পৃথিবীর যেকোন শহরের এই মুহূর্তের তারিখ ও সময় জেনে নিতে চান? কিংবা দুটি আলাদা শহরের মাঝে সময়ের পার্থক্য তুলনা করতে চান? আপনার জন্য ছোট একটি অনলাইন টুলস। চাইলে টুলসটি ব্যবহার করতে পারবেন আপনার সাইটেও!

ছোট একটি টুলস নিয়ে আবারো হাজির হলাম আপনাদের সামনে। কি থাকছে আজকের টুলসে। আজকে আপনাদের সাথে ছোট একটি অনলাইন টুলস যার মাধ্যমে আপনি এই মুহূর্তে পৃথিবীর যেকোন শহরের সঠিক টাইম (সময়) জেনে নিতে পারবেন। টুলসটি কাজের কিনা জানিনা। তবুও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে এই টুলসটি আপনার সাইটেও লাগিয়ে নিতে পারবেন। এছাড়া এই টুলসটির আরেকটি সুবিধা হল দুটি আলাদা শহরের টাইমের পার্থক্যও বের করা যায় নিমিষেই।

  • এখানে ক্লিক করে দেখুন টুলসটি

আপনার ওয়েবসাইট বা ব্লগসাইটে এই টুলসটি লাগিয়ে নিতে চান?

আপনার ওয়েব সাইট কিংবা ব্লগেও লাগিয়ে নিতে পারবেন এই ছোট অনলাইন টুলসটি। এজন্য শেয়ার করছি টাইম কনভার্টার টুলসটির সোর্স কোড। পূর্বের মত যথা নিয়মে এই ছোট কোডটুকু আপনার সাইটের যেখানে ইচ্ছে সেখানে বসিয়ে সেভ করলেই হয়ে যাবে।

<script type="text/javascript" src="http://100widgets.com/js_data.php?id=174"></script><center>Widget By <a href="http://www.bloggermaurf.com">Blogger Maruf</a></center>

সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Apnar Site ta dekhlam………valo i laglo

আমার ভাল লাগছে
ধন্যবাদ ভাই