নেটের ব্রাউজিং স্পিড বৃদ্ধি করুন

এই পদ্ধতি হয়ত অনেকে জেনে থাকবেন তারপর ও করলাম যদি কার ও কাজে লাগে।আমরা ইচ্ছে করলে উইন্ডোজ থেকে ইন্টারনেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতে পারি এবং এই বাড়ানোর পরিমান প্রায় ২৫%।

এবার আসুন দেখি কিভাবে এই পদ্ধতি করতে হয়:

  • (১) প্রথমে স্টাট বাটনে ক্নিক করে রানে যান এবং টাইপ করুন regedit তারপরে ok তে ক্লিক করুন রেজিস্টি এডিটর চালু হবে।
  • (২) তারপরে খুজুন HKEY_LOCAL_MACHINE
  • (৩) এরপর যান software তারপরে microsoft
  • (৪) এরপরে windows এ যান
  • (৫) এরপরে যান current version এ যান
  • (৬) এরপর এখান হতে explorer এ যান
  • (৭) তারপরে remote computer এ যান
  • (৮) এরপরে যান namespace key তে
  • (৯) এবার দেখুন এই namespace key এর মধ্যে দুইটি ভ্যালু আছে
    প্রথমটি "{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}"যা remote computer এর সাথে প্রিন্টার শেয়ারিং এর জন্য ব্যবহৃত হয়।
    ২য় টি "{D6277990-4C6A-11cf-8D87-00AA0060F5BF}"এই কী বলে যে শিডিউল রিমোট টাস্ক।আপনি এই ২য় ভ্যালুটি ডিলেট করুন।

দেখবেন ইন্টারনেটের ব্রাউজিং স্পিড আগের চেয়ে বেড়েছে। আপনার যদি প্রিন্টার শেয়ারিং করার প্রয়োজন না হয় তাহলে প্রথম ভ্যালুটি ডিলেট করে দিন তাহলে আরও স্পিড বাড়বে। আর ভ্যালু দুইটি ডিলেট করার আগে export করে নিন। যখন প্রয়োজন পড়বে তখন আবার import
করে নিবেন রেজিস্ট্রিতে। এভাবে ইচ্ছে করলে আপনি আপনার নেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতেন পারেন।

পুরো প্রসেস যদি ছোট করে বলি তাহলে হবে এরকম:

HKEY_LOCAL_MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Explorer>remote computer>NameSpace>delete the seconed value.

যানিনা কেমন হল টিউনটি চেষ্টা করেছি ভাল করার।ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

Level 0

আমি yousufshezan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Life is Race and we are the horse in this Race


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া, সুন্দর একটি টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ ।ট্রাই করে দেখব ।

দেখব কেমন হয়।

আপনাকে ও ধন্যবাদ।

স্যরি ভাইয়া , উইন্ডোজ সেভেনে এটা করা সম্ভব হলো না।

    উইন্ডোজ সেভেনর একটা ট্রিকস আমার জানা আছে।কিন্ত আমি নিজে উইন্ডোজ সেভেন ব্যবহার করি না তাই
    observe না করে আপনাদের দিতে চাচ্ছি না তবে যারা উইন্ডোজ সেভেন ব্যবহার করে তাদের একটা software
    এর নাম দিচ্ছি যা downlod.com পাবেন।software নাম হচ্ছে Tz Connection Booster.ব্যবহার করলে মনে
    হয় উপকার পাবেন।ধন্যবাদ।

Level 0

এটা Win 7 এর জন্য নয় ।

আমি ও স্যরি ভাইয়া উইন্ডোজ সেভেনে ট্রাই না করে টিউন করার জন্য।xp ইউজারদের হয়ত কাজে লাগবে।দেখি সেভেনের জন্য
কোন ট্রিকস পাওয়া যায় কি না পেলে শেয়ার করব।

Level 0

ভ্যালু দুইটা কেটে দিয়ে আবার ভেজাল এ পড়বো নাতো ভাই? 😕

২য় ভ্যালুটি ডিলেট করলে সম্যসা নেই কিন্তু প্রথম ভ্যালুটি প্রিন্টার শেয়ারিং এর জন্য প্রয়োজন হয়।সম্যসা নেই আপনি রেজিস্টর
মধ্যে edit option দেখতে পাবেন এই খানে Export এবং Import নামে দুইটি অপশন দেখতে পাবেন। Export এর মাধ্যমে
এই দুইটি ভ্যালু আপনি computer এর যে কোন জায়গায় রাখুন।যখন প্রয়োজন পড়বে তখন আবার import করে নিবেন রেজিস্ট্রিতে।

ata ki broadband r jonno naki modem r jonno ??

    এইটা দুটোতেই কাজ করবে।তবে মডেম এর স্পিড বাড়ানোর আর্ও একটা টিপস আছে যা নিচে দিলাম:

    Click Start the button.
    Select Settings.
    Click Control Panel.
    Double-click on the Modems icon.
    Select your modem.
    Click the Properties button.
    Click the Connections tab.
    Click the Advanced button.
    In the “Extra settings” field, type S36=7
    Click OK to save your settings.

    আচ্ছা ভাই, এইটা করলে কম্পিউটারের কি হয়?মানে কি কারনে স্পিড বাড়ে? টেকনিকাল জিনিস জানতে চাই

ধন্যবাদ শেয়ার করার জন্য।

খুব সুন্দর টিউন শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমি সাহায্য চাই।
আমি যখন পেজ ব্রাউজ করি তখন ০০kbps স্প্রিড হয়ে যায়। সুতারাং পেজ ব্রাউজ করা যায় না।
আর যখন কোন সফটওয়্যার বা কোন কিছু ডাউনলোড দেয়া হয় তখন ভাল স্প্রিড পাওয়া যায়। এ সমস্যার সমাধান কারও কাছে থাকলে আমাকে দয়া করে জানাবেন।

    ভাই সব ব্রাউজারে কি ব্রাউজ করতে গেলে সম্যসা হচ্ছে।আপনি ব্রাউজ না করতে পারলে ডাউনলোড করছেন কিভাবে
    বিষয়টি ক্লিয়ার না।আর নেটের স্পিড মাপছেন কি দিয়ে সফটওয়্যার না ওয়েবসাইট।আর কোন এরর মেসেজ দেখাচ্ছে না কি?
    একটু বিস্তারিত জানান।

যাদের নেটে স্পীড কম তাদের জন্য এই টিপস তাই না । এখন তো কোন সমস্যা নাই কোন দিন স্পীড কম মনে হলে ট্রাই করব । ধন্যবাদ

ভাই এইটা করলে নেটের স্পিড কি গাধার মত দৌড়াইবে নাকি বাঘের মত দৌড়াইবে ? ভাবতাছি 😕

    ভাই আপনার নেটের স্পিড কম থাকলে কোন কিছুতে কিছু হবে না।এই টিপসটা আপনার নেটের স্পিড আগের চেয়েও
    বেশি বাড়তে সহায়তা করবে।নেটের স্পিড বাড়ানোর আরও কিছু পদ্ধতি আছে যা খুব তারাতারি আপনাদের জানাব।

    এইবার বুঝছেন , তয় এইসব কইরা আমি একবার একটু ধরা খাইছিলাম , এইকারনে আমি এগুলা থেকে দুরে, তবে কানেকশান স্পিড বেশি করে দিয়ে কাজ করি , এতেই যতটা আসে এনাফ

    ভাই মানুষ তো ধরা খাইতে খাইতে শিখে।ভাল ভাবে জেনে শুনে চিন্তা করে কাজ করলে হয়ত
    ধরাও খাবেননা।ধন্যবাদ ভাল থাকবেন।

ভাই টিপসের মধ্যে মনে হয় দুইটি ভ্যালু নিয়ে বলেছিলাম যাক আবার বলছি আমরা যখন ব্রাউজ করি তখন আমাদের ব্রাউজিং স্লো করার একটি কমন কারন হচ্ছে scheduled tasks on remote computer.এর প্রভাবের কারনে কিছু সময় নেই এবং ব্রাউজিং স্পিড স্লো করে
দেয় ।এটা নেটওয়াকের ব্রাউজিং স্পিডকে কিছু সময়ের জন্য ফ্রিজ করে রাখে এবং ওয়েট করে remote computer er respons
এর জন্য।এই রকম আর ও উইন্ডোজ টিপস আছে যার মাধ্যমে নেটের ব্রাউজিং স্পিড বাড়ানো যায় যা আমি আপনাদের আমার পরবর্তী
টিউন এ জানিয়ে দিব।ধন্যবাদ আপনাকে।

বহুত সুন্দর ভাইয়া।

windows 7 আমি পেয়েছি । একটু খোজে বের করতে হয় ।

    ভাই প্রসেসটা যদি শেয়ার করতেন বা এটা নিয়ে টিউন করলে ভাল হত।ধন্যবাদ আপনাকে।

Level 0

thanks ,

Level 0

viya, name space ei word t khuje passina, amarta win 7……

2009/২০১০ সালের টিউন্স এটি, তাছাড়া এটা windows 7 এ কোনো কাজ করেনা, এমন কি এক্সপি তেও খুব একটা কাজ করেনা………………………………………………………………

2009/২০১০ সালের টিউন্স এটি, তাছাড়া এটা windows 7 এ কোনো কাজ করেনা, এমন কি এক্সপি তেও খুব একটা কাজ করেনা………………………………………………………………
—-