্যাল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)-এর উপর।পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে ওয়েব ২.০ সোশ্যাল বুকমার্কিং টুলস ব্যবহারের সুযোগ।এর মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক সামাজিক মাধ্যমে যুক্ত থাকার সময় নোটিফিকেশন,বার্তা একই সঙ্গে পাবেন।অর্থাৎ ফায়ারফক্সের এই নতুন সংস্করণের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সঙ্গে ব্যবহার করা যাবে।এর আগে ব্যবহারকারীরা একই সময়ে শুধু একটিমাত্র নেটওয়ার্কে যুক্ত থাকতে পারতেন।

এছাড়া গুগলের মাধ্যমে ভাষান্তরের কাজটি করার জন্য মুক্ত সোর্সভিত্তিক নেটওয়ার্কিং প্রটোকল এসপিডিওয়াই ৩.১ এবং ইন্টারনেট ব্যবহারের আরও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি (টিএলএস) ১.১ এবং ১.২ সংস্করণ যুক্ত হয়েছে।এ সুবিধাগুলো এখন ব্রাউজারের সঙ্গেই সংযুক্ত থাকবে।অ্যান্ডয়েড সংস্করণে স্থানীয় ভাষা হিসেবে লিথুনিয়ান,স্লোভেনিয়ান,দক্ষিণ আফ্রিকান ইংরেজি এবং থাই ভাষা যুক্ত হয়েছে।তাই এসব ভাষাভাষীরা এখন ইচ্ছে করলে নিজের ভাষায় অ্যান্ড্রয়েড ফায়ারফক্স ব্যবহার করতে পারবেন।এছাড়া অ্যান্ড্রয়েডেও টিএলএস ১.১ ও ১.২ সংস্করণ ডিফল্টভাবে দেয়া আছে।এছাড়া সর্বশেষ অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটের ফ্ল্যাশ সংক্রান্ত সমস্যার সমাধানটিও রয়েছে ফায়ারফক্স ২৭ সংস্করণে।

টুইনটি প্রথম প্রকাশিত হয়েছে: http://www.techjanala.com/?p=251

Level 0

আমি mfanik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

26 বার বার হ্যাং করতো। বিশেষ করে সামুতে গেলে। কিন্তু এখন chrome এ মজা পাচ্ছি।
তাছাড়া ফায়ার ফক্স ওপেন হতেই অনেক সময় লাগে।

    Level 0

    @তাজুল ইসলাম: agree. . 26 hang kore. . dekhi eta kemon. .

ঘোড়ার ডিম। অনেক অ্যাড অন তো কাজ করে না। পুরানগুলোই ভালো।

Level 0

yes পুরানগুলোই ভালো।

তাজুল ভাই থিক কইছেন। আমারটাও মাঝে মাঝে হ্যাং হয়ে যায়।

শালার ফায়ার আসলে ফাজিল

Koi, Amar tay to kono prob dekha dei na.