গ্রামিনে এন্ড্রয়েড ফ্রি দিয়ে দিনে ৩ জিবির বেশি ডাউনলোড করুন

আসসালামু আলাইকুম।৩ জিবি ডাউনলোড করতে আপনার এলাকায় 3G থাকা বাদ্ধ্যতামূলক।আসুন কথা না বাড়াই।

প্রথমেই ইন্টারনেট কনফিগারেশন সেট করুন।এটা করতে আপনাকে মোবাইলের Settings>More>M
obile Network>Access Point Names>Grammen Phone
এ গিয়ে অপশন [লেফট বাটন] ক্লিক করে New Apn এ ক্লিক করতে হবে।

ইচ্ছাহলে পুরাতন বানানো কোন Apn ও নিচের মত.মোডিফাই করতে পারেন।তবে খেয়াল রাখবেনএকটা এডিট
করে আরেকটা একটিভ রাখবেন না ।–
Name: ইচ্ছামত
APN:gpwap
Proxy:127.0.0.1
Port:8080

দিয়ে এই সেটিংসটি এপ্লাই করুন।এবার এখান থেকে [১২ মেগাবাইট]
http://www.appsapk.com/qpython-python-for-android অ্যাপটা ডাউনলোড করে ইন্সটল দিন।আগের থাকলে লাগবে না।

আর https://db.tt/UOKZYGKk এখান থেকে ২০ কিলোবাইটের rar ফাইল ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন।এক্সট্রাট করতে এন্ড্রয়েড এর জন্য সবচেয়ে ভাল অ্যাপ

হল B1 Archiver ,না থাকলে নামিয়ে নিন
http://www.appsapk.com/b1-free-archiver-zip-rar-unzip/
Download ফাইলটা সরাসরি ম্যামরি কার্ড/SD কার্ডে এক্সট্রাক্ট করবেন।এক্সট্রাট করার পর আপনার
দেখুন com.hipipal.qpyplus এবং একটা SimpleServer.ini ফাইল পাবেন যা copy/ move করে মেমোরি কার্ডে রাখুন ।অথবা সরাসরি ম্যামরিতেই এক্সট্রাক্ট করুন।SD card রিনেইম করলে সেটা আবার চেঞ্জ করে SD card রাখেন।আর ফোন ম্যামরি বেশি থাকলেও ফাইলগুলা SD তেই রাখবেন।
সবকিছু ঠিক থাকলে আপনার ম্যামরিকার্ডে নানান ফোল্ডারের পাশাপাশি আরো দুইটা বাড়তি ফাইল যুক্তহবে।একটার নাম com.hipipal.qpyplus এবং আরেকটা SimpleServer.ini ফাইল ।তবে আগে দেখে নিবেন এই নামের কোন ফাইল আগেই আছে নাকি ম্যামরিতে।থাকলে সোজা ডিলেট করবেন।
এক্সট্রাক্ট করা ফাইল গুলা ধরার ধরার দরকার নাই।এখন কিছুক্ষন আগে ডাউনলোড করা Qpithon এপ টা অপেন করুন। একটা সবুজ হলুদ বাটন দেখবেন,এখন মাঝখানের সবুজ হলুদ বাটন টায় ক্লিক করে ক্লিক করে Run Local Project এ ক্লিক করুন।
এবার “SUVO Settings” তে ক্লিক করুন।
এরপর এটা মিনিমাইজ করে দিন।মিনিমাইজ অর্থাত Middle Button চাপুন।তাহলে নোটিফিকেশন বারে Qpython Console লেখা দেখতে পাবেন হয়ে গেল সেটিংস করা।

এই ট্রিক্স দিয়ে নিচের অ্যাপ্সগুলি ব্রাউজ ও ডাউনলোড করা যাই।
UC Browser Mini
UC Browser
Opera mini
Easy Browser Pro
Opera Mobile
what's app
Skype
এবার ডাউনলোড এর জন্য এখান থেকে যেকোন ব্রাউসার নামান
UC Handeler 8.6 = http://www.datafilehost.com/d/39899fd2

অথবা ,

চাইনিজ হ্যান্ডেলার,যেটাতে স্পিড বেশি সেটা চালান
http://m.nduoa.com/package/detail/40157

এবার গ্রামিনকে Bamboo দিতে থাকেন।কিছু সাজেশনঃ –

উপরের ব্রাউসার দিয়ে ব্রাউস করে মোটেই মজা নাই,তবে ডাউনলোড করে প্রচুর শান্তি।যখন বড় ফাইল নামাবেন – ৫০০ মেগা থেকে ১ জিবি তখন ক্লাউড ডাউনলোড করবেন।তাতে রেজুম করতে সুবিধা হবে।ক্লাউড ডাউনলোড খুবই সহজ।ব্রাউসারে ফেসবুকের সাথে সাইন ইন করে টেমপোরারি ৪ জিবি এবং পার্মানেন্ট ২ জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া যায়।স্টোরেজে ফাইল অনলাইন থেকে সংরক্ষন করতে কোন মেগা লাগবে না।পরে স্টোরেজ থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে ফুল স্পিড এবং সব ফাইলের রেজুম সাপোর্ট পাবেন।স্টোরেজ ভর্তি হয়ে গেলে ফাইল ডিলেট করতে পারবেন।

টিউনটি বাংলালিংক ফ্রি নেটের আদলে গ্রামিনের সার্ভার দিয়ে করা হয়েছে।বাংলালিংক কার্যকরি ফ্রি নেট টিউন নিচের লিংক থেকে দেখুন

আবার গ্রামিন সিমে লিক হলো ইন্টারনেট ডাটা।জিপির অফিসিয়াল সেটিংসেই জিরো ব্যালেন্সে নেট চালান কম্পিউটার/মোবাইলে,সাথে নিয়ে নিন এন্ড্রয়েডে বাংলালিংকের ফ্রি নেট ট্রিক্স With Big File Download

ভালো থাকবেন,হ্যাপি বাশিং
ফেসবুকে আমি -
http://www.facebook.com/golamsarwar.shovo

পোস্ট টি সর্বপ্রথম আমার ফেসবুকে গ্রুপে প্রকাশিত।দেখতে এখানে যান।কোন সমস্যা থাকলে টিউমেন্ট করেন অথবা গ্রুপে এসে জানান।আশা করি সমাধান দিতে পারব।
http://www.facebook.com/groups/778986172165305

Level 0

আমি গোলাম সারোয়ার। Student, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

°• আমার জগতে স্বাগতম •° ¥ পুর্ন নামঃ ▼ গোলাম সারোয়ার ¥ ডাক নাম →শুভ ¥ পেশা → Google এর ছাত্র ।।(বর্তমানে একজনAndroid ও PC চালাতেই ব্যস্ত)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tune ta remove korun pls. Gp er dalal ra dekhle off hoye jabe.

তুমি GP কে ক্ষতি করলে সে দালাল হয় না যে তার পক্ষে সাফাই গাই সে দালাল হয়

বরং @ওমর ফারুক নামক এই দালাল এর ID ব্লক করুক টেকটিউনস

এই ট্রিক্স দিয়ে নিচের অ্যাপ্স ও ব্যবহার করা যাই
UC Browser MiniUC BrowserOpera miniEasy Browser ProOpera Mobilewhat’s appSkype

Level 0

rar file download hoy na….

3g ta speed kamon thake.

অনেকেরই রাত১২ -সন্ধ্যা ৬পর্যন্ত লিমিটেড হতে পারে তারা রাত ১২টার পর একবার try করেন এখন না হলে

আমার এখন চলতেছে না। দেখি ১২ টার পর ট্রাই করব 🙂

কাজ হলে পরে জানাব।

Level 0

google play n viber ki chole???

চলার কথা

Comments are closed.